নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন শান্তি প্রিয় ব্লগার ikrupam.blogspot.com

মোঃ ইমরান কবির রুপম

আমার নিজস্ব ব্লগ - ikrupam.blogspot.com

মোঃ ইমরান কবির রুপম › বিস্তারিত পোস্টঃ

প্রিয় সামু ও এক মাস পিছনে

১৪ ই জুন, ২০১৫ বিকাল ৩:১৩

একটু আগে আমার একমাস পূর্ন হলো । আজ খুব মনে পরছে ব্লগ খুলার কথা । গনজাগরেন অবির্ভাবের পর থেকেই ব্লগ কথাটির সাথে পরিচয় ।কিন্তু এটা কি জিনিস তা আমি জানতাম না ।খুব অগ্রহী হ ই ব্লগ কি জান তে ! কিন্তু পারিনা । যাই হোক পারলাম না ! অভাবের কারনে মোবাইলটা বেচে দিলাম ! কিন্তু আমার অগ্রহের কমতি ছিল না । প্রায় দেড় মাস আগে একটা কমদামি মোবাইল নেই । এর মাঝে ব্লগার অভিজিত্‍ , ওয়াশিকুর এবং অনন্ত খুন হন !এবার আমার অগ্রহ অনেক গুনে বেড়ে যায় । ব্লগ লিখে গুগলে সার্চ দিলে অনেক ব্লগ পাই। সব গুলোতে নিবন্ধন করি ! কিন্তু কিভাবে লিখতে হয় জানিনা । কয়েক বার চেষ্টা করে ব্যাথ হ ই । সার্চ করার সময় সামুও পেয়েছিলাম । কিন্তু পুরতন ভার্সনের জন্য ততটা গুরুত্ব দেই নি । হঠাত্‍ একদিন সম্ভবত কালের কন্ঠ অনলাইনে অনন্ত হত্যার কারন হিসেবে ফেসবুকের একটি পোষ্টের কথা উল্রেখ করে একটি রিপোর্ট দেখলাম । রিপোর্টে অনন্তর ফেসবুক লিঙ্ক দেয়া ছিল । গেলামা অনন্তর ফেসবুক আইডিতে তার সকল তথ্য চেক করলাম । তখনি দেখলাম অনন্ত সামুতে লিখতো ! ফেসবুক থেকে অনন্তর সামুর লিঙ্কে প্রবেশ করলাম । দেখে আবার ততটা গুরুত্ব দেইনি । তার পর যখন দেখলাম পুরোতন ভার্সনে অনন্তর পোষ্ট দেখা না যায় । কিন্তু আমি তার লেখা দেখার জন্য পাগল হয়েছিলাম ! অনেক ঘাটাঘাটির পর নিচে দেখলাম ভিউ ফুল সাইট । তারাতারি সেখানে ক্লিক করলাম । এবার সামুর আসোল চেহারা আমার কাছে উন্মক্ত হলো । অনন্তর পোষ্টা না পরেই । সামুর সকল নিয়ম কানুন পরে নিবন্ধন করলাম ।মনে আছে নিবন্ধন করতে প্রায় ২ ঘন্টা লেগেছিল । ইমেইল না আসার কারনে আর ও অনেক সময় ব্যায় হয় । তখন সময় তার প্রায় ৩ টা ! পরের দিন তাই ব্লগার হত্যা কন্ড নিয়ে আমার প্রথম পোষ্ট দেই । কিন্তু আমার লেখা প্রথম পাতায় দেখতে পাইনা ! আবার নিয়মনীতি পরে জানতে পারি ১২ পর আমার লেখা প্রথম পাতায় দেখা যাবে । ১২ দিন পর ঠিক ই আমার লেখা প্রথম পাতায় দেখা যায় । সেই থেকে আজ সামু । এখনো অনেক ব্লগে লিখি কিন্তু সামুর মত মজা পাই না । তাই সামু এখন আমার প্রিয় ব্রগ । এখনো কিন্তু অনন্তের কোন লেখা পড়া হয় নাই ! কয়েক দিন সামু বন্ধ থাকায় আমার কি যে অবস্তা হয়েছিল , সামু খোলার পর একটা লেখার সেটা প্রকাশ করেছিলাম ।

ধন্যবাদ , সামু

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই জুন, ২০১৫ বিকাল ৩:৩৬

মুদ্‌দাকির বলেছেন: :)

২| ১৪ ই জুন, ২০১৫ বিকাল ৩:৪৫

মোঃ ইমরান কবির রুপম বলেছেন: কি ভাই , ফাকা কেন

৩| ১৪ ই জুন, ২০১৫ বিকাল ৪:১২

আরণ্যক রাখাল বলেছেন: স্বাগতম

৪| ১৪ ই জুন, ২০১৫ বিকাল ৪:২৭

মোঃ ইমরান কবির রুপম বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.