![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বুঝিনি তোর প্রেম অনলে পুড়বে আমার মন ,
একবার হলেও দিসরে দেখা থাকতে এ জীবন ।
এত কাছে পেয়ে তারে জানতে পারিনি ,
তার বুকেতে মাথা রেখে মনকে বুঝিনি ।
বন্ধুরে তুই আর কাদাইসনা এই অবলার মন
একবার হলেও দিসরে দেখা থাকতে এ জীবন ।
কত মানুষ চারিদিকে মনের মানুষ কই ?
তারে ছাড়া পৃথিবীতে কেমনে একা রই ?
বিবাগী মন তার বিহনে কান্দে সারাক্ষণ ।
একবার হলেও দিসরে দেখা থাকতে এ জীবন ।
ডাউনলোড লিংক : এখানে ক্লিক করুন
©somewhere in net ltd.
১|
০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:১৫
আরণ্যক রাখাল বলেছেন: