নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্বজুড়ে মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ী ব্যক্তি এবং সংগঠনগুলোকে আমি প্রচন্ড ঘৃণা করি। তারা ধ্বংস হোক।
চিত্র: সালমান এফ রহমান: হজ্রত শেখ হাসিনার উপদেষ্টা
সালমান সাহেব একজন সফল ব্যবসায়ী। ধর্ম ব্যবসা বলেন আর শেয়ার ব্যবসা বলেন, তিনি খুবই দক্ষ। তাকে আমার খুব পছন্দ। কিভাবে একজন মানুষের এরকম নিখুঁত বুদ্ধি থাকতে পারে মাঝেমধ্যে তা ভেবে ভেবে খুবই আশ্চর্যন্বিত হই। মুগ্ধ ও হই। কেমনে পারেন!
যাইহোক, তিনি পেরেছেন এটাই আসল ব্যাপার। অনেক বছর ব্যালেন্স করে চলেছেন। ১৫-১৬ বছর তো হবেই। কিন্তু ইউনুস সাহেব যেই আসলেন ওমনি গণেশ উল্টে গেল? বিচ্ছিরি কাজ কারবার।
আমার ধারণা ইউনুস সাহেব মোটেও ভালো মানুষ নন। তিনি একজন ধর্মপ্রাণ মুসলমানকে ধার্মিক থাকতে দিলেন কই?
শেষ বয়সে ইউনুস সাহেব নাপিত হবেন ভাবতেই পারিনি। জোর করে শেভ করে দিলেন?
আবারো খুউব আশ্চর্য হলাম!
আপনারা কী বলেন?
১৪ ই আগস্ট, ২০২৪ দুপুর ১:৪৫
হাবিব ইমরান বলেছেন:
এই সূরত দরবেশের! এখনও বিশ্বাস করতে কষ্ট হয়।
২| ১৪ ই আগস্ট, ২০২৪ ভোর ৫:৩২
সোনাগাজী বলেছেন:
আপনার মতো লোকদের ভয়ে বেকুব সালমান দাঁড়ি শেভ করেছিলো।
১৪ ই আগস্ট, ২০২৪ দুপুর ১:৫৫
হাবিব ইমরান বলেছেন:
আমাদেরকে ভয় পেতে হবে কেন?
ক্ষমতায় থাকতে আকাম না করলেই তো হইত। ১৫-১৬ বছর আকাম করে গেল আর আমরা জী হুজুর, জী হুজুর করে গেলাম। এটাই তো আপনারা চাইলেন। তাই না?
দেশকে খাল বানিয়ে চলে গেলে এ নিয়ে আপনাদের তো আফসোস দেখলাম না। আফসোস থাক, স্বীকারই তো করেন না যে তারা চুরি করেছে। হাসিনা এবং তার সাঙ্গপাঙ্গদের আকাম কুকামকে হালাল বানানোর চেষ্টা করে যাচ্ছেন প্রতিনিয়ত। আপনি এখনও মনে করছেন হাসিনা ফেরেস্তা ছিলো। তার দ্বারা কোন দুর্নীতি হয়নি। সে কোন মানুষ মারেনি। বাহ।
দেশে থাকলে আপনিও হাসিনার উপদেষ্টাদের একজন থাকতেন। যেই পরিমাণ সাপোর্ট আপনি হাসিনাকে করছেন, হাসিনা দেশ ছেড়ে ভারত যাওয়া লাগতো না।
৩| ১৪ ই আগস্ট, ২০২৪ সকাল ৭:৩৯
নয়া পাঠক বলেছেন: অনেক মজা পেলাম ছবিটা দেখে ও আপনার ছোট্ট একখানা পোষ্ট পড়ে। ধন্যবাদ।
১৪ ই আগস্ট, ২০২৪ দুপুর ১:৫৭
হাবিব ইমরান বলেছেন:
দরবেশ এখন উল্টো হয়ে বেশধর হয়ে গেল।
৪| ১৪ ই আগস্ট, ২০২৪ সকাল ৮:৫০
রাসেল বলেছেন: দরবেশ বাবাকে নিয়ে রম্য গল্প ভালো লাগলো।
১৪ ই আগস্ট, ২০২৪ দুপুর ২:০০
হাবিব ইমরান বলেছেন:
কোন লেভেলের বকধার্মিক দেখেন।
জামাত নেতাদের ফাঁসি পর্যন্ত হয়ে গেল, কিন্তু তারা কখনও নিজেদের বাঁচানোর জন্য এরকম করেনি। রাজনৈতিক জেল-জুলুম এগুলো স্বাভাবিক। তাই বলে এ অবস্থা?
৫| ১৪ ই আগস্ট, ২০২৪ সকাল ৯:১৩
তানভির জুমার বলেছেন: এদের কে দেখে আমার টাকার প্রতি বিশ্বাস উঠে গেছে। আহ্ ১৫ দিন আগেও তারা কতবড় মাফিয়া ছিল। মনে যা চাইতো তাই করতো। সালমান এফ রহমান তো আওয়ামীলিগ নামক সন্ত্রাসী দলটা পুরাটাই চালাতেন। স্বৈরাচার শেখ হাসিনার পরে সবচেয়ে বড় আওয়ামী কমান্ডার ছিল সালমান এফ রহমান।
১৪ ই আগস্ট, ২০২৪ দুপুর ২:০২
হাবিব ইমরান বলেছেন:
পুলিশের হাতে অবৈধ আধুনিক অস্ত্র আসার পেছনে এর হাত আছে। এই টাকা ঢালছিল। দরবেশ আসলেই মাফিয়া ছিলো।
মাফিয়া গেলেন এখন হাঁফিয়া।
৬| ১৪ ই আগস্ট, ২০২৪ সকাল ৯:২৫
ধুলো মেঘ বলেছেন: এ কি ব্যবসায়ী, না বাটপার? এর ব্যবসা প্রতিষ্ঠান যা আছে - সব তো ফেল্টুস। শেয়ার বাজার ছিল আর গাড় মারা স্টক এক্সচেঞ্জ ছিল বলে সালমান টিকে ছিল।
১৪ ই আগস্ট, ২০২৪ দুপুর ২:০৪
হাবিব ইমরান বলেছেন:
এরা ছিলো লূটেরা। মাফিয়া। রক্তচোষা।
কিছু বুদ্ধিপ্রতিবন্ধী আবার এদের জোরগলায় সাপোর্ট করেন।
৭| ১৪ ই আগস্ট, ২০২৪ দুপুর ১:৫৬
বাকপ্রবাস বলেছেন: আমি ভেবেছিলাম পদ্মা নদীর মাঝির সেট নির্মাণ করা হচ্ছে
১৪ ই আগস্ট, ২০২৪ দুপুর ২:০৫
হাবিব ইমরান বলেছেন:
এখনও অনেক কিছুই বাকি। দেখা যাক কী হয়।
©somewhere in net ltd.
১| ১৪ ই আগস্ট, ২০২৪ রাত ২:৩৬
রবিন_২০২০ বলেছেন: ছবি দেখে খুবই মজা পেলাম। ব্যাটাকে তো চিনতেই পারিনি।