নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সর্ম্পকে বিবরন দেওয়ার মত তেমন কিছু নেই।শুধু এটুকু বলতে পারি একজন ভাল মনের অধিকারী হিসেবে নিজেকে মনে করি এবং সেটা আজীবন থাকতে চাই>লেখালিখি কারো কাছে নেশা, আর কারো কাছে হয়তোবা পেশা।আর আমি লিখি নিতান্তই শখের বশে, শুধুমাত্র আমার জন্যে।কারণ,এই শব্দর

অশ্রু সিক্ত তোমার স্মৃতি

অশ্রু সিক্ত তোমার স্মৃতি › বিস্তারিত পোস্টঃ

হতাশা আর স্বপ্ন ভাঙ্গার কান্না

২৩ শে মার্চ, ২০১৮ রাত ১১:০৬




প্রতিটি জীবনই ক্ষনে ক্ষনে রং বদলায় এটা জীবনের নিয়ম____
কখনো সুখের রং এ ভাসবে কখনো দুঃখের রং এ ডুববে___
তারপরও আশার লো ফুটবে বলে মানুষ বাঁচবে___
আমি এমন এক জীবনের বাসিন্দা যার জীবনে সেই বহুদূর আগ থেকেই ছেয়ে আছে নিরাশা___
কখনো বদলায় না রং ক্ষনে ক্ষনে ধূসর বর্ণ সে ধরে রেখেছে ছোট্ট বেলা থেকেই___
যতোবার চেয়েছি ভেঙ্গে দিতে পুরাতনকে ততোবার ঘারো কালো আঁধার এসে ঠেলে দিয়েছে ধূসরের বেড়াজালে__________
বারবার জীবন বুজিয়ে দিয়েছে আমাকে সবার জন্য আশার আলো আসেনা সত্যি হয়ে___
কেউ থাকেনা কেউ আঁধার থেকে টেনে তুলতে হাত বাড়িয়ে হতাশায় পূর্ণ জীবন খুঁজেছে স্বান্তনা___
ততোবারই নিরাশায চোখের কোনে ঝড়ে পড়ে বৃষ্টির শ্রাবন ধারা ডুবে থেকে হতাশার আঁধারে কারো আলোতে চেয়েছি ভালো থাকতে____
না বুঝে সে আমাকে নিজেকে রেখেছে লুকিয়ে আজ আশা ভরসা সব কিছু শুন্য__
বেঁচে থাকার রাস্তাটাও হয়ে গেছে ভিন্ন নিরাশা হতাশা আর স্বপ্ন ভাঙ্গার কান্না____
জীবন থেকে জীবনকে করে দিয়েছে ফেরারী কবে নিজেও বুঝিনি আগে আজ জীবন চলছে অন্য এক রং ধারন করে___
যেখানে ধূসর বর্ণটাও হয়ে গেছে ফিকে সময় যতো গড়াবে জীবন ততো পথ হাড়াবে
পথ যতো হাড়াবে জীবন ততো ক্ষত বিক্ষত হবে.জীবন যতো ক্ষত বিক্ষত হবে পৃথিবী ততো তাড়াতাড়ি বিদায় জানাবে____

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.