নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সর্ম্পকে বিবরন দেওয়ার মত তেমন কিছু নেই।শুধু এটুকু বলতে পারি একজন ভাল মনের অধিকারী হিসেবে নিজেকে মনে করি এবং সেটা আজীবন থাকতে চাই>লেখালিখি কারো কাছে নেশা, আর কারো কাছে হয়তোবা পেশা।আর আমি লিখি নিতান্তই শখের বশে, শুধুমাত্র আমার জন্যে।কারণ,এই শব্দর

অশ্রু সিক্ত তোমার স্মৃতি

অশ্রু সিক্ত তোমার স্মৃতি › বিস্তারিত পোস্টঃ

মায়া পরি

১০ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:৫১

মায়া পরি মেয়েটি আমার চোখে সবচেয়ে সুন্দর মানবী______
সব সৌন্দোর্য যেন তার কাছে হার মানে_______
পরি বললে ভুল হবে কারন আমি তো পরি দেখিনি_____
সে তার মত অসাধারন সুন্দর একটা মেয়ে______
অদ্ভুত মায়াবী এক পবিত্রতা তার দু চোখে_______
ওই চোখের দিকে চেয়ে় স্বর্গের সুখটা ভোগ করা জাই______
এক অসাধানরন হাসি সারাক্ষন ও ঠোট এ লেগে থাকে_____
সে হাসি সরলতার প্রতিমা দু একবার দেখে মন ভরার মত নয়__
কন্ঠ যেন শীতলতার আরেক নাম________
হাজার রাগের মাঝেও তার একটি কথা সব রাগ কে ভুলিয়ে দেয়_____
কোকিলের কন্ঠের সাথে তুলনা করবো না আমি তার কন্ঠকে কারন তার কোনো কিছুই তুলনা করার মত না_________
আষাঢ়ের আকাশের মেঘের মত কালো তার চুল_________
হাতে ছিল অদ্ভুত সৌন্দর্য______
নাক টি যেন মৃৎ শিল্পের নিদর্শন গুটি গুটি পায়ের পথ চলা তে তার এ হৃদয় থমকে দাড়ায়_____
সৃষ্টি কর্তা ওকে সব দিয়েছে সুন্দর একটা মন____
অসাধারন দুটি চোখ কমলার কোষের মত কিন্তু গোলাপি____
মায়া পরির সব গুন তো বলে শেষ করার মত না_____
তাকে তো কারো সাথে তুলনা করা যায় না সে যে নিজেই নিজের তুলনা_____
তুলনার উর্ধ্বে অতুলনীয় তুমি মায়া পরি______
ভালোবাসি তোমার হাসি টাকে____
ভালোবাসি তোমার শান্ততা কে________
আমার অজান্তেই আমার পুরো পৃথিবীটাকে
ঘ্রাস করেছিল তোমার একটু কাছে বসে হাসি সুনতে পাওয়ার
অতৃপ্ত তৃষ্ণা____
যতটাই ভালোবাসতাম মনে হতো কম হয়ে গেল বুজি___
তোমার কাছে কিচ্ছু চাই না শুধু ভালোবাসতে দিয়ো আমাকে_
কল্পনাই তোমার ছোয়ায় সুখ গুলোকে খুজে নেবো______
ভালো থেকো মায়া পরি ভালো থেকো তুমি
ভালো থাক আমার ভালো লাগা কল্পনিক বাবেই____

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.