নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগার ইমরানের ব্লগে সবাইকে স্বাগতম

সামুর মডারেশন বোর্ডে ক্লিয়ারেশন থাকা দরকার।

ব্লগার ইমরান

আমি...............

ব্লগার ইমরান › বিস্তারিত পোস্টঃ

রিফারবিশড বা পুরানা ল্যাপটপ কিনলে কেমন হবে।

০৪ ঠা মে, ২০১১ রাত ১০:০৭

আমার এক ফ্রেন্ড সে ল্যাপটপ কিনবে। আমি জিগাইলাম তোর বাজেট কত, ামারে কয় ২০০০০। আমি মুচকি হাইসা কইলাম, ল্যাপটপ কিনবি খালি ল্যাপটপের খাচাটা কিনবি। :P :P :P

৪০০০০-এর কমে আর ামার কানের কাছে ভ্যানভ্যান করিস না।( যদিও ৩০০০০-এর মধ্যে পাওয়া যায়)

বন্ধু মনে হলো একটু লজ্জা পেলো। আমি বলি আরে লজ্জা পাইস না, সেকেন্ডহ্যান্ড কিন আর অসুবিধা নাই।

কইয়া মনে হয় অসুবিধায় পড়লাম, কয়দিন এদিক সেদিক ঘুরার পর দেখলো তার বাজেটের নতুন ল্যাপটপ পাইবো না, তখন ামারেই পুরানা ল্যাপটপ কিনে দেবার বলিল। ব্যাটা ফাযিল।X((X((X((X((



যাক বন্ধু মানুষ একটু উপকার করি। ক্লিকবিডিতে ঢু মাইরা দেখলাম ২০০০০ -এর মধ্যে ভালোই সেকেন্ডহ্যান্ড ল্যপটপ ছেইল করতাছে কিছু পাবলিক। এদিকে টার্ন করার আগে হঠাৎ খেয়াল হলো রিফারবিশড ল্যাপটপ গুলা কেমন হবে? দেখা দরকার । এখন জানতে হবে এগুলোর দাম কেমন আর এগুলো মূলত কোথায় বিক্রি করে।



কোনো ভাইজানের জানা আছে কি?



বি:দ্র: রিফারবিশড হইলো বিদেশী বড় বড় কোম্পানীরা তাদের নিয়ম অনুযায়ী কোনো ক্রেতা কোনো মাল কেনার পর কিছুদিন ব্যাবহারের পর তা আবার টাকার বিনিময়ে নতুন একটা এক্সচেন্জ করে নিতে পারে। আর কোম্পানী ফেরত পাওয়া মালগুলো সারিয়ে আবার একটু কম দামে বিক্রি করে দেয়।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মে, ২০১১ রাত ১০:৪০

তুহিণ বলেছেন: I don't think any seller is selling this type of Laptop in Bangladesh. However, you may take a loog ont ==
http://www.bdstall.com/

০৫ ই মে, ২০১১ সকাল ১১:৪৫

ব্লগার ইমরান বলেছেন: ধন্যবাদ।

২| ০৪ ঠা মে, ২০১১ রাত ১১:০৫

শিবলী বলেছেন: বাংলাদেশে রিফারবিশ গুলাই নতুন বৈলা চালাইতে পারে, কোন বিশ্বাস নাই।
সেলবাজার/ক্লিকবিডি ঘেটে দেখেন ভাল পান কিনা

০৫ ই মে, ২০১১ সকাল ১১:৪৫

ব্লগার ইমরান বলেছেন: ধন্যবাদ। জ্বি ওগুলোতে দেখেছি। তবে আপনার সম্ভাবনাও সত্য হতে পারে।

৩| ০৫ ই মে, ২০১১ রাত ১২:২৭

মো, আশিক বলেছেন: ভাই সেকেন্ডহ্যান্ড ল্যাপটপ না কিনাই ভাল! যখন কেউ সেকেন্ডহ্যান্ড ল্যাপটপ বিক্রি করে বেশীর ভাগ সময় ল্যাপটপে কোন না কোন সমস্যা থাকে যা বিক্রেতা বলেনা!আর নানা যুক্তি আছে!বাকিটা আপনার কাছে?আপনার ইচ্ছা!আর শিবলী ভাই এর সাথে একমত -শিবলী বলেছেন: বাংলাদেশে রিফারবিশ গুলাই নতুন বৈলা চালাইতে পারে, কোন বিশ্বাস নাই। B:-)

০৫ ই মে, ২০১১ সকাল ১১:৪৫

ব্লগার ইমরান বলেছেন: ধন্যবাদ, পরামর্শের জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.