নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সর্ম্পকে বিবরন দেওয়ার মত তেমন কিছু নেই।শুধু এটুকু বলতে পারি একজন ভাল মনের অধিকারী হিসেবে নিজেকে মনে করি এবং সেটা আজীবন থাকতে চাই>লেখালিখি কারো কাছে নেশা, আর কারো কাছে হয়তোবা পেশা।আর আমি লিখি নিতান্তই শখের বশে, শুধুমাত্র আমার জন্যে।কারণ,এই শব্দর

অশ্রু সিক্ত তোমার স্মৃতি

অশ্রু সিক্ত তোমার স্মৃতি › বিস্তারিত পোস্টঃ

হারানোর কষ্ট কি একান্ত আমাকেই সইতে হবে

১১ ই আগস্ট, ২০১৮ রাত ১১:০৪





শেষ কবে কেঁদেছি মনে নেই অনেকবার কান্নার চেষ্টা করেও কাঁদতে পারিনি হয়তো চক্ষু লজ্জায় শুনেছি পুরুষ মানুষের নাকি কাঁদতে নেই___
আচ্ছা পুরুষদের কি মন নেই তাদের মনে কি কষ্ট থাকতে নেই____
যদি থাকে তাহলে তাদের কষ্ট গুলো নিবারণ করার কি অন্য কোন পন্থা আছে থাকলেও আমার জানা নেই____
আজকে ইচ্ছে করছে কাঁদতে অনেক চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে ইচ্ছে করছে___
চিৎকার করে বলি সব কষ্ট কি একান্ত আমার জন্য সৃষ্টি হয়েছে হতাশা আর ব্যর্থতা কি একান্ত আমার জন্য_____
সব ত্যাগ কি আমাকেই স্বীকার করতে হবে আমার চাওয়া পাওয়ার কি কোন মূল্য নেই হারানোর কষ্ট কি একান্ত আমাকেই সইতে হবে____
একটি সুখের গল্প লিখবো বলে তোমায় ভালোবেসে ছিলাম ভুলে গিয়েছিলাম সবার কপালে সুখ সয় না____
আর আমিও যে তেমন একজন অভাগা তা ভুলে গিয়েছিলাম রঙিন স্বপ্ন দেখেছি তোমাকে নিয়ে নিজেকে সম্পূর্ণ তোমার নামে লিখে দিয়েছি ভাবনা জুড়ে তোমাকে রেখেছি সারাটিক্ষন _____
শত ব্যস্ত হলেও সময়টা তোমার জন্য রেখেছি, কখনো ক্লান্ত হইনি তোমাকে ভালোবাসতে সব সময় আগলে রাখতে চেয়েছি বিনিময়ে কি পাবো তার হিসাব করিনি___
আজ ভালোবাসা থেকেও আমাকে বঞ্চিত করলে আমি তোমার কে সত্যি তো আমি তোমার কে অচেনা অজানা এক পথিক আমি একটু আশ্রয় দিয়েছো এটাই তো অনেক কিছু___
তার বিনিয়ময়ে আমি নির্বোধের মত তোমার ভালোবাসা ছেয়েছি____
আমি নির্বোধ অকৃতজ্ঞ, সত্যি আমি অনেক খারাপ____
এই খারাপ ছেলেটি আর থাকবে না তোমার রঙিন পৃথিবিতে আর কখনো আসার সাহস দেখাবে না___
আর বার বার কল দিয়ে বিরক্ত করবে না কখনো আর নিজের ছায়াটা
দেখাবে না____
কখনো যদি নিজের অজান্তে খুব বেশি কষ্ট দিয়ে থাকি ক্ষমা করে দিও আর না হয় খারাপ ছেলেটিকে আরো বেশি করে ঘৃর্ণা করো____
অনেক কথা বলার ছিলো অসমাপ্ত কথা গুলো নিয়ে বিদায় জানালাম তোমায় ভালো থেকো সুখে থেকো_____

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.