নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্বজুড়ে মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ী ব্যক্তি এবং সংগঠনগুলোকে আমি প্রচন্ড ঘৃণা করি। তারা ধ্বংস হোক।
ভাবতেই চোখ ঝাপসা হয়ে যাচ্ছে। ভাবতে নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। একটা দেশে কিভাবে দিনেদুপুরে আইন-আদালতকে ব্যবহার করে, রাষ্ট্রীয় বাহিনী ব্যবহার করে, সাধারণ নিরস্ত্র নাগরিকদের উপর গণহত্যা চালাতে হয় তা বাংলাদেশের ক্ষমতাপ্রাপ্ত উচ্চপদস্থ পশু আর জানোয়ারদের থেকে শিখতে হবে। বেশরম আর বর্বর এসব জানোয়ার নিশ্চয়ই মানুষের বীর্য থেকে জন্ম নেয়নি। নিয়েছে কুকুর আর পশুর বীর্য থেকে। তাই তাদের মধ্যে মানবিকগুণাবলীর চেয়েও পশুদের হিংস্রতা স্পষ্ট।
জালিম এবং জালিমের সাহায্যকারীদের উপর আল্লাহর গজব নাজিল হোক। এবং অচিরেই। আমিন।
একটি প্রাণ জন্ম দেয়ার চেয়ে তাকে বাঁচিয়ে রাখাটা গুরুত্বপূর্ণ। কিন্তু আফসোস! জানোয়ারগুলো কী করলো এটা? সোনার দেশটাকে জাহান্নাম বানিয়ে ছেড়ে দিয়েছে। ক্ষমতার লোভ! আহ হা।
আমি বিশ্বাস করি না এ দলটা মুক্তিযুদ্ধের সময় সর্বোচ্চ অবদান রেখেছে। আমি মনে করি এরাই মুক্তিযুদ্ধের সময় রাজাকার আল বদর হিসেবে পাকিস্তানি বাহিনীকে সাহায্য করেছে। না হলে চিন্তা চেতনা এরকম নষ্ট হওয়ার কথা না। তাও একেবারেই গোড়ায়।
আসল মুক্তিযুদ্ধ করেছে জনগণ।
এখনো স্বৈরাচারবিরোধী আন্দোলন করছে জনগণ, বাধা দিচ্ছে একাত্তরের পেতাত্মারা।
২| ০৫ ই আগস্ট, ২০২৪ সকাল ৭:৩০
সেলিম আনোয়ার বলেছেন: গণ অভ্যুত্থান দেশকে সঠিক পথে সমৃদ্ধ ভবিষ্যতের দিকে এগিয়ে নেবে। দেশের সম্পদ ধ্বংস কারি ধংস হোক। প্রোপাগান্ডা কারী নিপাত যাক। দেশের মানুষ ভালো থাকুক।
৩| ০৫ ই আগস্ট, ২০২৪ সকাল ৮:১৬
কামাল১৮ বলেছেন: ঠান্ড মাথায় থানর সব পুলিশকে যার মেরে ফেলতে পারে তাদের মতো ভালো লোক পৃথিবীতে নাই।ছয়তালার ছাত থেকে জীবিত মানুষকে যারা তাড়াতারি নামার জন্য ফেলে দেয় তারাও ভালো লোক।দুই পক্ষের মারমারিতে লোক মারা যেতেই পারে,সংখ্যা যাই হোক এটা স্বাভাবিক। আত্মরক্ষার অধিকার সবার আছে, এটা স্বীকৃত।
©somewhere in net ltd.
১| ০৫ ই আগস্ট, ২০২৪ ভোর ৫:৫৪
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
কোটা আন্দোলনকারীরা ভয়াবহ সন্ত্রাসী ।
তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক।
তারা যেভাবে দেশের ক্ষতি করছে সেই ক্ষতি কাটিয়ে ওঠা সম্ভব হবে না সহজে।
তারা বিশেষ একটি রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়নের জন্য ভাড়াটিয়া হিসেবে কাজ করছে।
এবং প্রচুর পরিমাণে টাকা পাচ্ছে এতে কোন সন্দেহ নেই ।
কম বয়সে টাকা পেলে যা হয়।
দেশের সম্পদ ধ্বংস করতে তাদের বিবেকে একটু বাঁধছে না।
আফসোস।