![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জ্বলন্ত বাতিটাকে দূর থেকেও দেখা যায়___
কিন্তু দুর্ভাগ্যবশত অন্ধরা বাতিটার কাছে থাকলেও তার এক ফোটা আলো খুঁজে পায় না__
ভালবাসার রঙ্গিন আলোর পাশেই আছে রঙ্গহীন কালো অন্ধকারও___
তার জ্বলন্ত চিমনীতে সে পোড়ায় ভালবাসার গভীর ক্ষত___
পুড়িয়ে দেয় আনন্দ জোয়ারে ভাসতে থাকা অরক্ষিত স্বাস্পর্ধ্য ভালবাসার তুমুল আবেগ পোড়ায় ভুল ভালবাসার রক্তপরশ___
তবু ভালবাসে মন ভুলে যায় পোড়া আগুনের ক্ষত___
ভালবাসার স্রোতে হারানো হৃদয় যেন ব্যাথার স্রোতে নিজেকে পুনর্বার হারাতে শেখায়___
তবু হারিয়ে যায় না অনন্ত বিস্মৃতিতে তবু আঁকড়ে রাখে তুচ্ছ প্রাণহীন স্মৃতির পাহাড়__
তবু ভালবাসে ভুলকরে ভুলভাবে ভালবাসে অনন্ত না পাওয়ার জ্বলন্ত ক্ষতকে___
©somewhere in net ltd.