![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব সময় জীবনটাকে সাদামাটা রাখি এই ভেবে যে জীবন থেকে যত বেশী জটিলতামুক্ত রাখতে পারব ততই ভাল________
এইসুবুদ্ধিটা উদয়ের পর থেকে যখনই একটা শান্তির ঘুমের প্রতিক্ষায় থাকি__________
তখনই অপ্রাপ্তি আক্ষেপ আর হতাশা নামক অদৃশ্য এবং অস্তিত্বশীল বস্তুর কাছে আমি হেরে যাই________
এই যে প্রথমবার হেরেছি তা কিন্তু নয় আমাকে হারতে হয়েছে অজস্রবার_______
মন খারাপের রাতগুলোতে মাথায় এমন অজস্র চিন্তা উঁকি ঝুঁকি দেয় একটা সময় চিন্তাগুলো জট পাকতে শুরুকরে________
আচমকা শুরু হয়ে যায় স্মৃতিচারণের খেলা পুরনো সব দিনের স্মৃতি চোখের সামনে ভাসতে থাকে________
যখনই চেষ্টা করি ভালো স্মৃতিগুলো আর জীবনের সীমিত প্রাপ্তিগুলো নিয়ে পথ চলার___________
তখনই হতাশার ধুম্রজালে অপ্রাপ্তির আক্ষেপে আবৃত পথটা খুব ভঙ্গুর হয়ে যায়_________
জীবন আসলে কি জীবন আসলেই চাওয়া পাওয়া আর পাওয়া না পাওয়ার এক হালখাতা_______
সেই হিসেবের খাতায় দিন শেষে প্রতিনিয়ত কাঁটাকুটি করে যাচ্ছি আচ্ছা এই রাতগুলো এত দীর্ঘ হয় কেনো________
কেনো এই দীর্ঘ রাতগুলোও স্মৃতি হয়ে যায় যদিও দুঃস্মৃতি তারপরেও শুধুমাত্র একারণেই আজকাল আর মন খারাপকে ভয় পাই না_____
কারণ মেনে নিয়েছি জীবন এমনই_____
©somewhere in net ltd.