![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাত্রি ১২ বেজে ১৬ মিনিট__
নিশ্চুপ অদৃশ্য কালো শব্দহীন রাত্রির প্রতিটি প্রহর আমার তোমারি স্মৃতির রাজ্যত্বে__
দুমড়ে মু চড়ে নিয়ে যায় তোমারি পানে অপলকিত উজাড় করা দৃষ্টিতে চেয়ে আছি___
ভয়ংকর ঘাত প্রতিঘাতের বিষ মাখা তীর গুলো এসে বিধছে আমার হৃদয় স্পন্দনে___
অসহনীয় যন্ত্রণাময় কষ্ট নামের সুখ গুলোকে চাপা মাটি দিয়ে দিতে চাই বাস্তবতায়___
দু'টি অশ্রুর নীড় ভাঙ্গা স্রোত আর হৃদয়ে শুরু হওয়া তুফান সফল হতে দেয়না আমায়___
বুকফাটা আর্তনাদ আর উচ্চস্বরে চিৎকার দিয়ে বলে আমি ভুলে যেতে চাই___
আমি ভুলে যেতে চাই তোমায় মস্তিষ্কের সমস্ত শক্তিই বাকহীনতায় শুন্য হয়ে পড়ছে ক্রমানয়ে___
বার বার জয়ী হয়েও হেরে যাচ্ছি সময়ের প্ররোচনায় কাটানো তোমার স্মৃতি গুলির কঠিন নির্মমতার ছোয়ায়___
কষ্ট নেই বলে পথ চললেও চাপা এক ব্যাথা আগলে ধরে নিজেকে___
অশ্রু ফেলতে না চাইলেও নিরব স্থানে অশ্রুর স্রোত বয়ে চলে দিবা রাত্রি__ কখনো তোমায় ভেবে কখনো নিজের ভুল গুলোকে মনে করে__
©somewhere in net ltd.