![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনেক পুরোনো একটা গান আজ খুব মনে পড়ছে । আমার মত অনেকের হয়ত এটা খুব প্রিয় গান , অনেকর হয়ত মনেরও কথা । যতবার শুনি ততই ভাল লাগে ।
অসাধারন সুন্দর একটা গান আজ সবার সাথে শেয়ার করলাম ...............।
আজথেকে আর কখনও বলব না ,
কখনও বলব না আর ভালবাসি ।
আজথেকে আর কখনও কাঁদবো না ,
নয়নে দেখবেনা কেউ জলের রাশি ।
কতটা কষ্ট পেলে এই মন হয় শশান ,
তোমার কাছে সবই খেলা ......
প্রেম মানে পিছুটান ।
নিয়েছো কেড়ে সুখ , নিয়েছো কেড়ে হাসি
যখনই বলেছি...... “আমি তোমাকে ভালবাসি” ।।
যখনই বুঝেছ আমার কেউ নেই তুমি ছাড়া ,
তখনিই আঘাত কর চোখে বয় জলধারা ......।।
নিয়েছো কেড়ে সুখ , নিয়েছো কেড়ে হাসি
যখনই বলেছি ....... " আমি তোমাকে ভালবাসি "
আজথেকে আর কখনও বলব না ,
কখনও বলব না আর ভালবাসি ।
ডাউনলোড লিংক
এখানে ক্লিক করুন
২| ০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১২:২১
সময়ের গ্যাঁড়াকল বলেছেন: আহারে ভাই
©somewhere in net ltd.
১|
০১ লা ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫৭
অতঃপর হৃদয় বলেছেন: