![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার নিজস্ব ব্লগ - ikrupam.blogspot.com
সামু কয়েক দিন বন্ধ ছিল সবাই জানেন । আমিও জানি , তবে আমার জানাটা ছিল অদ্ভুদ । সামু যখন বন্ধ করা হয় ,তার ঠিক একটু আগে একবার এসে গেছি । কিন্তু কি মনে করে আবার ঢুকতে যাব , তখনেই নোটিশ টা চোখেঁ পরে । আমি প্রথমে ঘাবরে গিয়েছিলাম ! মনে করলাম মনে হয় আমার ফোনের ই কোন সমস্যা আছে ! কিন্তু বার বার ঢুকার পরে ঐ এক ই নোটিশ । এবার ভাবলাম ফেবুতে ঢুকে সামু কর্তপক্ষকে একটা s m s দেই , দিলাম ও । সামু কর্তপক্ষ ফেসবুকে বিস্তারিত জানাল । তখনে ভয় টা কেটে গেল । কিন্তু অপেক্ষার প্রহর কি শেষ হয় ? প্রতিদিন রুটিন করে তিন বার গুগলে সার্চ দিয়ে , ফেবুতে সামুর পেজ ফলো করি ! কিন্তু বরাবর ই এক ই নোটিশ ! আর ও ঘাবয়ে যাই শেষ দুই দিন যখন সামুর যে কোন পাতায় যেতে চাই তখনেই সে পাতাটি ডাউনলোড করতে বলে , এভাবে কতোবার যে ডাউনলোড করে MB খোয়া গেছে তার হিসেব নেই ! আজকে আমার অনার্স ৩ য় বর্ষের পরীক্ষা ছিল , পরীক্ষা শেষ করে এসেই ঘুমিয়ে পরি । যখন ঘুম থেকে উঠি তখন প্রায় রাত ৯ টা ? তাড়াতাড়ি উঠে হাতমুখ ধুয়ে বাজারে গেলাম । তখনেই বুঝতে পারলাম একটু জ্বর জ্বর লাগছে । লাগবে না কেন সাড়া বছর কোন পড়াশুনা নাই , শুধু পরীক্ষার দুই রাত পড়াশুনা করে , পরের দিন আবার একজায়গায় চার ঘন্টা বসে লেখালেখি করা কি যাতা কথা । এক বছরে কোথাও চার ঘন্টা বসে ছিলাম না ! চার মিনিটের জন্য ও কলম হাতে নেই নি । যাই হোক বাজার থেকে ফিরে এলাম প্রায় ১০ টা । এবার একটু ব ই খুলি , কিন্তু তা আর হলো ক ই । ভাবলাম এখন তো রাত ১০ টা এখনো আনেক সময় আছে । এখন একটু ফেবু থেকে ঘুরে আসি । যেই কথা সেই কাজ । ফেসবুক সহ অনান্য সাইট ও ব্লগ থেকে ঘুরে আসলাম । খুব বেশী একটা সময় নেই নি । কোথাও কোন কিছু পোষ্ট করিনি । পড়তে যাব এমন সময় মনে হলো দেখি সামু খুলছে কি না । দেখে তো আমার চোখঁ ছারাবাড়া । দেখি সামু খুলে গেছে ! এবার ফেবু কে একটা পোষ্ট দিলাম সামুর জন্য , কারন যে দিন সামু বন্ধ হয় সে দিন ফেবু কে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে একটা পোষ্ট করেছি । দুঃখের সময় সবাইকে জানিয়েছিলাম তবে আজ কেন নয় ? এবার ভাবলাম সামুতে একটা পোষ্ট দেই রাত তো কেবলি ১০ টা বেজে ৩৫ মিনিট । পোষ্ট করতে এসে দেখি কিচ্ছ লিখতে পারছি না ! অনেক কষ্টে এই লেখাটি ই লিখলাম । এবার মুশলধারে বৃষ্টি আসলো , আস্তে করে লাইটা নিভিয়ে দিলাম আর মনে মনে ভাবলাম পরীক্ষা তো ১৩ তারিখ সে আনেক সময় ! তা ড়া রা আজকেই পরীক্ষা দিয়ে আসলাম আজ আর পড়বো না ! আসোলে কি জানেন এই কয়েক দিনে অনেক ব্লগে লিখছি কিন্তু কোথাও সামুর মত পাই নি । সামু তোমার জন্য অনেক অনেক শুভকামনা .....
২| ১১ ই জুন, ২০১৫ রাত ১২:১৯
মোঃ ইমরান কবির রুপম বলেছেন: সত্যি বলেছেন ভাই , আসলো এখানে আসলে মনেয় খোরাক পাওয়া যায়
©somewhere in net ltd.
১|
১১ ই জুন, ২০১৫ রাত ১২:১৩
আরণ্যক রাখাল বলেছেন: সামুর মজাই আলাদা