নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খাদ্য প্রকৌশলী

ইমরান৯২

আমি একজন খাদ্য প্রকৌশলী । নিরাপদ খাদ্য হোক সকলের জন্য।

ইমরান৯২ › বিস্তারিত পোস্টঃ

আসাধারন একটি গান ডাউনলোড লিংক সহ দিলাম

২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:১৪

অন্ধকার ঘরে, কাগজেরটুকরো ছিঁড়ে

কেটে যায় আমার সময় ,

তুমি গেছো চলে

জানি বিস্মৃতির অতলে

যেমন শুকনো ফুল বইয়ের মাঝে রয়ে যায়।

রেখেছিলাম তোমায় আমার হৃদয় গভীরে ,

তবু চলে গেলে এই সাজানো বাগান ছেড়ে ।

আমি রয়েছি তোমার অপেক্ষায়……

নিকষ কালো এই আঁধারে

স্মৃতিরা সব খেলা করে

রয় শুধু নির্জনতা

নির্জনতায় আমি একা ।।

একবার শুধু চোখ মেলো

দেখো আজ পথে জ্বালি আলো

তুমি আবার আসবে ফিরে

বিশ্বাসটুকু দু’হাতে আঁকড়ে ধরে।

কিছু পুরোনো গান

কিছু পুরোনো ছবির অ্যালবাম

এসবই আমার সাথী হয়েরয়

কাকডাকা ভোরে

যখন সূর্য ঢুকে ঘরে

কালো পর্দায় বাধা পেয়ে সরে যায়

আমার এই জগত বড় আগলে রাখে আমায়

তবু মাঝে মাঝে মনে হয়

মৃত্যুই কি শ্রেয় নয়

আমি রয়েছি তোমার অপেক্ষায়।। :):):)

এই গানটির ডাউনলোড লিংক এখানে ডাউনলোড লিংক

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:২৩

মায়াবী ছায়া বলেছেন: অনেক শুনেছি গানটা...সুন্দর ।

২৭ শে জুন, ২০১৩ রাত ৮:৩০

ইমরান৯২ বলেছেন: আসলেই গানটা শুনলেই শুনতে মন চায় ।

২| ২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:২৪

মিজভী বাপ্পা বলেছেন: পেপার রাইমের সং।অনেক বার শুনেছি।ধন্যবাদ

২৭ শে জুন, ২০১৩ রাত ৮:৩১

ইমরান৯২ বলেছেন: আপনাকে ও ধন্যবাদ ।

৩| ২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:২৭

পেন্সিল চোর বলেছেন: সুন্দর গানটা

৪| ২৭ শে জুন, ২০১৩ রাত ৮:৪২

ইমরাজ কবির মুন বলেছেন:
আপনার লিংকের ফাইলটা ডিলিটেড।আপনি কি পেপার রাইমেরটা দিসিলেন?ভালৈ গানটা।
শোনা না থাকলে তোহার গাওয়া অ্যাকুস্টিক ভার্সন টা শুনেন, ভাল্লাগবে ||

১১ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:০৩

ইমরান৯২ বলেছেন: ইয়েস আমি পেপার রাইমের টাই দিসি ।

৫| ২৭ শে জুন, ২০১৩ রাত ৮:৪৪

আই লাভ ইউ, ম্যান বলেছেন: শুনিনাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.