নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মানুষ (!)। তাই মানবতার প্রাধান্য সবার আগে। তারপর না হয় জাতি-গোষ্ঠীর প্রাধান্য। -- [email protected]

হাবিব ইমরান

পড়তে, ভাবতে এবং স্বাধীনভাবে ঘুরে বেড়ানোয় দারুণ পছন্দ। ধার্মিকতা আর বকধার্মিকতার ক্ষেত্রে বাড়াবাড়ি বিলকুল অপছন্দ।

হাবিব ইমরান › বিস্তারিত পোস্টঃ

একমাত্র রাজাকারের চেলারা-ই বলবে আজকের ভোট সুষ্ঠু হয়নি

৩০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৩৩


ছবিঃ গুগল

আজকের ভোটের অবস্থা কি হয়েছে সকলেই জানেন। বাংলাদেশের জনগণও জানে, বিদেশিরাও জানে। এমনকি আইনশৃঙ্খলাবাহিনীও জানে। আওয়ামীলীগও জানে, বিএনপিও জানে। সবাই জানেন সুন্দর পরিবেশে ভোট হয়েছে। কিছু অনাকাঙ্ক্ষিত সমস্যা হবেই। এগুলো আগেও হয়েছে। সেনাবাহিনী প্রধান তো বলেছিলেন ৪৭ বছরেও তিনি এরকম শান্ত পরিবেশ দেখেননি। চমৎকার পরিবেশ ছিলো ভোটের। উৎসবমুখর পরিবেশে সবার ভোট অল্প কয়েকজন মানুষ মিলেমিশে দিয়ে দিয়েছেন। যাতে করে এলাকাবাসীর কষ্ট না হয়। কষ্ট করে কেন্দ্রে আসতে না হয়। বিশেষ করে নারী ও বৃদ্ধরা যেন সুবিধা পান। আহ, কি সুন্দর সম্প্রীতির বন্ধন। এই সোনার বাংলাই তো বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন।


ছবিঃ ফেবু

তাদের এ প্রজন্মের মুক্তিযোদ্ধা ঘোষণা দেয়া হোক, যারা কাল শীতের রাতে, আজকের ভোরে কেন্দ্রে গিয়ে মহান কাজটি করেছে। কারণ, তারা এতবড় ত্যাগ উন্নয়নের জন্যই করেছে।

যদিও কিছু স্বাধীনতাবিরোধী রাজাকারের চেলারা বলবে আজকের ভোট ঠিকভাবে হয়নি। দুর্নীতি হয়েছে, কেন্দ্র দখল হয়েছে, ভোট জালিয়াতি হয়েছে, গত রাতেই ব্যালটে ভোট পড়েছে, সাধারণ মানুষকে কেন্দ্রে যেতে দেয়া হয়নি ইত্যাদি ইত্যাদি। তারা চায় গণতন্ত্রের জোয়ার বন্ধ হয়ে যাক, বন্ধ হয়ে যাক উন্নয়ন। বন্ধ হয়ে যাক নকলমুক্ত, প্রশ্নফাঁস মুক্ত পরীক্ষা। তারা আরো চায় ছাত্রলীগের ভাইয়েরা দুর্নীতি প্রতিরোধ অব্যাহত না রেখে চলে যাক। ছিঃ এই রাজাকারের চেলারা জঘন্য।

ধন্যবাদ, একটু মজা করলাম আরকি। :D

মন্তব্য ১৭ টি রেটিং +০/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ৩০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৪৬

অরুপম বলেছেন: সেরা ছিলো। এরপরও যারা বলবে আজকের নির্বাচন সুষ্ঠু হয় নি তারা অবশ্যই উন্নয়নবিরোধী। আমার ভোট যে অন্যজন দিয়ে দিয়েছে সেটা কিন্তু আমি কাউকেই বলবো না।

৩০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:১২

হাবিব ইমরান বলেছেন: আপনার ভোট যে অন্যজন দিয়ে দিয়েছে সেটা কিন্তু আমি দেখিনি, শুনিনি। :D

২| ৩০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৪৭

জুনায়েদ বি রাহমান বলেছেন: জয় ভোট চোর গ্যাং....

৩০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:০৮

হাবিব ইমরান বলেছেন: আহ হা, এভাবে বলবেন না প্লিজ লাগে। তারা চোর হলেও এদেশের নাগরিক। বঙ্গবন্ধুর চেতনায় বিশ্বাসী আদর্শিক বাহিনী। যা করার ইন্নয়নের জন্যই তো করছে। :D

৩| ৩০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৫৬

চাঁদগাজী বলেছেন:



আপনি ভোট দিয়েছেন?
ফলাফল কখন থেকে ঘোষণা শুরু হবে?

৩০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:০৩

হাবিব ইমরান বলেছেন: কেন্দ্রে গিয়ে দেখি ভোট আমার কে জানি দিয়ে দিছে। বলে আসছি, পরেরবার যেন আগেই বলে রাখে। অযথা কেন্দ্রে যাওয়াটা কষ্টের। :D

ভোট গণনা চলছে। বিপুল সংখ্যাগরিষ্ঠতায় আবার সরকার গঠন করবে আওয়ামীলীগ। অগ্রিম অভিনন্দন জানাতে ভুলবেন না।

৪| ৩০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:১০

আবু তালেব শেখ বলেছেন: চঁাদগাজি সাহেবের জয়

৩০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:২০

হাবিব ইমরান বলেছেন: জয় হোক, জয় হোক।

৫| ৩০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:২০

ঢাবিয়ান বলেছেন: এই ব্লগের বুদ্ধিহীনদের কি হপে, যারা আপনার ইশারা বুঝতে পারবে না? |-) তাগো লইয়া জাতি বড় চিন্তিত। :`>

৩০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৩৮

হাবিব ইমরান বলেছেন: তাগো কাছে আমিই রাজাকার হইয়া যামু। :(

৬| ৩০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৩১

ঢাবিয়ান বলেছেন: চাঁদ্গাজী বলেছেন , ফলাফল কখন থেকে ঘোষণা শুরু হবে?

আপনি কি শুধু ব্লগের পোস্টই পড়েন, পত্রিকা পড়েন না? B:-)

৭| ৩০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৩৯

রাজীব নুর বলেছেন: কেউ জয়ী হলো, কেউ পরাজিত হলো। মাঝখানে সতেরজন হতভাগা বাবা মা সতেরোটি লাশ পেলো।

৩০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৪৭

হাবিব ইমরান বলেছেন: দুঃখজনক!
পঁচা শামুকে পা কাটার কোন দরকার ছিলো না। :(

৮| ৩১ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৫২

খাঁজা বাবা বলেছেন: সামু কে বলছি, লাইকের পাশা পাশি হাহা এবং এংরি রিয়াক্ট যুক্ত করা হোক। নাহয় পুরা মজা নেয়া যাচ্হে না ।

৩১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:০২

হাবিব ইমরান বলেছেন: হুম, ঠিক বলেছেন। :D তাহলে আরো জমতো ব্লগটা। পাশাপাশি রিপ্লাই এর বিষয়টাও দেখা উচিৎ। একটার বেশি রিপ্লাই দেয়া যায় না বিধায় অনেক কিছুর উত্তরও দেয়া যায় না। উন্মুক্ত রিপ্লাই হলে সবাই একটা মন্তব্যের বিপরীতে মন্তব্য করতে পারত। :)

৯| ২১ শে নভেম্বর, ২০১৯ রাত ১:১৯

শাহজালাল শাকিল বলেছেন: :)

২১ শে নভেম্বর, ২০১৯ রাত ১:৫৭

হাবিব ইমরান বলেছেন: :D :D :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.