![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার নিজস্ব ব্লগ - ikrupam.blogspot.com
জীবন মানে শুধু যুদ্ধ
আর হাহাকার
না পাওয়ার কষ্ট কেন
থাকে সবার
জীবন যেন ইটের ভাটা
শুধু আগুন জ্বলে
পুড়ে সবেই ছাই হয়
তিল তিল করে
যায় না দেখা কোন স্থানে
হয় যদি কোন ক্ষত
জীবন হইলো অস্ত্র ছাড়া
শুধু যে যুদ্ধ
সৈন্য বাহীনি নেই যে তার
করে তবু যুদ্ধ
যুদ্ধ করে যখন সে
ক্লান্ত হয়ে পরে
ঘুমের ঘোরে তখন আবার
যুদ্ধ ফিরে তারে
যুদ্ধ করে যখন আবার
হাপিয়ে সে ওঠে
পরাজয় নিশ্চিত ভেবে
দেয় হাল ছেড়ে
খানিক বাদে যখন সে
সাহস পায় ফিরে
যুদ্ধ ছাড়া জীবন
আবার হয় কি করে ?
©somewhere in net ltd.