![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
করিডোর বেয়ে মৃত্যুরা ঘোরাফেরা করে স্বপ্নগুলো মৃত___
তোমায় এখনো ভালোবাসি যত্ন করে রেখে দেওয়া স্মৃতির পাতায়___
যেখানে আমার সকল চাহিদার সমাপ্তি ঘটে তোমার অভিযোগহীন চূড়ান্ত মৌনতায়____
কখনো হয়তো এই অদৃশ্য তুমিও বিলীন হয়ে যাবে নির্দ্বিধায়___
ভেজা মেঘের মতো দিনভর বুকে চাপা কোনো ব্যথা নিয়ে দিন শেষের অপেক্ষায় কেউ হয়তো ক্ষণ গুনে ভাবে কখন শেষ হবে আজকের এই বিষাক্ত দিন____
চাপা কোনো অভিমানে ক্ষনে ক্ষনে গর্জে উঠে অগ্নিগিরি নিরবে নিভৃত্বে শব্দহীন বর্নহীন তরল পদার্থ চোখ থেকে গড়িয়ে পরে___
কেউ জানেনা জানতেও পারেনা ভেতরে রক্তাক্ত ক্ষত বিক্ষত হওয়া বিষাক্ত যন্তনার দিনের বা রাতের মুহূর্তগুলি___
©somewhere in net ltd.