নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

"আমায় দিয়ে কারুর ক্ষতি হয়না যেন দূনিয়ায়

"আমায় দিয়ে কারুর ক্ষতি হয়না যেন দূনিয়ায়

আমি বীরবল

"আমায় দিয়ে কারুর ক্ষতি হয়না যেন দূনিয়ায় আমি কারুর ভয়না করি- মোরেও কেহ ভয় না পায়......" (প্রফাইলের ছবিটা ইন্টারনেট থেকে নেয়া)

আমি বীরবল › বিস্তারিত পোস্টঃ

ত্বকি হত্যায় শামীম ওসমানের পরিবার দায়ী: রফিউর রাব্বি

১৫ ই মার্চ, ২০১৩ রাত ৮:১৪

ত্বকি হত্যায় শামীম ওসমানের পরিবার দায়ী: রফিউর রাব্বি



প্রথম আলো অন লাইন নিউজঃ নারায়ণগঞ্জ প্রতিনিধি | তারিখ: ১৫-০৩-২০১৩



নারায়ণগঞ্জে মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকি হত্যাকাণ্ডে শামীম ওসমানের পরিবারকেই দায়ী করেছেন তাঁর বাবা রফিউর রাব্বি। আজ শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের কেন্দ্রস্থল চাষাঢ়ায় শহীদ মিনার প্রাঙ্গণে নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত এক গণজমায়েতে তিনি এ অভিযোগ করেন।



রাব্বি বলেন, বাসভাড়া বাড়ানোর প্রতিবাদ করা, সিটি করপোরেশন নির্বাচনে সেলিনা হায়াত আইভীর পক্ষে কাজ করায় তাঁর ছেলে ত্বকিকে হত্যা করা হয়েছে। এখন ওই পরিবারের (শামীম ওসমানের পরিবার) প্রভাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর হস্তক্ষেপে এই হত্যা মামলা ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে।



সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র আইভী শামীম ওসমানের উদ্দেশে বলেন, ‘আপনি কেন সন্ত্রাসী লেলিয়ে দিয়ে ওই নিষ্পাপ শিশুটিকে হত্যা করেছেন? ত্বকির বাবা নির্বাচনে আমার পক্ষে কাজ করেছেন বলে? যদি তাই হয়, তাহলে আপনি আমাকে হত্যা করুন। আমি জানি, আপনি আমাকে সামনে এসে হত্যা করতে পারবেন না। আপনি অসম্ভব রকমের একজন কাপুরুষ।’



নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এ বি সিদ্দিকের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কবি হালিম আজাদ, খেলাঘরের জেলা কমিটির সভাপতি রথীন চক্রবর্তী প্রমুখ।

সমাবেশে আওয়ামী লীগ, ন্যাপ, সিপিবি, বাসদ, ওয়ার্কার্স পার্টি, সাম্যবাদী দল, গণসংহতি আন্দোলন, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট, মহিলা পরিষদসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে একটি মিছিল শহর প্রদক্ষিণ করে।

মন্তব্য ২১ টি রেটিং +২/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ৮:২২

আমি ভুত বলছি বলেছেন: হুম

২| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ৮:২৪

তীর্থক বলেছেন: যেখানে যে নিহত হচ্ছিল তাকেই জামাত-শিবির হত্যা করেছে বলে চালিয়ে দেয়ার যে চেষ্টা তা একে একে মার খাচ্ছে। রাজিব হত্যায় জরিত তালেবানি সংগঠন। ত্বকি হত্যায় জরিত শামিম ওসমান (আওয়ামিলীগে'র স্তম্ভ)। এভাবে সত্য বেড়িয়ে আসতে থকলে কিন্তু বিপদ। আমাদের নোংরা রাজনীতি'র প্রদর্শনী চলছেই।

১৬ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৪

আমি বীরবল বলেছেন: দেশে যত খুন খারাবী, গুমহচ্ছে-তার ৯৮ ভাগই করছে সরকারী দলের গুন্ডারা।

৩| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ৮:২৯

এম এস আই জুেয়ল বলেছেন: আওয়ামীলীগের কোন নেতা পাইলসের রোগে পায়খানায় পড়ে মরে থাকলেও এখন জামাত-শিবির হত্যা করেছে বলে চালিয়ে দেয়া হবে।

Click This Link

১৬ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৪

আমি বীরবল বলেছেন: আপনার মন্তব্যে প্লাস। +

৪| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ৮:৩৩

বেলাল আহমেদ রাসেল বলেছেন: হঠাৎ করে মানুষের এই হত্যাকান্ডের উপর থেকে আলোচনা সরে ফালায় কেন? প্রথমে যখন মনে করা হয়েছিলো "নারায়ণগঞ্জে গণজাগরণ মঞ্চের উদ্যোক্তা রফিউর রাব্বির বড় ছেলে তানভীর মোহাম্মদ তৌকির" কে মারা হয়েছিল‌ তখন ফেসবুকে কান্নার বন্যা বয়ে যাচ্ছিলো। যখনই পরিবার থেকে অন্য কথা বলা হলো সবাই নিশ্চুপ। প্যাথেটিক সমাজ আমরা।

১৬ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৫

আমি বীরবল বলেছেন: ইহাই হইল আওয়ামী জালেমদের চারিত্রিক বৈশিষ্ট!

৫| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ৮:৪১

মনে নাই বলেছেন: শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকতে শামীম ওসমান সন্ত্রাসীগ্রুপদের কোন বিচার হওয়া সম্ভব নয়। শামীম ওসমান পরিবার মানেই সন্ত্রাস আর শেখ হাসিনা মানেই সন্তাসীদের লালন-পালন।

আবার শেখ হাসিনা ক্ষমতায় না থাকলে ওরা দেশ ছেড়ে পালিয়ে যায়।

প্রচলিত বিচার ব্যাবস্থার মাধ্যমে ওদের বিচার করা প্রায় অসম্ভব, ওদের বিচার করতে হলে একটু অন্যরকমভাবে করতে হবে।

১৬ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৫

আমি বীরবল বলেছেন: সহমত।

৬| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ৮:৪৭

হৃদয় জিনিয়াস বলেছেন: toky k Shamim osman marar karon ta ki? Ive er support korar karone to tokyr baba k e marte parto, toky k kno?


Karo jana thakle ans ta din.

১৬ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৬

আমি বীরবল বলেছেন: তুমি বুঝিবেনা বালক। যাও মাতৃদুগ্ধ পান করিয়া আসো।

৭| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ৮:৪৮

প্রগতিশীল ইকবাল বলেছেন: এম এস আই জুেয়ল বলেছেন: আওয়ামীলীগের কোন নেতা পাইলসের রোগে পায়খানায় পড়ে মরে থাকলেও এখন জামাত-শিবির হত্যা করেছে বলে চালিয়ে দেয়া হবে।

১৬ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৭

আমি বীরবল বলেছেন: :)

৮| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ৮:৪৮

হৃদয় জিনিয়াস বলেছেন: toky k Shamim osman marar karon ta ki? Ive er support korar karone to tokyr baba k e marte parto, toky k kno?


Karo jana thakle ans ta din.

৯| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ৮:৪৮

হৃদয় জিনিয়াস বলেছেন: toky k Shamim osman marar karon ta ki? Ive er support korar karone to tokyr baba k e marte parto, toky k kno?


Karo jana thakle ans ta din.

১০| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ৮:৫৭

নষ্ট ছেলে বলেছেন: মিডিয়া শামীম ওসমানের পরিবার নাম কইতে ব্যাপক সুশীল গিরি োদাইতাছে! একটি বিশেষ পরিবার াল ছাল.........

১৬ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৭

আমি বীরবল বলেছেন: জানের ভয় আছে সকলেরই :((

১১| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ৯:০১

এম এস আই জুেয়ল বলেছেন: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভও মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক এমপি শামীম ওসমানকে দায়ী করেছেন।

Click This Link

১৬ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৮

আমি বীরবল বলেছেন: সত্য কথা বলার লোক এখনও আছে।

১২| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ৯:১২

মোহাম্মদ মজিবর রহমান বলেছেন: আওয়ামি লীগ একটা ভালো সুযোগ পেলো,হয়ত শামিম সাহেবকে বলি দিয়ে হলেও প্রমান করবে অপরাধী নিজ দলের হলেও সে রেহাই পায় না।

১৬ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৯

আমি বীরবল বলেছেন: হাসিনা নিজেইতো শামীমদের গড মাদার-কাজেই ঠ্যাকা পরছে ......

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.