নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Habib Imran, B.A. & M.A. (Philosophy), University of Chittagong. Current City : Riyadh, Kingdom Of Saudi Arabia. Email: [email protected]

হাবিব ইমরান

বিশ্বজুড়ে মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ী ব্যক্তি এবং সংগঠনগুলোকে আমি প্রচন্ড ঘৃণা করি। তারা ধ্বংস হোক।

হাবিব ইমরান › বিস্তারিত পোস্টঃ

আওয়ামীলীগকে দেশের নিরাপত্তার জন্যই ঘৃণা করা উচিত! প্রয়োজনে নিষিদ্ধ করা উচিত।

১৪ ই আগস্ট, ২০২৪ বিকাল ৫:৪৫


ভারত নিশ্চিত করবে যে ৯০ দিনের সাংবিধানিক সময়সীমার মধ্যে বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং আওয়ামী লীগকে পুনর্গঠনের অনুমতি দেয়া হবে : জয়


সূত্র: DW

ভারত নিশ্চিত করার কে?
ভারতের কাছে সরাসরি সাহায্য চাওয়া এটা নিঃসন্দেহে রাষ্ট্রদ্রোহিতার শামিল। বাংলাদেশের স্বাধীনতা আর সার্বভৌমত্বকে কিভাবে অন্য দেশের হাতে তুলে দিচ্ছে জয়, এটা ভেবেই আতঙ্কে আছি। এরা মিডিয়ার সামনে এরকম চক্রান্ত করতে পারলে না জানি গোপনে এরা কী করছে! হাসিনার শাসনামলে ভারতের সাথে যত চুক্তি হয়েছে সব প্রকাশ করা প্রয়োজন।
এরাই মুক্তিযুদ্ধের সময়ের আসল রাজাকার, দেশদ্রোহী। এদের বিচার হওয়া উচিত। এদের নাগরিকত্ব কেড়ে নেয়া প্রয়োজন।

একটা স্বাধীন দেশকে ১৫-১৬ বছরে আওয়ামী লীগ সরকার ভারতের অঙ্গরাজ্যে রূপান্তর করে ফেলেছে। সব রকম সুযোগ সুবিধা, বন্দর, ট্রানজিট, আকাশসীমার অবাধ ব্যবহার, সীমান্তে অবাধ বিচরন, সীমান্ত হত্যা, অবাধ বাণিজ্যিক সুবিধা, রেল ট্রানজিট, দেশের মধ্যে ২৬ লক্ষ ভারতীয়র কর্মসংস্থান, দেশের রাজনীতিতে প্রকাশ্যে হস্তক্ষেপ, জাতীয় নির্বাচনে প্রকাশ্যে হস্তক্ষেপ। আওয়ামী লীগ ক্ষমতায় থাকার জন্যই এমন বেশ্যাবৃত্তি করেছে। লজ্জাশরম আল্লাহ পাক তাদের মধ্যে থেকে উঠিয়ে নিয়ে গেছে।
দুই একটা ব্রীজ, ওভারব্রীজ, সেতু, মেট্রোরেলের উন্নয়ন দেখিয়ে যারা বিলিয়ন বিলিয়ন ডলার হাতিয়েছে তারা যাইহোক অন্তত দেশের জন্য নিরাপদ না।

যেসব আওয়ামী লীগার এসব দেখেও চুপ থাকেন তারাও রাষ্ট্রদ্রোহী। কোন মুক্তিযোদ্ধাও চুপ থাকলে বুঝতে হবে এরা হয় সার্টিফিকেট কিনে মুক্তিযোদ্ধা হয়েছে অথবা মুক্তিযুদ্ধের সময় ভারতে অবস্থান করে পরবর্তীতে দেশে এসে সার্টিফিকেট হাতিয়েছে।

ছিঃ আওয়ামী লীগ।

মন্তব্য ৩৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ১৪ ই আগস্ট, ২০২৪ বিকাল ৫:৪৮

আহলান বলেছেন: আমাদের জাতীয় প্রত্যেক নির্বাচনেই ভারত তাদের সহযোগী ... এটাই তার কথায় প্রমাণিত !

১৪ ই আগস্ট, ২০২৪ বিকাল ৫:৫২

হাবিব ইমরান বলেছেন:
ভাবতেই পারছি না। এ যেন আরেক লেন্দুপ দর্জী।

অথচ এরা ভারতের প্রেসক্রিপশনে বাংলাদেশের রাজনৈতিক নেতাদের ফাঁসিতে ঝুলিয়েছে যুদ্ধাপরাধ মামলায়।

২| ১৪ ই আগস্ট, ২০২৪ বিকাল ৫:৫১

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:




আমি কেন আওয়ামিলীগকে নিষিদ্ধ করতে বলি, এবার বুঝেছেন? এদের হাতে বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকির মুখে। কোনমতে যদি আর একবার ক্ষমতায় আসতে পারে তবে আর মিস করবে না। বাংলাদেশ হবে কাশ্মির ২.০

১৪ ই আগস্ট, ২০২৪ বিকাল ৫:৫৫

হাবিব ইমরান বলেছেন:

১৫-১৬ বছরে দেশের মানুষদের, ছাত্রদের, হুজুরদের, রাজনৈতিক নেতাদের পাখির মত মেরেছে এই আওয়ামী লীগ। বিডিআর বিদ্রোহের নাটক সাজিয়ে সেনা অফিসার পর্যন্ত মেরে ফেলেছে। ছিঃ ছিঃ। গাদ্দার।

৩| ১৪ ই আগস্ট, ২০২৪ বিকাল ৫:৫২

রানার ব্লগ বলেছেন: শুধু আওমিলীগ না জামাত শিবির বিএনপি আওমিলীগ বাম ডান জাপা ফ্রিডম সব দল কে নিষিদ্ধ করা উচিৎ । এমন পরিস্থিতির জন্য সবকটার দায় আছে স্পষ্ট ভাবে ।

১৪ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:০০

হাবিব ইমরান বলেছেন:

সবাইকে দোষ দিয়ে প্রকৃত চক্রান্তকারীদের আড়াল করবেন না। এর জন্য আওয়ামী লীগই দায়ী। এই বিদেশি প্রভাবের রাজনীতির জন্য আওয়ামী লীগ সরাসরি জড়িত। তারা ভারতের হস্তক্ষেপ চাইলে ভিন্ন দলগুলো ভারতকে ঠেক দেওয়ার জন্যই অন্য দেশগুলোর সাহায্য কামনা করে। কিন্তু তা এরকম নগ্নভাবে নয়। সবাই দোষী মানছি। কিন্তু পথপ্রদর্শক হলো আওয়ামী লীগ।

৪| ১৪ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:১৮

নয়া পাঠক বলেছেন: ভারত অন্য একটি দেশের নির্বাচনের ব্যপারে এতদিন গোপনে যা করে আসছে, তা এই মাতালের কথায় এবার প্রকাশ পেল। তবে তারা গত দেড় দশকে এদেশে যা করেছে তার জন্য তাদের রাজনৈতিক নিবন্ধন বাতিলপূর্বক সকল অন্যায়, অত্যাচারের বিচার দ্রুত করে ফেলা উচিত। আর অন্যান্য রাজনৈতিক দলগুলোকেও সতর্ক করা উচিত, কোনপ্রকার সন্ত্রসী কর্মকান্ড, দূর্ণীতি, অন্যায় দেখলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এজন্য দেশের বিচার বিভাগকে ঢেলে সাজাতে হবে, প্রশাসন কে সতর্ক থাকতে হবে। আর প্রতিটি সংসদের মেয়াদ শেষে প্রত্যেকের সম্পত্তির হিসাব নেওয়া হবে, কে কতটা অর্জন করলেন দুর্ণীতির মাধ্যমে তার পর তাদের বিচার হবে।

১৫ ই আগস্ট, ২০২৪ রাত ১২:০৪

হাবিব ইমরান বলেছেন:

ডক্টর ইউনুস সাহেবকে সতর্ক থাকতে হবে। আওয়ামী লীগ চ্যাচড়া একটা দল। মাথায় সবসময় কুবুদ্ধি আর শয়তান ঘুরে। কোন অঘটন ঘটায়ে ফেলতে পারে। হাসিনা না ফালালে এত টেনশন থাকতো না। এই বেডি এখন বিদেশে বসে বসে শয়তানী করবে।

৫| ১৪ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:৪২

কামাল১৮ বলেছেন: জয় কি বললো সেটাকেই আপনি আওয়ামী লীগের বক্তব্য বলে চালিয়ে দিলেন।এটা কি আওয়ামী লীগের দলিয় সিদ্ধান্ত।

১৪ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:০৭

হাবিব ইমরান বলেছেন:

শেখ হাসিনা রাজনীতি না করলে তার কর্ণধার হবেন জয়। সে হবেন সভাপতি। আপনি না।
আওয়ামী লীগ মানেই শেখ পরিবার। তাদের কথাই আসল। সমর্থকরা কী বললো না বললো সেটা শেখ পরিবার চিন্তাও করেন না। দেখলেন না, বিপদ আসছে দেখেই শেখ হাসিনা সমর্থকদের কথা একবারও চিন্তা করলেন না। টুপ করে সরে গেলেন।

৬| ১৪ ই আগস্ট, ২০২৪ রাত ৮:০২

আফলাতুন হায়দার চৌধুরী বলেছেন:
এরে জয় ভাইয়া রে,
আর হাসাইস না। এমনিতেই তোর হিন্দী শুইনা পাবলিক হাইগা মুইতা শ্যাষ। শোন, নোয়াখাইল্লা ভাষা শিখ্‌, তারপর প্রত্যেকটা নোয়াখাইল্লা বাক্যের লগে 'হ্যায়' লাগাইলে হিন্দী/উর্দু হইয়া যাইবো। ওই ইন্ডিয়ান খবিস রে কোন কুত্তায় কামড়াইছিলো তোর লগে হিন্দী লাগাইতে গেলো?
ইন্ডিয়ায় ওরা তো হগ্গলে ইংলিশ মাতে। এ্যাকসেন্ট একটু ফানি, তাতে কি?

আমি শিউর তোরে লেন্দুপ জয় অথবা মুরগা বানানোর লাইগা ওরা এই কাম করছে। বুইঝা শুইনা, বুঝলি?

শেখ হাসিনা নরেন্দ্র মোদীরে যা দিছে তা নাকি জীবনেও হেতে ভুলবে না। এখন সামান্য একটু জায়গাও দিতে চাইতেছেনা। একটা বারের জন্য দেখাও করলো না।

আর তুই ভোদাই বইসা বইসা স্বপ্ন দেখস, ৯০ দিনের মইদ্দে তোগোরে ইলেকশান ভইরা দিবো মোদী?

ইয়া আল্লাহ্‌! মাডি হাইড্ডা যাক, আমি গাছি উইঠা যাই।

আর নিতে পাইত্তেছিনা =p~ =p~ =p~ =p~ =p~

১৪ ই আগস্ট, ২০২৪ রাত ১১:২২

হাবিব ইমরান বলেছেন:

জয় ভাইয়া একটা প্রতিবন্ধী। এরে দিয়ে সরকার চালানো আর ছাগল দিয়ে হালচাষ একই কথা। এরে দিয়ে কখনোই দেশের সার্বভৌমত্ব টিকিয়ে রাখা যাবে না। ভারতকে এক মাসের মধ্যেই সব দিয়ে দিবে।

৭| ১৪ ই আগস্ট, ২০২৪ রাত ৮:১৪

কামাল১৮ বলেছেন: আওয়ামী লীগের সভাপতি শেখ পরিবারের বাইরে অনেকেই হয়েছেন।এটা বিএনপির মতো পারিবারিক দল না।

১৪ ই আগস্ট, ২০২৪ রাত ১১:২৩

হাবিব ইমরান বলেছেন:

পারিবারিক দল না হলেই ভালো।

৮| ১৪ ই আগস্ট, ২০২৪ রাত ৮:২১

কামাল১৮ বলেছেন: ৯০ দিনের কথা বিএনপিও বলছে,অনেকেই বলবে।তাদের মনে কোন ধান্ধা থাকলে পালাবার পথ পাবে না।

১৪ ই আগস্ট, ২০২৪ রাত ১১:২৫

হাবিব ইমরান বলেছেন:

দেখা যাক।
দেশের পরিস্থিতি স্বাভাবিক না। যেকোনো সময় গৃহযুদ্ধ লেগে যাবে। এর মূল মাস্টারমাইন্ড হাসিনা। দিল্লিতে বসে বসে দেশকে ধ্বংস করে ছেড়ে দিবে। দেশপ্রেম কী জিনিস সে জানেনা।

৯| ১৪ ই আগস্ট, ২০২৪ রাত ৮:২৬

আহসানের ব্লগ বলেছেন: আগে কিছু আল সমর্থক কানা ছিল এখন আপনারাও সেম। ওকে জিগ্যেস করা হয়েছে, ভারতের প্রতি আপনার বার্তা কি? সে ভারতকে কুটনৈতিক ভাবে যা করা উচিৎ বলেছে।

১৪ ই আগস্ট, ২০২৪ রাত ১১:২৮

হাবিব ইমরান বলেছেন:

ভারতের প্রতি তাকে বার্তা দিতে হবে কেন? কূটনৈতিক সাহায্য লাগবে কেন? গণতন্ত্রে বিশ্বাসী হলে আওয়ামী লীগ জনগণের উপর ভরসা করত, ভারতের ওপর না। তার মা নিজেকে এদেশের জনগণের কাছে নিজেকে নিরাপদ মনে করেনি, নিরাপদ মনে করছে ভারতকে।

ভারতের সাথে এত দহরম মহরম কেন আওয়ামী লীগের?

১০| ১৪ ই আগস্ট, ২০২৪ রাত ৮:৩৬

তানভির জুমার বলেছেন: জয়ের একটা পর একটা বাকোয়াজ শোনার পরে 'র' নিশ্চয়ই ভাবতেছেঃ
"ইতা আমরা কিতার মইদ্যে টাহা ঢাললাম!"

১৪ ই আগস্ট, ২০২৪ রাত ১১:৩০

হাবিব ইমরান বলেছেন:

‘র’ বুঝেই শুনেই টাকা ঢালছে।
বেকুব একটা ক্ষমতায় থাকলে নিয়ন্ত্রণ করতে সুবিধা হয়।

১১| ১৪ ই আগস্ট, ২০২৪ রাত ৯:৫৯

করুণাধারা বলেছেন: এই মাতালটার ছবি দিলেন কেন!

এইটাকে কবে দেশে আনবে শাস্তি দেওয়ার জন্য?

১৪ ই আগস্ট, ২০২৪ রাত ১১:৩১

হাবিব ইমরান বলেছেন:

মাতালের কারণেই যত ঝামেলা।
দেশকে জাহান্নাম বানিয়ে ছাড়ছে। দেশে এনে ফাঁসি দেয়া ফরজ হয়ে গেছে মা-ছেলেকে।

১২| ১৪ ই আগস্ট, ২০২৪ রাত ১০:৫৭

জুল ভার্ন বলেছেন: একমত।

১৪ ই আগস্ট, ২০২৪ রাত ১১:৩৩

হাবিব ইমরান বলেছেন:

০% দেশপ্রেম নাই এরকম দল বাংলাদেশে একটাই আছে। সেটা হলো BAL.
স্বাধীন দেশটাকে ভারতের রাজ্য বানানোর জন্য উঠে পড়ে লেগেছে।

১৩| ১৪ ই আগস্ট, ২০২৪ রাত ১১:০৭

আঁধারের যুবরাজ বলেছেন: আওয়ামীলীগকে নিষেধ করে কিছু হবে না বা উচিত হবে না। দেশের অন্যতম দল ,এখনো এই দলে অনেক ভালো মানুষ আছে। যারা অপরাধ করেছে তাদের সবাইকে খুঁজে খুঁজে বিচার করলেই হবে। এমনিতেও আওয়ামীলীগকে আবারও ক্ষমতায় আসতে হলে বহু বছর অপেক্ষা করতে হবে। যদি না আগামীর নতুন সরকার বড় কোনো ভুল করে।

১৪ ই আগস্ট, ২০২৪ রাত ১১:৩৫

হাবিব ইমরান বলেছেন:

ভালো মানুষগুলা কই?
কয়েকটা গণহত্যা হয়ে গেল, দেশটা ভারতের মুঠে চলে গেল, দুর্ভিক্ষ দেখা দেওয়ার দ্বারপ্রান্তে চলে গেল দেশটা, গণতন্ত্র হারিয়ে গেল, কিন্তু ভালো মানুষগুলারে তো দেখলাম না।

১৪| ১৪ ই আগস্ট, ২০২৪ রাত ১১:১৭

রানার ব্লগ বলেছেন: লেখক বলেছেন:

সবাইকে দোষ দিয়ে প্রকৃত চক্রান্তকারীদের আড়াল করবেন না। এর জন্য আওয়ামী লীগই দায়ী। এই বিদেশি প্রভাবের রাজনীতির জন্য আওয়ামী লীগ সরাসরি জড়িত। তারা ভারতের হস্তক্ষেপ চাইলে ভিন্ন দলগুলো ভারতকে ঠেক দেওয়ার জন্যই অন্য দেশগুলোর সাহায্য কামনা করে। কিন্তু তা এরকম নগ্নভাবে নয়। সবাই দোষী মানছি। কিন্তু পথপ্রদর্শক হলো আওয়ামী লীগ।



ল্যঞ্জা লুকাবার জিনিস না ।

১৪ ই আগস্ট, ২০২৪ রাত ১১:৩৭

হাবিব ইমরান বলেছেন:
ল্যাঞ্জা ছাড়ুন।
আওয়ামী লীগ তো পাছা দেখিয়েই পালিয়ে গেল।

১৫| ১৪ ই আগস্ট, ২০২৪ রাত ১১:৩৭

আহমেদ জী এস বলেছেন: হাবিব ইমরান,



আফলাতুন হায়দার চৌধুরীর মন্তব্যে =p~ =p~ ;) :D :) =p~ =p~ =p~ =p~
প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন এর মন্তব্যে সহমত।
আর আমার নিজের মন্তব্য হলো - লেন্দুপ জয় এমন কথা বলে প্রমান করে দিলো যে, সে আসলেই স্বামী-স্ত্রীর গর্ভজাত। :|

১৪ ই আগস্ট, ২০২৪ রাত ১১:৪৩

হাবিব ইমরান বলেছেন:

স্বামী- স্ত্রীর গর্ভজাত, তাও ৮ মাসের। এজন্যই প্রতিবন্ধী। :D
কে জানি নাম দিয়েছিলো নমরুদ। একটা ভিডিওতে স্বয়ং হাসিনাকে বলতে শুনেছি। :D

১৬| ১৫ ই আগস্ট, ২০২৪ সকাল ৮:৩৭

সোহানী বলেছেন: ওরে আইসিটি আর দেশদ্রোহিতার মামলায় ঝুলানো হোক।

১৫ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:৫২

হাবিব ইমরান বলেছেন:

দীর্ঘদিন ক্ষমতায় থাকার কারণে এই মতিভ্রম। শিগগির ঠিক হয়ে যাবে। তাদের বানানো আইসিটি আইনেই তারা মাইর খাবে বেশি।

১৭| ১৫ ই আগস্ট, ২০২৪ সকাল ৯:০৮

এক্সম্যান বলেছেন: আমি চাই জয় মামা কথা বলুক, দয়া করে কেউ ওনার শাস্তী দাবী করে কথা বলা বন্ধ করবেন না প্লীজ। =p~

১৫ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:৫২

হাবিব ইমরান বলেছেন:

ওর কথা বলা মানে আওয়ামী লীগ আরও বেশি বেকায়দায় পড়া। :D

১৮| ১৫ ই আগস্ট, ২০২৪ সকাল ৯:৩৪

খাঁজা বাবা বলেছেন: এই দল দেশের স্বাধীনতার জন্য হুমকি

১৫ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:৫৪

হাবিব ইমরান বলেছেন:

ঠিক। অন্তত তাদের এই কয়েকদিনের আচরণে সেটাই স্পষ্ট হয়েছে। তারা দেশের ব্যাপারে আন্তরিক না।

১৯| ১৫ ই আগস্ট, ২০২৪ সকাল ১০:২৪

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আইন করে এদের কথাবার্তা মিডিয়ায় প্রচার বন্ধ করতে হবে।

১৫ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:৫৬

হাবিব ইমরান বলেছেন:

আর খেলা তখনই জমবে। এরা তখন মিডিয়ার সামনে এসে বাক স্বাধীনতার জন্য কান্নাকাটি করবে। অথচ তাদের তিন মেয়াদের ক্ষমতায় তারা জনগণের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.