![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১। ৭৩০ টাকা খরচ করে ইন্ডিয়ান মাল্টিপল এন্ট্রি ট্রানজিট ভিসা করিয়ে নিন। আবেদন ফর্মে উল্লেখ করবেন, পোর্ট অব এন্টি এবং পোর্ট অব এক্সিট দুটোই চ্যাংরাবান্দা/জয়গাও
২। যে কোনো বাসে রাত জার্নি করে সকাল সকাল চলে যান লালমনিরহাট-এর বুড়িমারি সিমান্তে।
৩। বাস থেকে নেমেই দালালের আথিতেয়তা গ্রহণ করুন। ভ্রমন ফি এবং দালাল ফি (৬০০্ এবং ২০০=৮০০/-) টাকা এবং পাস্পোর্ট দালালকে নিঃসঙ্কোচে দিয়ে দিয়ে কাঊন্টারে দিয়ে অপেক্ষা করুন বা নির্দেশ অনুযায়ী কাজ করুন। এখানে দালালরা খূবই প্রফেশনাল। তাদের নির্দেশনা মোতাবেক ইমিগ্রেশন শেষ করুন। তাদের লোকই আপনাকে নিয়ে অপর প্রান্তে ইন্ডিয়ান দালালের কাছে পৌছে দিবে। এবারে ইন্ডিয়ান দালালের নির্দেশনা মোতাবেক কাজ করুন। আপনি যদি বাংলাদেশি নগদ টাকা ক্যারি করেন ওদের কাছে সত্যি এমাঊন্ট জানাতে হবে। দালালি আপনার সব কাজগূলো সম্পন্ন করতে হেল্প করবে। সব কাজ শেষ হলে দেখবেন আপনি ইন্ডিয়াতে! বিনিময়ে ঐ দালালকে ১০০ রুপি পরিশোধ করতে হবে। [ এখানে চিন্তা করে লাভ নেই। দালাল না ধরলে সারা দিনেও পার হতে পারবেন কিনা সন্দেহ আছে। এখানে এটাই সিস্টেম]
৪। এবার মানি একচেঞ্জ করে রুপিতে কনভার্ট করে নিন। যে কোন মানের রুপিই ইন্ডিয়া ও ভূটান দুদেশেই চলে। শেয়ারে অথবা ০৪ সিটের একটা কার নিয়ে চলে যান জয়গা। রিজার্ভ করলে ভাড়া পরবে ১৮০০ রুপি।
৫। ড্রাইভারকে বললেই আপনাকে জয়গা সিমান্তে ইন্ডিয়ান ইমিগ্রেশন অফিসের সামনে নামিয়ে দিবে। ইমিগ্রেশন অফিসে আপনার পাসপোর্ট দিলেই আপনাকে ডিপার্টেড সিল দিয়ে দিবে। মনে রাখবেন যখনি আপনি জয়গা পৌছেলেন, আপনি সম্পুর্ন নিরাপদ। দালাল নেই। ঘুষ নেই, ফি নেই, চিটার নেই।
৪। এখানে বিকেল ৪টার বা বেশি হলে দরদাম করে একটা হোটেলে সিট নিয়ে নিন। ইচ্ছা করলে সীমানা পার হয়ে ভূটানে প্রবেশ করে ইমিগ্রেশন সম্পন্ন করে অকানেরি কোন হোটেলে থাকতে পারেন। ইমিগ্রেশন সম্মন্ন করার জন্য ওখানে আপনাকে একটা ফর্ম পূরন করতে হবে। সাথে আপনার পাস্পোর্টের একটা ফটোকপি এবং এক কপি ছবি লাগবে। মাত্র ১০ মিনিটের কাজ। ভূটানের পবেশদ্বারে শহরটির নাম ফুটশিলং।
৫। পরদিন সকালে শেয়ারে বা একা একটি জীপ বা কার ভাড়া নিয়ে চলে যান থিম্পু। ভাড়া পড়বে ২৫০০ থেকে ৩৫০০ রূপি। পথে দুই জায়গায় আপনার পাস্পোর্ট চেক করবে। সময় লাগবে ০৫ থেকে ০৬ ঘণ্টা। ওখানে গিয়ে হোটেল দরদাম করে খুজে নিলেই হবে।
স্টেপগুলি যথাযথ ভাবে সম্পন্ন করলেই আপনি পৌছে যাবেন স্বপ্নময়, নিরাপদ আর ভালো মনের মানুষের দেশে।
ফিরতি পথে রিভার্স প্রক্রিয়া অনুসরন করুন
[অতি কষ্টে বাংলা লিখলাম। নিশ্চিত করে বলতে পারি- বানান ভূল আছেই]
©somewhere in net ltd.