নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Habib Imran, B.A. & M.A. (Philosophy), University of Chittagong. Current City : Riyadh, Kingdom Of Saudi Arabia. Email: [email protected]

হাবিব ইমরান

বিশ্বজুড়ে মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ী ব্যক্তি এবং সংগঠনগুলোকে আমি প্রচন্ড ঘৃণা করি। তারা ধ্বংস হোক।

হাবিব ইমরান › বিস্তারিত পোস্টঃ

জয় এখনো পরাজয় মেনে নিতে পারছে না

১০ ই আগস্ট, ২০২৪ রাত ৮:২৩




শেখ হাসিনা পদত্যাগ করেননি : জয়
নিঃসন্দেহে জয় এখনও ঘোরের মধ্যে আছে। তিনি এখনও স্বপ্নের জগত থেকে কথা বলছেন। তিনি আগে মিডিয়ার সামনে খুব একটা মুখ খুলতেন না। কিন্তু ইদানীং মুখ খুলেছেন। অবশ্যই মুখ খোলা উচিত। একটা বড় দল এভাবে হারিয়ে যেতে পারে না। তাদের কথা বলতেই হবে। তবে তা জনগণের পক্ষে। দেশের পক্ষে। জনগণ কী চায় তা অবশ্যই তাদের বুঝতে হবে। অতীতে যা ভুল বা অপরাধ করেছে তার জন্য আওয়াজ তুলতে হবে। অপরাধ করেছে এটা দোষের। কিন্তু স্বীকার না করা আরও বেশি দোষের। আমি মনে করি আওয়ামীলীগের দেশপ্রেমিক সমর্থকদের উচিত দলের পক্ষ থেকে দোষ স্বীকার করে দেশবাসীর কাছে ক্ষমাপ্রার্থনা করা। আওয়ামীলীগে দেশপ্রেমিক অবশ্যই আছে।
অপরাধ প্রমাণিত হওয়ার পরেও লজ্জিত না হওয়ায় তাদের ভবিষ্যতে প্রচুর ভোগাবে। ভবিষ্যৎ প্রজন্ম আওয়ামীলীগকে সম্মানের চোখে দেখবে না। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে মূল্যায়ন করবে না। বঙ্গবন্ধুর সম্মান রক্ষা করতে পারবে না।

জয়ের কথা হিসেবে শেখ হাসিনা যদি নির্দোষ হয়ে থাকেন তাহলে তাঁর উচিত দেশে ফিরে আসা। একজন প্রধানমন্ত্রী এভাবে পালিয়ে যেতে পারেন না। এটা সাহসী পদক্ষেপ নয়। তাঁর পালিয়ে যাওয়ার পেছনে সবচেয়ে বড় কারণ হিসেবে যেটা দেখছি, সেটা হলো তিনি ভাবছেন তিনি ন্যায়বিচার পাবেন না। এই ন্যায়বিচার না পাওয়া, আর বিচার বিভাগকে প্রভাবিত করা, বিচার বিভাগকে ধ্বংস করার পেছনে তিনি সরাসরি জড়িত।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১০ ই আগস্ট, ২০২৪ রাত ৮:২৭

শায়মা বলেছেন: যার নাম জয় সে কি করে পরাজয় মেনে নেবে!!! B:-)

১০ ই আগস্ট, ২০২৪ রাত ৮:৩২

হাবিব ইমরান বলেছেন:

বেচারা জয়।
হয়েছে ক্ষয়।
মানছে না পরাজয়।
যেখানে সেখানে উল্টাপাল্টা কথা কয়।

২| ১০ ই আগস্ট, ২০২৪ রাত ৮:৩৩

শায়মা বলেছেন: তুমি তো জয়কে দেখে কবি হয়ে গেলে ভাইয়া? হা হা

১০ ই আগস্ট, ২০২৪ রাত ৯:০৩

হাবিব ইমরান বলেছেন:

হা হা হা। :D
আমি জয়ের প্রতি কৃতজ্ঞ।

৩| ১১ ই আগস্ট, ২০২৪ রাত ১২:৩০

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ওর মাথাটা পুরাই আওলাই গেছে।

১১ ই আগস্ট, ২০২৪ রাত ১:০৯

হাবিব ইমরান বলেছেন:

ওর মাথাটা আগেও এরকম ছিলো। সে কিছু বললেই ভাইরাল হয়ে যেত।

৪| ১১ ই আগস্ট, ২০২৪ রাত ২:২০

কিশোর মাইনু বলেছেন: আসলে ভাইয়া সে পালিয়ে যান নি। তিনি পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। তিনি পথ ত্যাগ ও করেন নি। তাকে গুলির মুখে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে। এবং পদত্যাগের পর হুমকি ও দিয়ে গিয়েছে সে এ দেশকে। জয় আর্মি চিফকে ও হুমকি দিয়েছে দেখে নিবে বলে। আমার মোবাইলে eyewitnessর ইন্টারভিউ আছে এখনো। আপনি চাইলে আপনাকে আমি ইমেইল করে দিতে পারি।
Aljajeera, BBC and Guardian e The Bangladeshi Voice এই ইন্টারভিউ টি প্রচার করেছে। প্রত্যক্ষদর্শীর কন্ঠ নিরাপত্তার খাতিরে গোপন করা হয়েছে।

১৪ ই আগস্ট, ২০২৪ রাত ২:২৪

হাবিব ইমরান বলেছেন:

হতে পারে।
বাংলাদেশ হলো পৃথিবীর অষ্টম আশ্চর্য। এদেশে সবই সম্ভব।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.