নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এমন মানব জনম আর কি হবে !

ৎঁৎঁৎঁ

আমি যুক্তিশূন্য ঈশ্বর মানতে রাজী আছি, কিন্তু কোন হৃদয়হীন ঈশ্বর না।

ৎঁৎঁৎঁ › বিস্তারিত পোস্টঃ

ফাঁসি কাব্য

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:০২

ফাঁসি চাই ফাঁসি চাই,

ফাঁসি ছাড়া কথা নাই।

ফাঁসি ছাড়া বুঝিনা,

ফাঁসি ছাড়া মানিনা,

ফাঁসির কোন ‘কিন্তু’ নাই।

ফাঁসির কোন ‘জামিন’ নাই।

পক্ষ নিলে রক্ষা নাই!

ফাঁসি ছাড়া চলবেনা,

বাংলা মা হাসবেনা,

ছেলেরা ঘরে ফিরবে না,

মেয়েরা পথ ছাড়বে না।

আমি বলি ফাঁসি দাও,

তুমি বলো ফাঁসি দাও,

আকাশ বলে ফাঁসি দাও,

মাটি বলে ফাঁসি দাও।

এক দেশ এক দাবী,

রাজাকারের ফাঁসি দিবি।

এক দফা এক দাবী,

কাদেরের ফাঁসি দিবি।

আমার দাবী তোমার দাবী,

সাইদীর ফাঁসি দিবি।

পদ্মা, মেঘনা যমুনা,

তোমার আমার ঠিকানা,

রাজাকারের ফাঁসি না দিয়ে,

মাগো আমরা ফিরবো না।

মন্তব্য ২২ টি রেটিং +৬/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:০৬

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আমি বলি ফাঁসি দাও,
তুমি বলো ফাঁসি দাও,
আকাশ বলে ফাঁসি দাও,
মাটি বলে ফাঁসি দাও।
এক দেশ এক দাবী,
রাজাকারের ফাঁসি দিবি।
এক দফা এক দাবী,
কাদেরের ফাঁসি দিবি।
আমার দাবী তোমার দাবী,
সাইদীর ফাঁসি দিবি।
পদ্মা, মেঘনা যমুনা,
তোমার আমার ঠিকানা,
রাজাকারের ফাঁসি না দিয়ে,
মাগো আমরা ফিরবো না।


অসংখ্য ++++++++++++++++++++++ ও প্রিয়তে।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:১৫

ৎঁৎঁৎঁ বলেছেন: ফাঁসি চাই, ফাঁসি চাই,
ফাঁসি ছাড়া কথা নাই।

২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৪৩

তুহিন সরকার বলেছেন: একাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার।
প্রজন্মের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার।
তুমি কে আমি কে
বাঙ্গালী, বাঙ্গালী।
তোমার আমার ঠিকানা,
পদ্মা, মেঘনা, যমুনা।
রাজাকারের ঠিকানা ফাঁসির পর পাকিস্তানের মোহনা।
একটাই দাবি দেউল্লা রাজাকারের ফাঁসি চাই,ফাঁসি।
জয়বাংলা।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:১৬

ৎঁৎঁৎঁ বলেছেন: একাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার।
প্রজন্মের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার।
তুমি কে আমি কে
বাঙ্গালী, বাঙ্গালী।
তোমার আমার ঠিকানা,
পদ্মা, মেঘনা, যমুনা।
রাজাকারের ফাঁসি না দিয়ে ,
মাগো আমরা ফিরবনা।

৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৫৪

নিঃশব্দ শিশির! বলেছেন: ফাঁসি চাই ফাঁসি চাই,

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:১৭

ৎঁৎঁৎঁ বলেছেন: এক দেশ এক দাবী,
রাজাকারের ফাঁসি দিবি।

৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১২

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: ফাঁসি চাই, ফাঁসি চাই,
ফাঁসি ছাড়া কথা নাই।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৫

ৎঁৎঁৎঁ বলেছেন: ফাঁসি চাই, ফাঁসি চাই!!!

৫| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২৫

কান্ডারি অথর্ব বলেছেন:

+++++++++

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫২

ৎঁৎঁৎঁ বলেছেন: কোন কথার কাজ নাই,
এক কথা ফাঁসি চাই!

৬| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৮

শ্রাবণ জল বলেছেন: ফাঁসি চাই ফাঁসি চাই,
ফাঁসি ছাড়া কথা নাই।

০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ১০:০৬

ৎঁৎঁৎঁ বলেছেন: ফাঁসি তোমায় দিতেই হবে,
যতই কর ছলনা,
শাক দিয়ে মাছ যতই ঢাকো
মানুষ বোকা অন্ধ না !

৭| ০১ লা মার্চ, ২০১৩ বিকাল ৪:৩৬

স্নিগ্ধ শোভন বলেছেন:


=====================
ফাঁসি ফাঁসি ফাঁসি চাই,
ফাঁসি ছাড়া কথা নাই।
=====================

এক এক জন পাকিস্তানি রাজাকারকে তোমার ফাঁসি কাব্যতে উচ্চারিত ফাঁসি সংখ্যক ১৬ বার করে ফাঁসি দেওয়া হোক।






জয় বাংলা।

০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ১০:০৮

ৎঁৎঁৎঁ বলেছেন: সহমত জানাইলাম। ফাঁসি দে কইলাম!

৮| ০১ লা মার্চ, ২০১৩ বিকাল ৪:৪৪

shfikul বলেছেন: +++

০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ১০:০৯

ৎঁৎঁৎঁ বলেছেন: ফাঁসি চাই! ফাঁসি দে!!

৯| ০২ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২৩

ইখতামিন বলেছেন:
আমি বলি ফাঁসি দাও,
তুমি বলো ফাঁসি দাও,
আকাশ বলে ফাঁসি দাও,
মাটি বলে ফাঁসি দাও।
এক দেশ এক দাবী,
রাজাকারের ফাঁসি দিবি।
এক দফা এক দাবী,
কাদেরের ফাঁসি দিবি।


৪র্থ ফাঁসীয় প্লাস

০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ১০:১০

ৎঁৎঁৎঁ বলেছেন: ফাঁসীয় ধন্যবাদ ইখতামিন ভ্রাতা!

১০| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ৮:৫০

মাক্স বলেছেন: +

০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ১০:১১

ৎঁৎঁৎঁ বলেছেন: মাক্স ভাই, কথা নাই,
এক কথা , ফাঁসি চাই!

১১| ১৮ ই মার্চ, ২০১৩ রাত ১২:৫২

আরজু পনি বলেছেন:

আহা...সেই কলেজ জীবনে ফিরে গেলাম যেন...উঁচু গলায় যখন শ্লোগান দিতাম
....

গোলাম আজম রাজাকার,
এই মুহুর্তে বাঙলা ছাড়...

জোশ লাগলে শ্লোগানে মুখরিত পোস্ট।

ভালো লাগাতো অবশ্যই।।

০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ১০:১৪

ৎঁৎঁৎঁ বলেছেন: পাঠে ধন্যবাদ আরজুপনি ! বহুদিন পড়ে ব্লগে আসলাম।

স্লোগানে স্লোগানে নতুন দিন, আসবেই ঠিক একদিন!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.