![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার নিজস্ব ব্লগ - ikrupam.blogspot.com
খাচার ভিতর বন্দি পাখি
শুধু ছটফটায়
খাচা ভেঙ্গে পাখি যেন
বেড়িয়ে আসতে চায়
খাচার ভিতর মন বুঝি
তার আর না সয়
স্বাধীন ভাবে উরতে সে যে চায়
চার দেয়ালে বন্দি থাকতে
আর না চায় ।
বেরিয়ে আসতে ফন্দি করে
তবুও আটকায়
হঠাত্ করে একদিন সে
উরাল দেয় আকাশে
কিছুক্ষন পরে সে
মুখ থুবরে পরে
কিছু যখন পারে না বুঝে উঠতে
আসলে তার পা দু'খানি
দেয়া ছিল ভেঙ্গে ।
পরে থেকে যখন আবার
এদিক ও দিক তাকায়
তার পাশে কাউকে না
সে দেখতে পায়
খানিক বাদে যখন আবার
চিল এসে নিয়ে যায়
জীবন ছাড়া পাখিটার
খালি দেহ পরে রয়
এটা ছিল পাখিটার
খাচার ভিতর বন্দি
জীবন বিনিময়
©somewhere in net ltd.