নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সর্ম্পকে বিবরন দেওয়ার মত তেমন কিছু নেই।শুধু এটুকু বলতে পারি একজন ভাল মনের অধিকারী হিসেবে নিজেকে মনে করি এবং সেটা আজীবন থাকতে চাই>লেখালিখি কারো কাছে নেশা, আর কারো কাছে হয়তোবা পেশা।আর আমি লিখি নিতান্তই শখের বশে, শুধুমাত্র আমার জন্যে।কারণ,এই শব্দর

অশ্রু সিক্ত তোমার স্মৃতি

অশ্রু সিক্ত তোমার স্মৃতি › বিস্তারিত পোস্টঃ

অনুভূতি গুলো মূল্যহীন

২৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:২২

হে প্রিয় আত্না, অপেক্ষা করো না। এই মাটির শরীর থেকে বের হয়ে যাও। কেননা শরীর আর আত্না যখন আলাদা হয় তখন আমার হ্রদয় পরিত্রাণ লাভ করে, আকাশে মুক্তির স্বাদ পায়। আমাদের হ্রদয় এক জীবনে হাজার রহস্যে পরিপূর্ণ। আন্তা মাটির দেহ ছেড়ে গেলে আমাদের চোখ সেই কায়ার শোখে অশ্রুসিক্ত হয়, হারানোর কষ্ঠে অধির হয়। পৃথিবীতে ভালোবাসার ছেয়ে মূল্যবান আর কি আছে? ভালবাসা ছাড়া জা কিছু আছে তা সব ক্ষণস্থায়ী ধংশ অবধারিত সব নশ্বর। পৃথিবীতে একমাত্র ভালোবাসাই চির অভিনস্বর।
হে মানব সন্তান পৃথিবীতে জন্ম যেমন সত্য মৃত্যু তেমন অবধারিত। মৃত্যুর স্বাদ না পেলে বেহেশতের সন্ধান ও তুমি পাবে না। দৃষ্টি সীমার মাঝে যা কিছু দেখছ সব কিছু নস্বর, ধংস অনিবার্য। তোমার বেহেস্ত তোমাকেই খুজে নিতে হবে। ভালবাসার ঢানায় ভর দিয়ে উড়ে যায়। ভালবাশার শক্তি প্রবল হলে কনো কষ্ট থাকবে না। পৃথিবীকে দূর থেকে দেখনা কেননা তোমার দৃষ্টি গভিরে আরেক্তা পৃথিবী আছে, যার সম্পর্কে তুমি একে বারে অনভিজ্ঞ। যেদিন তুমি এই পৃথিবীর বুকে চোখ বন্ধ করবে সেই আজানা পৃথিবী তোমার দৃষ্টি গোচর হবে। তোমার এতো দিনের পরিচিত পৃথিবীকে অর্থহীন মনে হবে। তোমার হ্রদয় একটা বন্ধীসালার মত, যেখানে তোমার অনুভূতিকে বন্ধী করে রাখ, যখন অস্তিত্ব বিলীন হয়ে যায় তখন অনুভূতি গুলো মূল্যহীন হয়ে যায়।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.