![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একটা অপদার্থ........ শুধু তোমার জন্যই এখনো পদার্থ হয়ে বেঁচে আছি........
তুমি তোমার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ হারিয়েছ। তুমি হারিয়েছ তোমার ভালবাসা। তুমি হারিয়েছ তোমার স্বপ্ন। তুমি যাকে হারিয়েছ, যে কিনা তোমাকে কোন শর্ত ছাড়াই ভালবাসত। তুমি যা হারিয়েছ তুমি তা আর কখনোই ফিরে পাবে না। তুমি অনেক looser, কি ভাবে looser হয়েছ সেটা তুমি ধীরে ধীরে টের পাবে। তুমি কি মনে কর, তুমি অনেক জিতে গেছ?? না তুমি জিত নাই। তুমি যে তোমার ভালবাসার মানুষ কে ঠকিয়ে নিজে যে কি পরিমান ঠকেছ তার কোন ইয়াত্তা নাই। যারা অন্যকে ঠকায়, তারা নিজেরা নিজেদেরকে ঠকায়। তারা নিজেদের কে অনেক বুদ্ধিমান মনে করে। আসলে তারা বুদ্ধিমান না বরং তারা অনেক বোকা মানুষ। যারা একটু সুখের আসায় অন্যের হাত ধরতে কোন রকম কার্পন্যতা দেখায় না, তারা কখনোই সুখের দেখা পায় না। ভেব না আমি তোমাকে অভিশাপ দিচ্ছি। কোন মানুষ অন্তত পক্ষে নিজেকে অভিশাপ দেয় না। কারন তুমিতো আমার। তুমিই তো আমি, আমিই তো তুমি।
ভেব না আমি তোমাকে ছাড়া অনেক খারাপ আছি। খারাপ তো তিনি থাকবেন, যিনি অপরাধ করবেন। সেই ভুল এবং অপরাধ দুটোই তুমি করেছ। আমি ভাল ছিলাম, ভালো আছি এবং থাকবো।
আমি জানি এবং অনেক বিশ্বাস করি তুমি যা হারিয়েছ তার জন্য তোমাকে একদিন চরম ভাবে অনুতপ্ত হতে হবে। একদিন তোমাকে হারানো ভালবাসা খুজে ফিরতে হবে। সেই দিনটা হয়তো অনেক বেশি দূরে নয়।
মানুষ একটু সুখে থাকার জন্য একটু ভাল থাকার জন্য কি না করে??? আমিও করেছিলাম। আমি যা করেছি সেটা ছিল তোমার কাছে চরম বাজে কাজ। আর তুমি যা করেছ তা হচ্ছে এই দুনিয়ার সবচেয়ে ভাল কাজ।
একটা অপদার্থ বলে ধুর ধুর করে তারিয়ে দিয়েছ। জগন্য বলে অনেক কথা শুনিয়েছ। আর আমি!!?? অনেক খারাপ মানুষ বলে, তোমাকে অনেক ভালবাসি বলে তোমার সব কথা শুনে আসতাম। আমার বিশ্বাস ছিল আমি অপদার্থ আর যতই জগন্য হই না কেন পদার্থ বলে তোমার জীবনে কিছু নাই। আমার সব বিশ্বাস কে তুমি নষ্ট করে দিলে। আমাকে সত্যিকার ভাবে বুঝিয়ে দিলে অপাদার্থের কোন জায়গা এই দুনিয়াতে নাই। পদার্থ নামক কিছু দ্বারা তুমি তোমার জীবন পরিপূর্ন করলে।
অনেক ভাল থাক। তোমার ভালথাকাই আমার ভালথাকা। তুমি ভাল থাকলে আমি অনেক ভাল থাকব। সর্বপরি আমরা দু’জন তো এটাই চাইতাম, সব কিছুর বিনিময় একটু ভাল থাকা। তুমি ভাল আছ, তাই আমিও ভাল আছি। তুমি যত বেশি ভাল থাকবে, আমি তার চেয়ে অনেক বেশি ভাল থাকব।
২| ২৪ শে অক্টোবর, ২০১৭ রাত ১:২৮
বিচার মানি তালগাছ আমার বলেছেন: ঠিকই আছে। বিয়ের আগে প্রেম করলে এমনই হয়...
©somewhere in net ltd.
১|
২৩ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৪৭
চাঁদগাজী বলেছেন:
পড়ে যা মনে হলো, আপনার অবস্হা খুব একটা বেশী ভালো না; আপনি মুখে বলে, নিজকে শান্ত্বনা দিচ্ছেন? সেটা খারাপ না