![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গভীর রাত্রে ভাবনা অামার নি:শব্দ একাকী রুমে একটু অন্ধকার__
ঘুম ঘুম অবস্থায় ঘুমাবো বলে আর ঘুম অাসে না__
শুয়ে অাছি চোখের পাতা গুলো ভারি ভারি লাগছে দিনের বিশেষ কিছু মুহূর্তের কথা মনে পরে হাহাকার আনন্দ এর সমন্বয়__
ভালোবাসি নিজেকে আবার ভুলেও যাই কেন ভুলে যাই__
হ্যাঁ ভুলে যাই কারণ আমি আমাকে খুঁজে পাই না সবার মাঝে___
সে হয়তো আমাকে নিয়ে কখনো ভাবে না কিন্তু আমি প্রতিটি সময় ক্ষণিকের জন্য হলেও মনে করি__
প্রশান্তিময় দীর্ঘশ্বাস নিয়ে বাঁচবো আর মনে হয় ফোটা ফোটা জল মনের অজান্তেই চোখের কিনারা দিয়ে__
আসলে মাঝে মাঝে সুখের মাঝেও কান্নাভাব থাকে এ কান্নার একটি আবেগ আছে আছে বাস্তবতা আছে অলৌকিক কোন কল্পনা__
যে এই সুখ অনুভব করতে পেরেছে সেই পৃথিবীর সর্বোত্তম সুখী ব্যক্তিদের মাঝে একজন__
আমিও অনুভব করছি তবে সেটি কল্পনায়___
এক সাথে বসে গল্প করবো চোখে চোখ রেখে হাতে হাত রেখে হারিয়ে যাবো ভেসে বেড়াবো মেঘের দেশে নতুন কোন এক পৃথিবীতে__
©somewhere in net ltd.