![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নির্মম ভাগ্যের নিয়তির খেলায় আজ আমি পরাজিত___
প্রদীপের জলন্ত অগ্নি আজ হয়ত নিঃশেষের পথ ধরেছে____
তার পথের সঙ্গী হিসেবে জুড়ে দেবো আমার পরাজিত হৃদস্পন্দন গুলো_
চিরতরে নিঃশেষ হোক পরাজিত হৃদয়ের হেরে যাওয়া স্মৃতিগুলো___
চিরতরে মূছে যাক পরাজিত হৃদয়ের কুড়ে কূড়ে খাওয়া অসম্পূর্ণ গল্পগুলি___
বিদায় জানাই চিরতরে নিয়তির এই হেরে যাওয়া কস্টময় ভূবন___
নিষ্ঠূর নিয়তির শেষ বিজয়ী হাসিটা পরস্পরের হাসার কথা ছিল কিন্তু শেষ হাসিটা তোমারি আপন হল____
তাই আমার এই নিঃসঙ্গ পরাজিত জীবনের সঙ্গী আজ নির্মম নিয়তি যার গন্তব্যেপথ জানা নেয়__
ভাল থাক তুমি ভালো থাকুক পরাজিত জীবনের অসম্পূর্ণ ভালোবাসা_____
প্রদীপের জলন্ত অগ্নি আজ হয়ত নিঃশেষের পথ ধরেছে____
তার পথের সঙ্গী হিসেবে জুড়ে দেবো আমার পরাজিত হৃদস্পন্দন গুলো_
চিরতরে নিঃশেষ হোক পরাজিত হৃদয়ের হেরে যাওয়া স্মৃতিগুলো___
চিরতরে মূছে যাক পরাজিত হৃদয়ের কুড়ে কূড়ে খাওয়া অসম্পূর্ণ গল্পগুলি___
বিদায় জানাই চিরতরে নিয়তির এই হেরে যাওয়া কস্টময় ভূবন___
নিষ্ঠূর নিয়তির শেষ বিজয়ী হাসিটা পরস্পরের হাসার কথা ছিল কিন্তু শেষ হাসিটা তোমারি আপন হল____
তাই আমার এই নিঃসঙ্গ পরাজিত জীবনের সঙ্গী আজ নির্মম নিয়তি যার গন্তব্যেপথ জানা নেয়__
ভাল থাক তুমি ভালো থাকুক পরাজিত জীবনের অসম্পূর্ণ ভালোবাসা__
©somewhere in net ltd.