নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলা ভাষার নবীন সাহিত্যকর্মী, কবিতা-লেখক ও সংবাদকর্মী। ফ্রীল্যান্সার এন্ড প্রফেশনাল এক্সপার্ট উইথ ওয়েব ডেভলাপমেন্ট, এসইও।

ইমন রেজা

বাংলা ভাষার নবীন সাহিত্যকর্মী, কবিতা-লেখক ও সংবাদকর্মী। ফ্রীল্যান্সার এন্ড প্রফেশনাল এক্সপার্ট উইথ ওয়েব ডেভলাপমেন্ট, এসইও।

ইমন রেজা › বিস্তারিত পোস্টঃ

চারদিকের সব পরস্পরবিরোধী দ্বৈতস্বত্তার মানুষেরা!

০২ রা সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:০৩

ক্যামব্রিজের ডক্টরেট, অনুযোগ করছে- মন্ত্রী কেনো সিঙ্গাপুরে চিকিৎসা নিতে যায়।
(তুই ক্যান ক্যামব্রীজে গেছিলি, দেশে কি কলেজ ভার্সিটি কম আছে?)

আসিফ মহিউদ্দীন বলছে, নাদিয়া ইসলাম অশিক্ষিত, কারন তার ইউনিভার্সিটির ডিগ্রি নেই।
(আপনারও তো ভার্সিটি ডিগ্রি নাই, আপনি ইন্টার পাশ, তাইলে আপনিও অশিক্ষিত?)

জনৈক কবি আরেক কবিকে উদ্দেশ করে বলছেন, কঠিন কঠিন শব্দ লিখলেই কবিতা হয়না। জবাবে সেই কবি বলছেন, ছন্দ-সুর-অন্ত্যমিলের দিন শেষ।
(আপনারাই ঠিক করবেন কোনটা ভালো কবিতা, নাকি পাঠকের দরকার আছে?)

আমরা নাদান পাবলিক।
শুনি আর হাসি। বুঝেও হাসি, না বুঝেও হাসি।

মন্তব্য ১১ টি রেটিং +১/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ০২ রা সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:৩৭

চাঁদগাজী বলেছেন:


ওয়েব ডেভেলপমেন্টের উপর ট্রেনিং নিয়েছিলেন?

০২ রা সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:৩৩

ইমন রেজা বলেছেন: না, একাডেমিক কোনো ট্রেনিং নাই, সার্টিফিকেটও নাই। কোনো সমস্যা?

২| ০২ রা সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:০৭

রাজীব নুর বলেছেন: সার্কাস দেখুন আর উপভোগ করুন।

০২ রা সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:৩৫

ইমন রেজা বলেছেন: সেটাই তো করে যাচ্ছি।

৩| ০২ রা সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:১৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সব শালিকের ঘাড়ে রো !!

৪| ০২ রা সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:২৫

এপোলো বলেছেন: প্রথম পয়েন্ট আর দ্বিতীয় পয়েন্ট পুরোটাই আলাদা সাবজেক্ট। দুই পাতায় লেখা দরকার। পাশাপাশি তো দূরের কথা, একই পাতায় এই দুই পয়েন্ট লেখার কোন মানে হয় না।

০২ রা সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:৪০

ইমন রেজা বলেছেন: হ্যাঁ, ভিন্ন ভিন্ন সাবজেক্টকে জোড়াতালি দিলাম আর কি! জোড়াতালি দিয়ে পরস্পরবিরোধী দ্বৈতস্বত্তার নমুনা সংগ্রহের চেষ্টা করলাম একটু, এই যা!

৫| ০৩ রা সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:১৮

নেওয়াজ আলি বলেছেন: সরলভাবে বাস্তবতা ফুটিয়ে তুলেছেন।

০৬ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:৪২

ইমন রেজা বলেছেন: আরো অনেক কথা বলার আছে এসব বিষয়ে। সময় করে দীর্ঘ লেখা লিখবো আশা রাখি।

৬| ০৩ রা সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:০৩

কালো যাদুকর বলেছেন: দেখা যাচ্ছে, আজকালকার অনেক খবর ই রাখিনা। আরো বিস্তারিত বলেন ।

৭| ০৩ রা সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:৫৮

আহমেদ জী এস বলেছেন: ইমন রেজা ,




চারদিকে এখন আর সব পরস্পরবিরোধী দ্বৈতস্বত্তার মানুষেরা নাই আছে বহুস্বত্তার বহুরূপী মানুষেরা!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.