![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এখন আর অশ্রু ঝরে পড়ে না দু চোখ বেয়ে___
যত ছবি আঁকা ছিল স্মৃতির দেয়ালে আজ তার সবটুকুই যে মুছে গেছে তোমার দেয়া ব্যথাগুলো সহ্য করে করে___
কষ্টের মায়া জালে হৃদয়টা হয়ে গেছে পাথুরে___
আমি কষ্টকে খুব কাছে থেকেই বারবার দেখেছি____
দেখেছি কষ্টগুলো গভির রাতে কিভাবে মনের জানালায় উকি মারে____
আমি খুব আপন মানুষগুলোকেই হঠাত্ করে বদলে যেতে দেখেছি____ দেখেছি তাদের রঙ রূপ কিভাবে হঠাত্ করে পাল্টাতে পারে____
জীবন নামের পথটায় অনেক হেটেছি তাই আজ মনে হচ্ছে খুব ক্লান্ত হয়ে গেছি এই আমি____
রাতের গভীরে যখন মানুষ স্বপ্নের বিলাসবহুল দেশে পারি জমায় তখন দেখেছি অনেক তারাকে যারা রাতের গভীরে কিছু জালাময় স্মৃতির তারনায় হুহু করে কাদে____
তাই আজ কষ্টগুলোকে কেন যেন কষ্ট মনে হয় না মনে হয় এটাই বাস্তব এটাই আসল এটাই স্বাভাবিক___
©somewhere in net ltd.