নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন শান্তি প্রিয় ব্লগার ikrupam.blogspot.com

মোঃ ইমরান কবির রুপম

আমার নিজস্ব ব্লগ - ikrupam.blogspot.com

মোঃ ইমরান কবির রুপম › বিস্তারিত পোস্টঃ

মধ্যবিত্ত পরিবারের হাল চাল

০৩ রা জুলাই, ২০১৫ সকাল ১১:২৪

(নিচের লেখাটা ছিল গতকালের , সামু কর্তপক্ষ গত কয়েকদিন আমাকে প্রথম পাতায় লেখা প্রকাশ করতে নিষেধ করেছিল ! তবে কারন টা যৌক্তিক ছিল ! কর্তপক্ষের নীতিমালাকে আমি সম্মান করি তাদের স্বাগত জানাই । এটা আমার জন্য চরম একটা শিক্ষা হলো )

গত কাল পরীক্ষা ছিল । তাই আজ ঘুম
থেকে দেড়ী তে উঠলাম । ঘরি তে তখন
সময় ১১:২০ মিনিট । একটু পরেই
মোবাইলে একটা অপরিচিত নাম্বারে র
ফোন । রিসিভ করলাম । একটি মেয়ের
মিষ্টি কন্ঠ ! আমাকে জানালো আমি
ইমরান কবির কি না ? জবাব দিলাম
হ্যা । তখন তিনি জানালেন , যে তিনি
বিজয় টিভি থেকে বলছেন ! সাথে সাথে
মনে পরে গেল , বিজর টিভি তে অভিনয়
করার জন্য নিবন্ধন করেছিলাম । তো
তিনি বল্লেন , আগামী ২৭ জুলাই এর
মধ্যে ঢাকায় আসতে হবে । সাথে সাথে
মাথায় আকাশ ভেঙ্গে পরলো । ঢাকা
যাওয়ার মতো আমার সামর্থ নেই ।
তিনি আর ও বল্লেন , আমি আসছি কি
না ? মূখের উপর না করে দিলাম না ।
বল্লাম দেখি গেলে কনফার্ম করবো ।
এভাবে প্রায় ২ মিনিট কথা বলার পর
ফোন কেটে গেল । তার পর একটা বন্ধু
কে ফোন দিলাম , যে কিনা আমার সাথে
বিজয় টিভিতে অভিনয় করার জন্য
নিবন্ধন করেছিল । সে জানাল তাকে
এখনো ফোন করা হয় নি ।
কিছু দিন আগেও এন টিভি তে আমার
অডিশন ছিল , তখনো পরীক্ষা ও
টাকার অভাবে অডিশনে যোগ দেয়া হয়
নি । এই হলো আমাদের মধ্যবিত্ত
পরিবারের হাল চাল । মনটা বেজায়
খারাব ঢেকলো । ইশ যদি যেতে পারতাম
তবে কতোই না ভালো হতো । যাই হোক
এখন কপালকে দোষ দেই ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুলাই, ২০১৫ সকাল ১১:৩৯

নৈশ শিকারী বলেছেন: "হে দারিদ্র তুমি মোরে করেছ মহান, তুমি মোরে দানিয়াছ খ্রিষ্টের সম্মান" ভাই রাত যতো গভীর হয় দিন ততও নিকটে আসে নিরাশ হবেন না, আজ আপনার দুর্দিন কিন্তু কাল সুদিন আসবে ইনশাআল্লাহ।

২| ০৩ রা জুলাই, ২০১৫ সকাল ১১:৪৩

মোঃ ইমরান কবির রুপম বলেছেন: ধন্যবাদ ,নৈশ শিকরী ভাই
সেই আশায় তো বুক বেধে আছি । একটু শান্তনা খুজে পেলাম ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.