|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 মোঃ ইমরান কবির রুপম
মোঃ ইমরান কবির রুপম
	আমার নিজস্ব ব্লগ - ikrupam.blogspot.com
জানিনা কি যে হলো!! এতটুকু সময়ে বিবর্তনের এতো বড় পরিবর্তন!! অন্যকার কথা বলছিনা। নিজেই নিজের পরিবর্তন দেখে হতভম্ব!! একটু সময়ের ব্যাবধানে কিনা অনেক পরিবর্তন। নিজেই বিশ্বাস করতে পারছি না, নিজেকে ধিক্কার দিতে মন চায়? এই অল্প কয়েক দিনেই অনেক অনেক কিছুই হারিয়ে ফেলেছি!! জানিনা আর কতোকিছুই যে হারাতে হবে?  আগের মতো আর কিবোর্ড হাতরের মন চায় না, কোন কিছুর মাঝে আগেরমতো আগ্রহ খুজে পাইনা। আশ্চর্যলাগে যখন মনে হয় এই আমিই ব্লগে কয়েকবার লগইন না করে থাকেই পারিনি, সারাদিন একটা ব্লগ পোষ্ট না দিলেই নয়। আর আজ কতোদিন হয়েগেল একটা পোষ্ট দেইনা। কারও পোষ্টে মন্তব্যতো দূরেথাক পড়ার আগ্রহই পাইনা। আমার সবচেয়ে গর্বের মাস ফেব্রুয়ারী, আগে যাকে নিয়ে অনেক মাতামাতি করেছি, আর এখন সেটানিয়ে একটা পোষ্টতো দূরের কথা কেউ এনিয়ে কথা বল্লেও প্রতিবাদ করতেই পারিনা। জানিনা কিসের ভয়ে, কি সংকোচে লিখতে পারিনা, বলতে পারিনা। ন্যায়বোধও মনেহয় লোপ পাচ্ছে। নাকি আগে"ভূত লেখক " ছিলাম???
 ৭ টি
    	৭ টি    	 +০/-০
    	+০/-০২|  ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬  রাত ১০:১২
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬  রাত ১০:১২
মোঃ ইমরান কবির রুপম বলেছেন: দোয়া করবেন প্রামানিক ভাই তাই যেন হয়।
৩|  ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬  দুপুর ২:০৯
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬  দুপুর ২:০৯
এযুগেরকবি বলেছেন: লিখতে থাকেন।
৪|  ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬  বিকাল ৪:১৪
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬  বিকাল ৪:১৪
নুরএমডিচৌধূরী বলেছেন: লিখতে থাকেন আপনার সব ঠিক হয়ে যাবে।
৫|  ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬  রাত ৮:৪৩
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬  রাত ৮:৪৩
মোঃ ইমরান কবির রুপম বলেছেন: আমি আবার ফিরে আসতে চাই সবাই দোয়া করবেন।
৬|  ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬  বিকাল ৩:৫৯
১০ ই ফেব্রুয়ারি, ২০১৬  বিকাল ৩:৫৯
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: 
৭|  ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬  বিকাল ৪:২০
১০ ই ফেব্রুয়ারি, ২০১৬  বিকাল ৪:২০
মোঃ ইমরান কবির রুপম বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬  সন্ধ্যা  ৭:৫৭
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬  সন্ধ্যা  ৭:৫৭
প্রামানিক বলেছেন: লিখতে থাকেন আপনার সব ঠিক হয়ে যাবে।