নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সর্ম্পকে বিবরন দেওয়ার মত তেমন কিছু নেই।শুধু এটুকু বলতে পারি একজন ভাল মনের অধিকারী হিসেবে নিজেকে মনে করি এবং সেটা আজীবন থাকতে চাই>লেখালিখি কারো কাছে নেশা, আর কারো কাছে হয়তোবা পেশা।আর আমি লিখি নিতান্তই শখের বশে, শুধুমাত্র আমার জন্যে।কারণ,এই শব্দর

অশ্রু সিক্ত তোমার স্মৃতি

অশ্রু সিক্ত তোমার স্মৃতি › বিস্তারিত পোস্টঃ

কি অপরাধ করেছি আমি

২১ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৪৮



নিশ্চুপ হয়ে গেছে আমার পৃথিবী____
চলে গেছো তুমি রয়ে গেছে বিচ্ছিন্নতার সাক্ষর_______
ভেঙে গেছে মন চূর্ন হয়েছে বন্ধন মর মর আহত হৃদয়____
আঘাতে আঘাতে আহত হৃদয় ডুকরে ডুকরে নিঃশব্দে কেদেঁছে কতো____
মাঝে মাঝে বুকের ঠিক মাঝখানটায় খুব করে খনন রিক্ততা এনে দেয় আহত আবেগ____
লাগামহীন ক্রন্দন ব্যথাময় মনের ক্ষিপ্ত অশ্রু বিজলীর ক্রোধের দাবানল আছড়ে আছড়ে পরে আহত হৃদয়ে___
নিদারুন যন্ত্রনায় কেদেঁ কেদেঁ রোজ নিজস্ব বৃত্তের মধ্যে এক নিঃসঙ্গ আগন্তুক পরাজিত এই আমি ব্যর্থতার গ্লানি নিয়ে বেচেঁ আছি আজ ক্ষত বিক্ষত আহত হৃদয়ে____
ঘোর অন্ধকারে বিষাদের অস্তাচলে হু হু করা আর্তনাদ আর নিদারুন চিৎকার মনের গহিনের চার দেয়ালেই আছড়ে খায় গড়াগড়ি_____
বেচেঁ থেকেও যেনো জীবন্ত এক লাশের প্রমান আমি এবার যে মুক্তির অপেক্ষায়____
প্রতিমুহুর্ত আহত মনের আত্নচিৎকার আর্তনাদ করে বলে উঠে
কি অপরাধ করেছি আমি___

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৬ শে মে, ২০১৮ সকাল ১১:৫৮

বিজন রয় বলেছেন: আপনি ভাল লেখেন।
কিন্তু ব্লগিংটা আরো একটিভভাবে করলে তো ভাল হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.