নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সর্ম্পকে বিবরন দেওয়ার মত তেমন কিছু নেই।শুধু এটুকু বলতে পারি একজন ভাল মনের অধিকারী হিসেবে নিজেকে মনে করি এবং সেটা আজীবন থাকতে চাই>লেখালিখি কারো কাছে নেশা, আর কারো কাছে হয়তোবা পেশা।আর আমি লিখি নিতান্তই শখের বশে, শুধুমাত্র আমার জন্যে।কারণ,এই শব্দর

অশ্রু সিক্ত তোমার স্মৃতি

অশ্রু সিক্ত তোমার স্মৃতি › বিস্তারিত পোস্টঃ

যদি ইচ্ছের নীল রং আকাশ ছুঁয়ে যায় সারা বেলা বন্ধ জানালা ।

০৬ ই জুলাই, ২০১৭ রাত ৯:৩০

বেঁচে থাকতে হলে খুব বেশি কিছুর
প্রয়োজন নেই ...
নীল রং এ আঁকা কয়েকটা সপ্ন...
বাস্তবতা কে এড়িয়ে চলার ব্যর্থ চেষ্টা আর অতি আপন মানুষদেরকাছ
থেকে মিথ্যে প্রতিশ্রুতি মেনে নেয়ার ক্ষমতা থাকলেই যথেষ্ট ,....
এরি মাঝে অনেক ঝড় বয়ে যায়...
ফিনিক্স পাখির মত ধংসস্তুপ
থেকে উঠে আবার বাস্তবতার সাথে যুদ্ধ ....
মাঝে মাঝে নিয়তির কাছে পরাজিত
আবার মাঝে মাঝে জয়ী ....
তবুও সুখ ফেরারী হয়েই থাকে ,
দেখা দিয়েই মিলিয়ে যায়...
নিজেকে মাঝে মাঝে বড় অচেনাও লাগে.,
কষ্টের একটা সংগা বোধয় নিজেকে দিয়েই দেয়া যায়......
একটা কথা বলতে ভুলে গেছি ...
সম্পূর্ণ একা না ....
সব সময় নির্ঘুম রাত সঙ্গ দিয়ে যায়....
এই রাত গুলো মানব জাতির মত সার্থপর না...
চাইলেও ছেড়ে যাবে না...
সব সময়ই এরা সঙ্গ দিয়ে যাবে প্রিয় মানুষ গুলো থেকে হাজার হাজার মাইল দুরে থাকলেও ..
তবে একটা জিনিস উপলব্ধি করি আজ ..
"চলেযাওয়াই সব কিছুর একমাত্র সমাধান নয়...
ভালবাসা ভাঙ্গারজন্য না..
নিজ নিজ ভুবন গড়ার জন্য...
থাকুক না ২ জন ২ পৃথিবীর দুই প্রান্তে ...
কি আসে যায়.!!..
কখনো থেমে যায়
কি কোনো কিছু কারো অনুপস্থিতিতে...?
কখনই থেমে থাকেনা..!
এটাই জীবন ...
সে তার নিজস্ব গতিতে চলবে..
এটাই চিরন্তন সত্য....".....[*_/]
কখনও স্বপ্ন দেখেছেন আপনি...
আমি দেখেছিলাম...
আজব একটা স্বপ্ন - যা বাস্তব হবার নয়...!
একটা মনকে ভালবেসেছিলাম
- সেটা হারিয়ে গেছে...
নির্বাক পথে আজ ও খুঁজি তার চেনা মুখ..
নিকষ কালো আঁধারে খুঁজে বেড়াই
তার হারানো স্মৃতি..!!
আঁধারটাকে এখন আমার বড় আপন মনে হয়
দুঃখই আমার চিরসাথি -
সেটা নিয়েই বেঁচে আছি নিজের মনকে নিজেই
সান্তনা দেই ....
এই বলে......
আমার আকাশটা যদি তোমাকে দেখাতে পারতাম
তাহলে তুমি বুঝতে শূন্যতা কাকে বলে...
আমার একটা নিঃসঙ্গ রাত
যদি তোমাকে দিতে পারতাম তাহলে
তুমি বুঝতে তুমি ঘুমহীন রাতের অব্যাক্ত কষ্ট
কাকে বলে...
__I MISS YOU___from Ur swet heart.
I want a relationship where
we talk like best friends,
play like kids,
argue like husband and wife,
and protect each other
like siblings..!
i don't need a l0t of pe0ple, wh0 are

ready t0 cry when i dieee.....
I only need just 1 pers0n wh0 is ready t0 die
when i cry....
কিছু স্বপ্ন মাঝরাতে ভেঙ্গে যায়.....
কিছু আশা প্রদীপের মত নিভে যায়.....
কিছু সুখ চোঁখের জ্বলে হারিয়ে যায়.....
আর কিছু মানুষ কষ্ট-
কে গোপন রেখে অন্য কে হাসা-ই.....
আমি এদের দলের একজন........
একটা সময় ছিলো যখন মনে হত পাশে কেউ একজন না থাকলে দম বন্ধ হয়ে মারা যাবো ,
এখন মানুষের কোলাহল অসহ্য লাগে ।
ভীড়ের মাঝে বাধ্য হয়ে নির্জনতা খুঁজে নেই ,
একা একা হাঁটতে হাঁটতে চলে যাই কত
দূর- দূরান্তে!
এমন সময়ও ছিলো যখন একেবারে অপরিচিত
কারো কান্না দেখলেও
চোখে পানি চলে আসতো,
এখন দূর্বলতা বুঝিয়ে ফেলা শুদ্ধতম মানুষগুলোর
অনুভূতিগুলোকে অবলীলায়
হাসতে হাসতে দুঁমড়ে ছুঁড়ে ফেলে পকেটে হাত
ঢুকিয়ে শীষ্
বাজাতে বাজাতে আপনমনে নিজের রাস্তায় উঠে পড়ি,
পিছু ফিরে তাকানোর অবসর নেই,
ঐ কথা আমার আর মনেও হয় না ।
অন্যের কষ্টে কষ্ট লাগার বদলে লাগে বিরক্ত ।
রাত জাগতে খারাপ লাগতো খুব ,
কি যেন প্রচন্ড অস্থিরতার ছিলো রাতগুলো ।
এখন কিভাবে কিভাবে যেন
শিখে গেছি শেষ রাতের স্বপ্নশূন্য অবসাদের ঘুমেও রাত কাটিয়ে দেয়া যায় ।
মিথ্যা বলিনি কখনো,
মনে হতো মানুষকে ঠকাচ্ছি ।
এখন চোখের পলক না ফেলে সত্যের চেয়ে হাজারগুন বেশী বিশ্বাসযোগ্যভাবে মিথ্যা বলি প্রায়ই,
আশেপাশের
কারো তা ধরতে পারার ক্ষমতাই নেই ।
ঠিকানা বলে হারাতে ভালো লাগতো,
এখনো হারাই,
তবে শুধু নিজেকে নিয়েই,
নিজেই নিজেকে খুঁজে পাওয়ার
চেষ্টা করি আবার ।
চেষ্টা সফল হয় না ।
কারণ,
অনেকদিন পর আয়নার সামনে দাড়িয়ে নিজের নির্লিপ্ত
হয়ে যাওয়া চোখের দিকে তাকানোর
পর মানুষ একদিন হঠাৎ
আবিষ্কার করে মনের ইচ্ছার বিরুদ্ধে নিজের
অজান্তেই কখন
যেন সে অনেকখানি বদলে গেছে ........
" আরেকবার যেতে চাই
রিম ঝিম ঝিম সুদূরপুর
অবাক রোদে ভেজা তপ্ত দুপুর
আরেকবার তোমাদের
লাল নীল রং আনন্দে
একলা রাস্তায় এক চিলতে রোদ্দুর
সারা বেলা বন্ধ জানালা
যদি তোমাদের অনেক শব্দ
আমার জানালায়
ছোট ছোট আনন্দের স্পর্শে
আঙুল রেখে যায়
যদি সহস্র শব্দের উৎসব থেমে যায়
সারা বেলা বন্ধ জানালা
যদি তোমাদের লাল নীল গল্প
আমার শরীরে
কোন একলা রাস্তায়
অবাক ভ্রমনে
যদি ইচ্ছের নীল রং আকাশ ছুঁয়ে যায়
সারা বেলা বন্ধ জানালা ।।
অপেক্ষার প্রহর গুলো সত্যিই অনেক
যন্ত্রণা দেয় মাঝে মাঝে
চোখ ভিজে আসে মনের
জমে থাকা কথা গুলো
আত্ম প্রকাশের আকুতিতে ,
বলতে পারিনা সেই
পরিচিত তুমি আজ
'পরিবর্তিত একজন আমার কাছে ,
বোঝাতে পারিনা এ মনকে
মন বোঝেনি তুমি আমার নও
তুমি শুধু আমার জীবনে
এক ঘুটঘুটে অন্ধকার এক মরিচিকা ,
গোধূলির শেষ আলো ,
সত্যিই এ মনকে বোঝাতে পারিনি
ভালোবাসার মূল্য কারো কাছে
মন ভা

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.