![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি হয়তো জানো মানুষের যা ইচ্ছে তাই স্বপ্ন দেখতে পারে না__ নির্জন কোন গোধূলিতে আমি বসে আছি তোমার হাতটি ধরে__ তুমি নিশ্চুপ আর আমি নির্বাক হয়ে আছি________
তবুও কেন জানি মনে হবে পৃথিবীর সব ভাষা সব ব্যাকরণ____ লুঠোপুঠি খাচ্ছে আমাদের পদতলে চারিদিকে নিস্তব্ধ_______
নিরবতার কাছে হেরে যাবে কোলাহল_____
কখনো উচ্ছসর কখনো ফিসফিসিয়ে তুমি হাসছো______
তুমি শুধু হেসেই চলেছো আমাকে মুগ্ধ করে দিতে______
আজ তোমারি কাছে পরাজিত হচ্ছে পাখিদের সকল সংলাপ__ কাজল কালো চোখে তুমি চেয়ে আছো আমার দিকে________
কখনো পাখির নীড় আবার কখনো কাশবন_______
তোমার ঠোঁটে হাসি তুমি কি জানতে তোমার সে হাসির আহ্বানে নেমে আসে জ্যোৎস্নারাও_______________________
ইট পাথরের এই নগরিতে তখন মিছিল করতে করতে এগিয়ে আসছে জোনাকির দল_______________
আমার অব্যাক্ত ভালোবাসার প্রতিনিধি হয়ে জোনাকিরাও ছুঁয়ে যেতে চাই তোমার হাতের আঙ্গুল________________
খেয়াল করলাম তোমার খোলা চুলে আঁচড়ে পড়ছে সমুদ্রের নিঃশ্বাস_____________
তুমি দাঁড়িয়ে আছো প্রেম যমুনার তৃরে সামনে অপর সমুদ্র পায়ের নিচে শ্রুভ্র বালি_________
পূর্ণিমার চাঁদের সাথে আলো নিয়ে লুকোচুরি খেলছে তোমার ছোট ছোট দুষ্টু মিষ্টি হাসি_______________
চোখের সামনে কেউ একজন হাত বাড়িয়ে ডাকছে তোমাকে__ খালি পায়ে নুপুরের গর্জন তুলে তুমি মিশে যাচ্ছো
সমুদ্রের জলে_________
তোমার জন্য দিশাহীন নাবিকের আমরণ অপেক্ষা______
তার হাল ভাঙা জাহাজ প্রাণ ফিরে পাবে হয়তো তোমার স্পর্শে_ তোমার কাজল চোখে তন্ময় হয়ে চেয়ে রবে নাবিক______
মনে হয় সে চোখ যেন নাবিকের হারিয়ে যাওয়া কম্পাস_______
আজ আমি তীব্র অসহায় নিয়ে আত্মসমার্পন করেছি কান্নার কাছে_______
কেন জানি আজ মনে হয় পৃথিবীর আয়তন হয়তো বেড়ে গেছে
কিন্তু জীবনের এই ছোট দৈর্ঘ্যের জন্য বিধাতার কাছে কতনা অনুযোগ জানিয়েছি একদিন আমি_________
তবুও পাহাড়ের মত মৌনতা নিয়ে নিশ্চুপ থেকেছে বিধাতা____
আমি জানি এভাবে একদিন ফিরতে হবে আমকেও________
তবে তা এক বুক যন্ত্রনা নিয়ে_____
এখন তো অন্ধকার ঘিরে ধরেছে আমার চারপাশ_______
আজ আমি নিঃসঙ্গ দূর আকাশে ঐ মেঘের মত________
হঠাৎ তোমার মুখের দিকে তাকাটেই বাঁধভাঙ্গা জোয়ারের মত কান্না চলে এলো আমার_______
তুমি যেও না আমাকে ছেড়ে তুমি কোথাও যেওনা প্লিজ_____
আজ আমার চোখে বিস্ময় অথচ তোমার চোখে ঘুম______
তোমার অলস চুলের ঘ্রাণ আমাকে মাদকের মত নেশা জাগায়__ এসব দৃশ্যকল্প আঁকি আমি আমার ঘুমহিন প্রতিটি রাতের গভীরে------------
কাল্পনিক চিত্র গুলো লিখে রাখি ডায়েরীর ছেড়া পাতায় পাতায়-
©somewhere in net ltd.
১|
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৭:০০
অতঃপর হৃদয় বলেছেন: লম্বা লম্বা ড্যাস খুব খারাপ দেখাচ্ছিল।