![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার নিজস্ব ব্লগ - ikrupam.blogspot.com
আগামীকাল অনার্স ৩ য় বর্ষের শেষ পরীক্ষাটা আছে । এই ব ই টাই আমার নাই । ভাবছিলাম বন্ধুদের কাছথেকে ফটোকপি করে নিয়ে পড়বো । ব ই ছিলো না কারন ব ই কিনার টাকাই নাই ! গতকাল যখন ব ই নিতে যাবো ঠিক তখনেই বিদূত্ চলে যায় ! তাই তখন আনলামা না , ভাবছি সে আর একটু দেখুক । তারপর ও বিদুত্ আসলোই না । বাধ্য হয়ে বিদুত্ না থাকার পর ও ব ই টি আনতে গেলাম । মনে করলাম সে তো রোজা রাখছে , ইফতার করতে করতে আমার কাজ শেষ হবে । ব ই টি আনার সময় বন্ধুটিকে কথা দিয়ে আসছি রাত ৮ টার মধ্যে ব ই টি ফিরত দিয়ে আসবো । তারাতারি ব ই টা নিয়ে বাড়ী তে আসলাম । বন্ধুটি , বন্ধুটি বন্ধুটি বলছি কেন , সে আমার দূর সম্পর্কের চাচাতো বোন । সে কয়েকটি প্রশ্ন বের করতে পারেনি । বাড়ীতে এসে প্রশ্ন কয়টি বের করলাম । তখনো কিন্তু বিদূত্ আসেনি । দেখতে দেখতে রাত ৮ টা বেজে গেল । তখন ভাবলাম ব ই টি দিয়ে আসি , ৮ টার সময় ব ই টি ফিরত দেয়ার কথা আছে । ব ই টা যখন ফিরত দিলাম তখন ৮ বেজে ৯ মিনিট । ব ই টি যখন ফিরত দিয়ে বাড়ী আসলাম ঠিক তার ৫ মিনিট পর বিদূত্ আসলো ! হায়রে কপাল । তার কাছে আমার ফিরে না গিয়ে কি মনে করে ফটোকপির দোকানে ফোন দিলাম । দোকানদার জানাল আজ হবে না , মেশিন নষ্ট কাল সকাল সকাল হবে । ফটোকপির দোকানদার ও আন্য কেউ নয় , সে ও আমার সাথে পড়ে । তখন মনে মনে ভাবলাম যদি আবার ব ই টি আনতে যেতাম তা হলে কতো বোকামি টা ই না করতাম । মনকে শান্তনা দিলাম কাল সকলে হলেও তো হবে । আর কিছু না ভেবে বাড়ীতে এসে তারাতারি ঘুমিয়ে পরলাম ! এই ভেবে যে কাল রাতে ঘুম হবে না ,সারা রাত পড়তে হবে । পরের দিন(অর্থাত্ আজ ) সকালে উঠলাম উঠে ৯ টার সময় ফোন দিলাম , সে জানালো এখনো মেশিন ঠিক হয় নি ! মনটা আবার খারাব হয়ে গেল . আবার সে জানালো জুম্মার নামাজের পর হবে আসিস । তার পর ও মেনে নিলাম । এবার নামাজ শেষ করে ২ টা ১৫ মিনিটে ফোন দিলাম রিসিভ করলো না ,এ ভাবে কয়েক বার ব্যার্থ চেষ্টা করলাম । ৩ টার সময় আবার ফোন দিলাম , এবার রিসিভ করলো কিন্তু বিধী বাম , এখনো মেশিন ঠিক হয় নি ! তার উপর রাগকরলাম , অনেক কথার পর বল্রো ঠিক হলে আমি তোকে ফোন দিয়ে জানাচ্ছি । তার পর ও মনকে শান্তনা দিলাম , সারা রাত তো আছে , সাড়া রাত ই পড়বো ক্ষতি কি এটাই তো এ বছরের শেষ পরীক্ষা । আমার ঘুমালাম উঠে দাখি ৫ টা বাজে প্রায় , কিন্তু এখনো সে ফোন দেয়নি । ধরেই নিলাম এখনো মেশিন ঠিক হয় নি , নিজেকে বুঝালাম মেশিন ঠিক হলেতো সে ফোন দিতে চেয়েছে । এখন তাকে ফোন দিয়ে বিরক্ত করার মানেই হয় না । আজ ও ৬ টার সময় ফোন দিব ! এ দিকে আমার মনে পরে গেল , এই সময় ব ই নিলে সে চাচাত বোনের পড়ার ব্যাঘাত হতে পারে । নিজের উপর প্রচন্ড রাগ হলো , পৃথিবীটা এ সময় আমার কাছে যমের মতো মনে হতে লাগলো । এবার শক্ত হলাম । না হয় নাই , কালকে পরীক্ষায় যাওয়ার সময় পথেই ব ই টায় চোখ বুলাব , তাই তাকে আজকেই বলে দিতে হবে , কালকে ব ই টা নিয়ে আসিস তো । পাস করতে পারি আর নাই পারি , আগামী বছর মানউন্নয়ন দেব । এই কথা মনে হতেই বুকটা কেপে উঠলো ! এবার টাকার অভাবে ব ই ই নিতে পারলাম না , আর আগামী বার মান উন্নয়ন দিবে , নিজে নিজে কে বলছি , টাকা কি তোর বাপে দিবে ? এবার বাবার কথা মনে হলো আরে আমার তো বাবাই নাই ? গত ৮ বছর আগে ঘুমিয়ে গেছে ।
আচ্ছা কেউ বলতে পারেন , আমার সাথে কেন সব সময় এমন হয় ?
শুধু আজ নয় এরকম হীনম্মনতায় আমাকে প্রায় ভূগতে হয় । আমি জানী এর থেকে পরিত্রানের একমাত্র উপায় টাকা টাকা এবং টাকা । যা আমার কাছে এখন সোনার হরিণের চেয়েও অনেক বেশী । আমি যে এরকম ছিলাম তা কিন্তু নয় । খুব বেশী না এক বছর আগেও আমি মানুষকে আমার টাকায় পড়াশুনা করিয়েছি । কোথা থেকে বড় ভাইটা এসে সব উল্টাপাল্টা করে দিল । গত চার বছর থেকে কৌশলে আমায় শোষণ করে করে এখন আমাকে পথের ভিকারির চেয়েও নিচে এনে দাড়করিয়েছে । সব কিছু কেড়ে নিয়ে আমাকে এভ্যারেস্টের খাদের কিনারায় ফেলে সবাই চলেগেছে ।
কিন্তু , এখনো আমি শক্তি , সাহস আর মনোবল হরাই নি । আমি জানি আর দু ই এক বছর পর আমার মহামারী দূর্যোগ থাকবেনা । আবার আমি পূর্রের আবস্তায় ফিরে যেতে পারবো , শুধু সময়ের আপেক্ষা ।
জানি আজ রাতে পড়া না পড়লেও , ঘুম হবে না একটু ও ! তখন কি করবো জানেন ? এই লেখা টি আমি বিভিন্ন ব্লগে দিলাম , তাতে আপনারা কে কি বন্তব্য করলেন তাই দেখে রাত পার করবো !
* এই হতোভাগার ব্লগ টি পরে আপনি আপনার অনেক মূল্যবান সময় নষ্ট করলেন , এর দায় পুরোটাই আমি নিলাম , এ জন্য ধন্যবাদ আপনাদের সকলকে !
*আমার এই ব্লগ পোস্ট টি আমার সকল ব্লগ আইডিতে একযোগে প্রকাশিত হলো ।
২| ০৩ রা জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:২৪
চাঁদগাজী বলেছেন:
আগাছার আত্মকথা; বই কেনার পয়সা হয়নি, ফোন কিনলেন কেন? দেশ ভরে গেছে আগাছায়
৩| ০৩ রা জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:৪৮
মোঃ ইমরান কবির রুপম বলেছেন: চাঁদগাজী , আপনাকে অনেক ধন্যবাদ !
খোচা দিতে তো ভাল ই জানেন ! আচ্ছা আপনাকে কে বলেছে আমি ফোন কিনেছি ?
দিনের মধ্যেও কি আপনি খোয়াব দেখেন ?
৪| ০৩ রা জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:০২
চাঁদগাজী বলেছেন:
আপনি যে ফোন করেছিলেন, তা কোথা থেকে?
বই পরীক্ষার আগের দিন নিতে হয় না, ২/৩ মাস আগে নিতে হয়
৫| ০৩ রা জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:২৬
মোঃ ইমরান কবির রুপম বলেছেন: জানেন কতো দিন থেকে হাসি নি ? আপনার প্রশ্ন দেখে ই হাসলাম ! কোথা থেকে ফোন করেছালাম শুনবেন ? কি যে বলেন , অভাব আর দূঃখ থাকলে এমনি এমনি বুদ্ধি চলে আসে , তা আপনি বুঝবেন না । সম্ভবত আপনি অভাবি মানুষ না । হ্যা আমার কাছেই ফোন আছে ! তবে এটা আমার না ! বুঝলেন ।
আর ব ই কিনার কথা বলছেন তো ? সেটা আমি জানি ! তবে টাকা না থাকলে কি করবো বলেন ?
©somewhere in net ltd.
১|
০৩ রা জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:০০
মোঃ ইমরান কবির রুপম বলেছেন: fariaha , আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ ,পিডিফ এর দরকার নাই । আমিই কিছু দিন পর এমন একটি পদ্ধতি বেড়করছি ! যেখানে যে কেউ বিনামূল্য প্রায় সকল প্রকার ব ই পড়তে পারবে ।