![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্ন গুলো মলিন হয়ে পরে থাকে হৃদয়ের রাজ পথে_____
ওরা কেঁদে যাবে পাঁজরের ভাঁজে ভাঁজে_____
হয়তো একদিন কাঁদতে কাঁদতে ওরাও হারিয়ে যাবে____
শুধু রেখে যায় ভালোবাসা নামের এক অপ্রাপ্তির শেষ কিছু চিহ্ন___
নিস্তব্দ বিকেলগুলি ব্যার্থতার দায়ে একটু বেশিই বেদনাময়________
নিরব সেই গুমহীন রাতগুলো থেকেও বেশি বেদনাময়_______
বিকেল গুলোর ভেতরে লুকিয়ে থাকে কতো শতো স্মৃতি_____
মান অভিমান না বলা কথা মিশে থাকে প্রিয়জনদের হাসিমাখা মায়াবি মুখখানি আরো থাকে তাদের দেওয়া দুঃখ কষ্টগুলো____
একদিন এসব কিছু দিয়ে তারা চলে যায় অপরিমিত দুরত্বে____
কিছুই করার থাকেনা চেয়ে চেয়ে দেখতে হয় চলে যাওয়ার দৃশ্যগুলো__
তখন চাওয়া থাকে একটাই যেনো ভালোথাকে প্রিয়মানুষটা তারা যখন অন্যের হয়ে যায় তখনো চেয়ে থাকতে হয়____
ভালোথাকুক প্রিয়জনরা____
©somewhere in net ltd.