![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এতো কুৎসিত কেন স্বপ্নের ছবি গুলো নাহ বলবোনা চাপা থাক যেমন অশরীরি আছে ভাবনার অদৃশ্য গহীনে তেমনি থাক____
নাহয় অলিখিত কোন কাব্য জেগে রইবে মনের এক কোনে___
জ্বালাবে জ্বলবে পুড়ে নিঃশেষ হয়ে যাবে নিজে নিজেই____
কোন উপমা দিয়ে সাজবেনা ছাই হয়ে যাওয়া এই অপ্রকাশিত অনুভুতি__ আবার হারিয়েও যেন হারাবে না রয়ে যাবে সূক্ষ একটা কালো দাগ হয়ে জীবন খাতায়____
কালো এই দাগগুলো যেনো এক একটা কৃষ্ঞ্চ গহ্বর চুষে নিতে চায় স্বপ্ন গুলো___
বাড়াতে চায় নিজের জগত হাজারো বন্দি স্বপ্নের মৃত অবশেষ দিয়ে
তাই আজ স্বপ্নেরা জেগে থাকে নির্ঘুম___
জাগিয়ে রাখে দিবা নিশি হয়তো একটু বেখেয়ালে বিলীন হয়ে যাবে নিজের অস্তিত্ব____
কোন এক অদৃশ্য পোড়া স্বপ্নের সূক্ষ কালো রেখায়____
সারাবেলা আবেগহীন অনুভুতিহীন হয়ে থেকে ক্ষনিকের এক চিলতে আবেগে ভেসে যায় সব সাধনা___
হারিয়ে যায় যতনে লালন করা স্বপ্ন এক মূহুর্তে____
আবারো সেই অলিখিত কাব্য রচিত হয় জীবন খাতার কোন এক কোনে__ যেটা অগোচরেই থেকে যায় কিছুটা অবসর___
আবার কিছু নির্ঘুম স্বপ্ন বেচে থাকার আশায় আকড়ে ধরা জীবন নামের ডায়রীর প্রতিটি পৃষ্ঠা__
আমরা নগন্য মানুষ কখনই জানতে পারিনা জীবন খাতার কতটি পৃষ্টা কতটি পূর্ন্য হয়েছে আর কতটি অবশিষ্ট আছে___
যেদিন জানতে পারবো সেদিন নিজেই হারিয়ে যাবো অন্ধকারে অন্তহীন কোন সূদূরে___
©somewhere in net ltd.