নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এমন মানব জনম আর কি হবে !

ৎঁৎঁৎঁ

আমি যুক্তিশূন্য ঈশ্বর মানতে রাজী আছি, কিন্তু কোন হৃদয়হীন ঈশ্বর না।

ৎঁৎঁৎঁ › বিস্তারিত পোস্টঃ

জাগো ওগো জাগানিয়া পাখি : অপর্ণা মম্ময় সমীপে নিবেদন

২১ শে জুন, ২০১৩ রাত ৩:২৭

মানুষগুলো যে বড় শূন্য হয়ে যাচ্ছে!

চোখগুলো যে বড় মৌন হয়ে যাচ্ছে!

মনগুলো যে সব মরু হয়ে যাচ্ছে!

নদীগুলো যে খুব দুঃখী হয়ে যাচ্ছে!

প্রেমগুলো যে সব খুনী হয়ে যাচ্ছে!

ফুলগুলো যে খুব ভুল হয়ে যাচ্ছে!

পথগুলো যে সব পাথরে ডুবে যাচ্ছে!

ভোরগুলো যে সব রোদে পুড়ে যাচ্ছে!

তবু কি তুমি জাগবে না?

ভাঙবেনা কি তোমার মৃত্যুর নিকষ কালো ঘুম?

একটু কি, একবারের জন্য কি আর ভিজবেনা জলে?

একটিবারের জন্যও কি আর খুলবে না তোমার নিশীথ দুয়ার?

অনির্বাণ একাকী চাঁদের আলোয় ভাসবেনা তোমার অপলক লাবন্য?

আর একটিবারের জন্যও কি বাঁচবে না?

আর একটি জন্য কি গাইবেনা উড়বার গান?

আর কখনও কি মেলবে না ডানা আকাশ হবার?



আর একটিবারের জন্যও কি তুমি স্বপ্ন দেখবেনা?

আর একটিবারের জন্যও কি লুট হবেনা ভালবাসায়?

আর একটিবারের জন্যও কি তুমি বেঁচে উঠবেনা?

একটি বারের জন্যও কি আর দুঃখ হবেনা আমার ?





জাগো ওগো জীবননাথ, নিতি আনন্দ আমার!

জাগো ওগো স্বপনসূর্য, চির নির্বান আমার!

জাগো ওগো জাগানিয়া পাখি, তব মুক্তি আমার!

মন্তব্য ৬১ টি রেটিং +১১/-০

মন্তব্য (৬১) মন্তব্য লিখুন

১| ২১ শে জুন, ২০১৩ রাত ৩:৩১

ৎঁৎঁৎঁ বলেছেন: অপর্ণাদির মন্তব্যের জবাব দিতে গিয়ে কবিতাটা হাজির হল! :)

সুতরাং কবিতাটা দিদির সমীপে পেশ করলাম। ব্লগে যে কয়েকজনের মন্তব্য খুব ভালো লাগে তাদের মধ্যে অপর্ণাদি একজন! দুর্দান্ত মনোযোগী পাঠক!

২| ২১ শে জুন, ২০১৩ রাত ৩:৩৩

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: কবিতা লেখা বা কবিতার আকৃতি দেবার একটি প্রচেষ্টা বলা যেতে পারে। কিন্তু পড়ে মনে হলো লেখক কেবল লেখার জন্য আর একটি পোস্ট দেবার জন্যই এটির পেছনে সময় ব্যয় করেছেন। তবে আমার মতে চিঠি আকারে বা গদ্য আকারে হলে ভালো হতো।

২১ শে জুন, ২০১৩ রাত ৩:৪৫

ৎঁৎঁৎঁ বলেছেন: আপনার মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ জুলিয়ান সিদ্দিকী! সমালোচনার স্বাদ তিতা হইলেও সেটা বড়ই উপকারী!

লেখাটা নিয়ে তাহলে আরও ভাববো!

তবে আমি লিখে বেশ আনন্দ পেয়েছি! কবিতা না হলেও তাই ক্ষতি নেই! :)

শুভকামনা!

৩| ২১ শে জুন, ২০১৩ ভোর ৪:৪৯

খেয়া ঘাট বলেছেন:
"আর একটিবারের জন্যও কি তুমি স্বপ্ন দেখবেনা?
আর একটিবারের জন্যও কি লুট হবেনা ভালবাসায়?
আর একটিবারের জন্যও কি তুমি বেঁচে উঠবেনা?
একটি বারের জন্যও কি আর দুঃখ হবেনা আমার ?" -এই লাইনগুলো বেশ ভালো লাগলো।


২১ শে জুন, ২০১৩ সকাল ১১:১৫

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ খেয়া ঘাট! আপনার ভালো লাগায় ভালো লাগা!


শুভকামনা!

৪| ২১ শে জুন, ২০১৩ সকাল ৭:০৭

সেলিম আনোয়ার বলেছেন: আর একটিবারের জন্যও কি তুমি স্বপ্ন দেখবেনা?
আর একটিবারের জন্যও কি লুট হবেনা ভালবাসায়?
এই অংশটা মজা পেলুম। তবে আপনি অসাধরণ লেখেন ।আরো সুন্দর ভাললাগার কবিতা চাই কবি।

২১ শে জুন, ২০১৩ সকাল ১১:৩০

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই! প্রথম থেকেই ভালো খারাপ সব লেখার সাথেই আছেন আমার, কিভাবে কৃতজ্ঞতা জানাবে কবি বলুন তো?

শুভকামনা রইলো!
অনন্তর ভালো থাকুন!

*আমি লেখার চেষ্টা করে যাচ্ছি, কি হচ্ছে কে জানে! :|


৫| ২১ শে জুন, ২০১৩ সকাল ১০:০৭

বটের ফল বলেছেন: খেয়া ঘাটের সাথে একমত। পোষ্ট প্লাসায়িত।

২১ শে জুন, ২০১৩ সকাল ১১:৩৭

ৎঁৎঁৎঁ বলেছেন: অনেক ধন্যবাদ বটের ফল! প্লাসে ভরসা ভালোলাগায় আপ্লুত হলাম!

শুভকামনা!

৬| ২১ শে জুন, ২০১৩ দুপুর ১২:৫৮

রেজোওয়ানা বলেছেন: মন্তব্যের জবাব দিতে গিয়েও মাঝে মাঝে তাহলে এমন চমৎকার কিছুর জন্ম হয়!!

২১ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:০৭

ৎঁৎঁৎঁ বলেছেন: হ্যা আপু! :)

লেখাটা মোটেই গোছান হয়নি! অবশ্য কিছু অগোছালো লেখা থাকা মন্দ নয়!

আপনার ভালো লাগায় আনন্দ!

শুভকামনা রইলো!

৭| ২১ শে জুন, ২০১৩ দুপুর ১:০৯

সায়েম মুন বলেছেন: মন্তব্যের ঘরে আগে মাঝে মাঝে এরকম কবিতা হাজির হলেও ইদানীং আর হয় না। খুব ভাল হয়েছে।

২১ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:১১

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ সায়েম ভাই!

ভালো লাগাতে বিশেষ ভরসানন্দ পেলাম! :)

শুভকামনা রইলো কবি!

৮| ২১ শে জুন, ২০১৩ দুপুর ২:৪৯

অপর্ণা মম্ময় বলেছেন: আমার প্রতি নিবেদিত কবিতা পেয়ে খুব খুশী হয়ে গেলাম !

অনেক সময় এমন হয় মন্তব্য , প্রতি মন্তব্যও থেকেও কবিতার জন্ম হতে পারে , কবিতার উত্তরে কবিতা লেখা এমনও হয় । তাৎক্ষণিক ভাবে জন্ম নেয়া কবিতা আর সময় নিয়ে চর্চার ফলে যে কবিতা সেখানে একটু পরিবর্তন চোখে পড়েই।

ৎঁৎঁৎঁ এই কবিতাটা আপনি আবারও সময় পেলে বসে লিখবেন। আরও সুন্দর হবে । তবে ব্লগে লগিন করেই যে আপনার কাছ থেকে চমক পেলাম সেটা মনে থাকবে দীর্ঘ দিন ।

শুভকামনা ৎঁৎঁৎঁ :)

২১ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:১৯

ৎঁৎঁৎঁ বলেছেন: :) :)

আমি তো দুশ্চিন্তায় ছিলাম পোস্ট আপনার নজরে এড়িয়ে যাবে না তো!

লেখা যেমনই হোক, আপনি যদি একটা চমকপ্রদ চমক পেয়ে থাকেন তাহলেই লেখা সার্থক! :-B

এই কবিতার কথাটা আমার মাথায় থাকবে, পরে কখনও সময় আসলে আবার বসব।

শুভকামনা রইলো অপর্ণাদি!

আরও দারুন দারুন লেখা আর মন্তব্য করে যান!

৯| ২১ শে জুন, ২০১৩ বিকাল ৩:০২

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: :) :) :) :) :)

২১ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:২০

ৎঁৎঁৎঁ বলেছেন: :D :D :D :D :D

১০| ২১ শে জুন, ২০১৩ বিকাল ৩:২৩

স্বপনবাজ বলেছেন: মাঝে মাঝেই মানুষ শূণ্যতার আড়ালে থাকে , চোখের মৌনতা হয়ে উঠে তার স্বকীয়তা , নিজস্বতা ! তবু স্বপ্ন দেখা থেমে থাকেনা ,যতদিন শ্বাস থাকে মানুষ কিন্তু বেচে থাকে কবি , আশা জাগানীয়া পাখিরা আছে বলেই !

২১ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৫৮

ৎঁৎঁৎঁ বলেছেন: দারুন ! প্রিয় স্বপনবাজ, এতদিন কোথায় ছিলেন? :)

আশা জাগানীয়া পাখিরা আছে বলেই !


কি সুন্দর করে বলেছেন! মানুষ,- পবিত্র মধুপিয়াসীর দল,চিরকাল আশা জাগানিয়া পাখিদের পিছে পিছে খুঁজে নিয়েছে নিশ্চিন্ত সবুজের ঠিকানা!

শুভকামনা রইলো!

১১| ২১ শে জুন, ২০১৩ বিকাল ৩:২৬

স্বপ্নবাজ অভি বলেছেন: স্বপনবাজ বলেছেন: মাঝে মাঝেই মানুষ শূণ্যতার আড়ালে থাকে , চোখের মৌনতা হয়ে উঠে তার স্বকীয়তা , নিজস্বতা ! তবু স্বপ্ন দেখা থেমে থাকেনা ,যতদিন শ্বাস থাকে মানুষ কিন্তু বেচে থাকে কবি , আশা জাগানীয়া পাখিরা আছে বলেই !

২১ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:০০

ৎঁৎঁৎঁ বলেছেন: মানুষ,- পবিত্র মধুপিয়াসীর দল,চিরকাল আশা জাগানিয়া পাখিদের পিছে পিছে খুঁজে নিয়েছে নিশ্চিন্ত সবুজের ঠিকানা!

১২| ২১ শে জুন, ২০১৩ বিকাল ৩:৪২

মাক্স বলেছেন: সুন্দর!

২১ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:০৩

ৎঁৎঁৎঁ বলেছেন: অনেক দিন পরে দেখা প্রিয় মাক্স! আপনাকে দেখে খুব ভাল লাগল!


শুভকামনা মাক্স!

১৩| ২১ শে জুন, ২০১৩ বিকাল ৪:১৩

টুম্পা মনি বলেছেন: আমার মন্তব্য আপনার ভালো লাগে কিনা জানি না। তবুও মন্তব্য দিলাম। =p~ =p~
চমৎকার লিখেছেন। অবশ্য আপনি সব সময়ই চমৎকার লেখেন।

২১ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:১৬

ৎঁৎঁৎঁ বলেছেন: টুম্পা মনি, মাথার মধ্যে এখনও দুষ্টুমী ঘুরে?

মন্তব্য একটা করেছেন তার মধ্যেও ?

/ আমার মন্তব্য আপনার ভালো লাগে কিনা জানি না। তবুও মন্তব্য দিলাম।/ :-* :-* =p~ =p~

কবিতায় আপনাকে পেয়ে কিন্তু ভালো লাগলো! :)

শুভকামনা রইলো!

১৪| ২১ শে জুন, ২০১৩ বিকাল ৪:২৬

নাজিম-উদ-দৌলা বলেছেন: প্রেমগুলো যে সব খুনী হয়ে যাচ্ছে! লাইনটা আমার সিরাম লাগছে, একখান গল্প লিখা যায় এই লাইন বেইজ করে! ;)

আগের পোস্টে শাহবাগের বাসের প্রতি আমার দুর্বলতা জানতে চেয়েছিলেন। আসলে দুর্বলতা না বলে সতর্কতা বলা ভাল। একবার টাকা, আইডি কার্ড আর প্রয়োজনীয় কাগজে ভর্তি একটা মানিব্যাগ হারিয়ে গিয়েছিল আমার। তাই এখন বাসে শাহবাগে গেলেই সতর্ক থাকি আর অবচেতন মনে আমার সেই হারিয়ে যাওয়া মানিব্যাগ খুঁজে ফিরি! :(

২১ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:২৫

ৎঁৎঁৎঁ বলেছেন: কিছু খুনী প্রেম এবং কতিপয় ঘাতক বাসনাদের নিয়ে একটা গল্প লিখে ফেলেন , আপনি লিখলে সেটা নিঃসন্দেহে দুর্দান্ত হবে! :)

আপনার তো শাহবাগে খুব যন্ত্রনার অভিজ্ঞতা হইসে! মানিব্যাগ হারানো একটা চূড়ান্ত রকমের আজাইরা ঝামেলা, কাগজপত্র তুলতে গেলেই তো মাথা নষ্ট! B:-)

মাথার মধ্যে কিছু গল্প ঘোরে, কিন্তু লেখার সময়-ধৈর্য করে উঠতে পারছিনা। আপনাকে দেখে গল্প লেখার ইচ্ছেটা আবার জাগছে! :)

১৫| ২১ শে জুন, ২০১৩ বিকাল ৪:৪৫

স্নিগ্ধ শোভন বলেছেন: আর একটিবারের জন্যও কি তুমি স্বপ্ন দেখবেনা?
আর একটিবারের জন্যও কি লুট হবেনা ভালবাসায়?
আর একটিবারের জন্যও কি তুমি বেঁচে উঠবেনা?
একটি বারের জন্যও কি আর দুঃখ হবেনা আমার ?"

৭ম ভাললাগা।

২১ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৩০

ৎঁৎঁৎঁ বলেছেন: সপ্তম অভিবাদন হে স্নিগ্ধ কবি! বেশ কিছুদিন পরে দেখা হল! :)
কেমন আছেন? কেমন গাইছে কলম?


অনেক অনেক শুভকামনা রইলো!

১৬| ২১ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৩০

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
কবিতা ভালো লেগেছে। তবে এটাতে কাজ করার সুযোগ আছে মনে হচ্ছে।

২১ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৩৪

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ কবি!

লেখাটাই কাজ করার কথা নিয়ে আমি সহমত। আগোছালো একটা বিন্যাস লেখাটা জুড়ে, পরে একে নিয়ে আবার বসবার কথা মাথায় রইলো।

শুভকামনা!

১৭| ২১ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৩৭

হাসান মাহবুব বলেছেন: না।

২১ শে জুন, ২০১৩ রাত ৯:৩৮

ৎঁৎঁৎঁ বলেছেন: B:-)

না কেন?

১৮| ২১ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৪২

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: চমৎকার লাগলো ।

২১ শে জুন, ২০১৩ রাত ৯:৪৭

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ হে মাননীয় মন্ত্রী মহোদয়!


শুভকামনা!

১৯| ২১ শে জুন, ২০১৩ রাত ৮:২৮

স্বপনবাজ বলেছেন: এতদিন স্বপ্নবাজ অভি তে ছিলাম , সামনেও স্বপ্নবাজ অভি তেই থাকবো !
সব বুঝতে পারবেন এখানে গেলে

২১ শে জুন, ২০১৩ রাত ৯:৪৯

ৎঁৎঁৎঁ বলেছেন: আমার অবশ্য স্বপনবাজ এর সাথে আলাপ পরিচয় বেশী ছিল! :(

২০| ২১ শে জুন, ২০১৩ রাত ৮:৩৬

তুষার আহাসান বলেছেন: নবম ভাল লাগা।

২১ শে জুন, ২০১৩ রাত ৯:৫১

ৎঁৎঁৎঁ বলেছেন: নবম অভিবাদন গ্রহন করুন তুষার আহাসান ভাই!

শুভকামনা !

২১| ২১ শে জুন, ২০১৩ রাত ৯:১০

রহস্যময়ী কন্যা বলেছেন: ভালো লেগেছে অনেক :)

২১ শে জুন, ২০১৩ রাত ৯:৫২

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ রহস্যময়ী!


ভালো থাকুন নিরন্তর!

২২| ২১ শে জুন, ২০১৩ রাত ১০:০০

নিয়েল হিমু বলেছেন:
আর একটিবারের জন্যও কি তুমি স্বপ্ন দেখবেনা?
আর একটিবারের জন্যও কি লুট হবেনা ভালবাসায়?

সুন্দর :)

২১ শে জুন, ২০১৩ রাত ১১:১১

ৎঁৎঁৎঁ বলেছেন: আর একটিবারের জন্যও কি তুমি বেঁচে উঠবেনা?
একটি বারের জন্যও কি আর দুঃখ হবেনা আমার ?

হিমুদের দেখা পেলে কবিরা দারুন খুশী হয়! :)


হিমুদের জন্য শুধু শুভকামনা মানায়না, তাই আপনার জন্য রইলো পূর্নিমাকামনা!

২৩| ২১ শে জুন, ২০১৩ রাত ১০:০৭

মামুন রশিদ বলেছেন:


কি লিখেছেন কিংবা আরো ভালো কি লিখতে পারতেন এটা কোন আলোচ্য বিষয় নয় । কবিতা আর উৎসর্গীতা দুজনের জন্যই ভালোলাগা :)

২১ শে জুন, ২০১৩ রাত ১১:২০

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ মামুন ভাই ধন্যবাদ! আসলে এরকম লেখার ক্ষেত্রে সবসময় কাব্যতত্ত্ব মূল আলোচ্য বিষয় নয়! :)

উৎসর্গীতা শব্দটা জানা ছিল না, একটা নতুন শব্দ শিখে ফেললাম!


শুভকামনা রইলো!

২৪| ২১ শে জুন, ২০১৩ রাত ১১:০৮

কান্ডারি অথর্ব বলেছেন:

মন্তব্যের জবাবে কবিতা !!! অসাধারন +++

২২ শে জুন, ২০১৩ সকাল ৯:৪২

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ ভাই কান্ডারী! আমি কিন্তু খেয়াল করে দেখলাম মাঝে মাঝে জবাব দেওয়ার সময় গুড়ি গুড়ি কবিতা আসে, অন্যসময় গুড়ি পর্যন্তই থাকে। এবার লেখে ফেললাম!


শুভকামনা রইলো!

২৫| ২২ শে জুন, ২০১৩ দুপুর ২:১৩

স্নিগ্ধ শোভন বলেছেন:
আছি ভালই ।
কিন্তু কলমকে চালানোর সময় হচ্ছে না।

আসছি খুব তাড়াতাড়ি.... :)

২২ শে জুন, ২০১৩ রাত ৯:০২

ৎঁৎঁৎঁ বলেছেন: কবির কলম গর্জে ওঠো,
কামান হয়ে ঝরাও ফুল,
আর দেরী নয়, এই তো সময়,
বজ্র হয়ে ভাঙ্গাও ঘুম!

২৬| ২২ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৫০

সপ্নাতুর আহসান বলেছেন: টুম্পা মনি আপুর সাথে একমত।
ভাল লেগেছে কবিতা।

২২ শে জুন, ২০১৩ রাত ৯:৫৫

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ আহসান ভাই!

স্বপ্নাতুর বেলা শেষে সব পাখিই বুঝি ঘরে ফেরে,
ঠোঁটে তুলে আনে কাঠ-কুটো,আর কয়েক দানা শস্য,
অপেক্ষায় কেউ থাকবেনা জেনেও মুছে যায় সন্ধ্যার রংতুলি,
সকালের নাকফুল যদি সময়ের পুকুরে ডুব দেবার পণ করেই থাকে,
বিষন্ন বঁধুর একলা বিকেল জানালায় বিছানো এলোচুলের মায়াজালে,-
ফুলেল নকশা তোলার আকাঙ্ক্ষায় ছন্নছাড়া কিছু বাসনা বিবাগী হবেই!
জলে বন্দী মাছেদের খুব আকাশে উড়বার সাধ হয় কিনা,
এইটুকু জানার অপেক্ষায় থাকেনি কখনও কোন মেঘের দল।
আবার যদি কখনও দেখা হয় জোনাকিদের উৎসব আসরে,
কথা দিলাম, নীলিমার আঁচল চিরে মুড়ে দেব সব অভিমানী কালিমা!


** আপনার মন্তব্যের জবাব দিতে গিয়ে আবার কেমন একটা কবিতা চলে আসছে! :) আপনার 'স্বপ্নাতুর' নিক এর জন্য দায়ী! লেখাটা সময় নিয়ে বসে গুছিয়ে ফেলবো!

অশেষ কৃতজ্ঞতা!

ভালো থাকুন আর মাঝে মাঝে এরকম কবিতা নিয়ে চলে আসুন!

২৭| ২৩ শে জুন, ২০১৩ সকাল ৮:০২

টুম্পা মনি বলেছেন: কেন ঘুরবে না বলুন? সেই আমি তো আমিই আছি। বহু চেয়েও ''তুমি'' হতে পারি নি।

শুভকামনা রইল আপনার জন্য।

২৩ শে জুন, ২০১৩ বিকাল ৫:২২

ৎঁৎঁৎঁ বলেছেন: রাগ করোনা টুম্পা মনি,
সামনের বার হাটে গিয়ে,
এনে দেব রেশমি চুরি! ;)

২৮| ২৩ শে জুন, ২০১৩ সকাল ১১:০৩

লাবনী আক্তার বলেছেন: দারুন লাগল।

২৩ শে জুন, ২০১৩ বিকাল ৫:২৯

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ লাবনী! :)



শুভকামনা রইলো নিরন্তর!

২৯| ২৩ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:২৭

দেহঘড়ির মিস্তিরি বলেছেন: আমি কবিতা লিখতে পারি না , তবে কবিতার একনিষ্ঠ পাঠক ,
কবিতা পাঠে এক ধরনের আবেশ অনুভব করি , এই অনুভবটা

আজকে অনুপস্থিত মনে হল , একটু তাড়া লক্ষ্যনীয়

অবশ্য অনেক সময় কবিতার চেয়ে , পেছনের আবেগটা অনেক বেশি জোরাল হয় ।

আপনার আবেগটা ভাল লাগল :)
ভাল থাকবেন ।

২৩ শে জুন, ২০১৩ রাত ৮:২৯

ৎঁৎঁৎঁ বলেছেন: ঠিক, ঠিক! দারুন বলেছেন। অস্থির আবেগটা ছিল খুব বেশী!

আপনার মন্তব্যে ভালো লাগা। কবিতার পাঠক হিসেবে আপনার প্রতি শ্রদ্ধা চলে আসলো।

আবার আসবেন! :)

শুভকামনা!

৩০| ২৩ শে জুন, ২০১৩ রাত ১১:০৫

শ্রাবণ জল বলেছেন: ভাল লাগা।

২৪ শে জুন, ২০১৩ সকাল ১১:২২

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ শ্রাবণ!

শুভকামনা!

৩১| ২৩ শে জুন, ২০১৩ রাত ১১:৩০

সকাল রয় বলেছেন:
আবেগ না থাকলে মানুষ একেবারে পাথর হয়ে যেত। আর পাথর হয়ে গেলে পাথর যুগের অবসান হতো না। আর যুগের অবসান না হলে পাতা ভরতি সাহিত্য রচনা হতোনা,আর সাহিত্য না হলে এমন সব লেখাও পড়তে পেতাম না আর মানুষের আবেগও দেখা হতো না। ধন্যবাদ আবেগ আর ধন্যবাদ যাহারা লিখতেছেন তাদের বেবাকতেরে

২৪ শে জুন, ২০১৩ সকাল ১১:৩২

ৎঁৎঁৎঁ বলেছেন:
আবেগ না থাকলে মানুষ একেবারে পাথর হয়ে যেত। আর পাথর হয়ে গেলে পাথর যুগের অবসান হতো না। আর যুগের অবসান না হলে পাতা ভরতি সাহিত্য রচনা হতোনা,আর সাহিত্য না হলে এমন সব লেখাও পড়তে পেতাম না আর মানুষের আবেগও দেখা হতো না।


-- চমৎকার বলেছেন সকাল রয়! আপনার মন্তব্যে বিশেষ ভালো লাগা !

শুভকামনা রইলো! আবার আসবেন! :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.