নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সর্ম্পকে বিবরন দেওয়ার মত তেমন কিছু নেই।শুধু এটুকু বলতে পারি একজন ভাল মনের অধিকারী হিসেবে নিজেকে মনে করি এবং সেটা আজীবন থাকতে চাই>লেখালিখি কারো কাছে নেশা, আর কারো কাছে হয়তোবা পেশা।আর আমি লিখি নিতান্তই শখের বশে, শুধুমাত্র আমার জন্যে।কারণ,এই শব্দর

অশ্রু সিক্ত তোমার স্মৃতি

অশ্রু সিক্ত তোমার স্মৃতি › বিস্তারিত পোস্টঃ

জিবনের শেষ মুহূর্তে বলছি বড্ড বেশী ভালোবাসি তোমায়

০২ রা নভেম্বর, ২০১৭ বিকাল ৫:২৫

প্রতিটা মুহূর্ত আমি বুঝতে পারি যে আমায় তুমি ভালোবাসোনা____
কল্পনার আবেশেই না হয় পেলাম তোমায়___
স্বপ্ন দেখি রোজ নতুন নতুন স্বপ্ন জানতাম বুঝতাম এগুলো সব মিথ্যে___
হোক মিথ্যে তবুও এটা নিয়েই সন্তুষ্ট আমি___
মেঘ সেই কষ্ট জড়ানো রাতের কথা মনে পড়ছে যখন প্রতিটি রাত ফোন নিয়ে বসে থাকতাম তোমার একটা ম্যাসেজের আশায়____
তবুও পেতামনা মাথায় খুব চার পড়তো মুখে রক্ত ওঠে যেত___
তবুও অপেক্ষায় থাকতাম কিন্তু অপ্ক্ষার সমাপ্তি ঘটাতে তুমি আমায় একটুও মনে করতেনা___
খুব কষ্ট হচ্ছে কথাগুলো মনে করে আবার ভালোও লাগছে কারন আমার অপেক্ষার সমাপ্তি ঘটবে মৃত্য দূত আসছে আমায় তার আঁধার বুকের অতলে জড়িয়ে নিতে_____
হাতে আর বেশী সময় নেই জিবনের শেষ মুহূর্তে এসে শেষবারের মতো বলছি___
বড্ড বেশী ভালোবাসি তোমায়___
ভালো থেকেো তুমি

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.