![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশি । ার কিছু জানি না। Bangladeshi ,studied in mathematics. In a public university. Economics status: poor . not a good student. can't access next page only saying write about yourself. what should i write about me?
ভালোবাসা অইখানে বাস করিয়া থাকে যেখানে প্রত্যেকটা সেকেন্ড তাহার জন্য অনর্থক ব্যয় করিয়া ও মনে হয় জীবনটাকে ধন্য করিতে ইহার দরকার ছিল।
ভালোবাসা অইসময়ে বিদ্যমান থাকে, যখন তাঁহার কষ্টের প্রতীকী সেই চোখের জল মাটিতে পড়িতে না দিয়া স্বীয় হস্তে তাহা স্পর্শ করিয়া সেই কষ্টের ভার টা নিজের কাঁধে লইয়া সুখে থাকা যায়।
ভালোবাসা অই চোখে রহিয়াছে যাহা দেখিলে নিজের শত কাল রূপধারী কষ্ট ধূলিসাৎ হইতে সময় নেয় না এক মুহূর্ত ও।
ভালোবাসা তখন অনুভব করা যায় , যখন তাঁহার তীব্র শাসন পুস্প বৃষ্টির ন্যায় আমায় স্পর্শ করিয়া যায়। যাহা সারা জীবন পাইতে ইচ্ছা করে।
ভালোবাসা আঘাত করিবার ক্ষেত্রেও পটু তখনই , যখন তাঁহাকে না পাইবার ভয়টা সামান্য হলেও কাজ করে।"বাঁচিয়া মরিতে চাই না , মরিয়া বাচিতে চাই", তখন ইহা বলা ছাড়া
আর কোন প্রতিপাদ্যের অস্তিত্ব খুজে পাওয়া বড়ই কষ্টকর...।
©somewhere in net ltd.