নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সর্ম্পকে বিবরন দেওয়ার মত তেমন কিছু নেই।শুধু এটুকু বলতে পারি একজন ভাল মনের অধিকারী হিসেবে নিজেকে মনে করি এবং সেটা আজীবন থাকতে চাই>লেখালিখি কারো কাছে নেশা, আর কারো কাছে হয়তোবা পেশা।আর আমি লিখি নিতান্তই শখের বশে, শুধুমাত্র আমার জন্যে।কারণ,এই শব্দর

অশ্রু সিক্ত তোমার স্মৃতি

অশ্রু সিক্ত তোমার স্মৃতি › বিস্তারিত পোস্টঃ

প্রতিদিন প্রতি মুহুর্তে কত হাজারো সপ্ন যে চুরমার হয়ে যায়

২৪ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:১৯

জীবনে এমন একটা সময় আসে যখন একদিকে নিজেকে ভয়াবহ একাকি মনে হয় আর অন্যদিকে কাউকে নিজের জীবনের সাথে জড়াতে প্রচণ্ড ভয় হয় একদিকে প্রচণ্ড হাসতে ইচ্ছে হয় আর অন্যদিকে হাসির পরে অবশ্যম্ভাবি কান্নার কথা ভেবে বার বার চুপসে যেতে হয়!আঙুেলর ফাঁকা জায়গাগুলো যখন প্রিয় মানুষ টার আঙুল বসিয়ে শূন্যস্থান পূরণ করতে সপ্ন দেখতে ইচ্ছে হয়, ঠিক তখনি অজস্র ঘুম ভাঙা রাতের শুন্য তার কথা ভেবে থেমে যেতে হয়!!! পৃথিবীর সবচেয়ে বড় যুদ্ধ ক্ষেত্র সম্ভবত নিজের মন। প্রতিদিন প্রতি মুহুর্তে কত হাজারো সপ্ন যে চুরমার হয়ে যায়, কত শত ভয় যে কত সহস্র ইচ্ছেকে পুড়িয়ে ছারখার করে দেয় সেই খবর কেউ রাখে না!!!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.