|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 মোঃ ইমরান কবির রুপম
মোঃ ইমরান কবির রুপম
	আমার নিজস্ব ব্লগ - ikrupam.blogspot.com
আমি এই ব্লগে একজন নতুন সদস্য ।
আগে ফেসবুকে আনেক লেখা লেখি
করেছি ,এই প্রথম আমার ব্লগ লেখা ।
সাম্প্রতিক সময়ে একাধিক ব্লোগার কে
ব্লগে লেখালেখির কারনে খুন হতে
দেখেছি ।সেই আক্ষেপ বা খুন হবার শখে
,যাই বলেন না কেন সেখান থেকে
অনুপ্রানিত হয়ে ব্লগে লেখা শুরু
করলাম । দেখি খুনিরা আর কত ব্লগার
কে খুন করতে পারে । একটা কথা
সবাইকে জানিয়ে দিতে চাই খুনিরা যতই
আমাদের ব্লগারদের খুন করবে ,ততই
আমাদের(ব্লগার) সংখ্যা দিন দিন হু হু
করে বাড়বে বই কমবে না । আমরা
শোক কে শক্তিতে রুপান্তরিত করতে
পারি । আমরা খুনিদের মত না , আমরা
কিবোর্ডের জবাব কিবোর্ড দিয়েই
দিতে জানি , চাপাতি দিয়ে নয়
 ১ টি
    	১ টি    	 +০/-০
    	+০/-০©somewhere in net ltd.
১| ১৮ ই মে, ২০১৫  রাত ১:৪৯
১৮ ই মে, ২০১৫  রাত ১:৪৯
মোঃ ইমরান কবির রুপম বলেছেন: