![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যখন স্মৃতি গুলো জ্যোৎস্নার সাথে ঝরে পড়ে_____
তখন কে ঘুমায় কে একা নিঃসঙ্গ বসে অশ্রুপাত করে_____
তখন আমার স্বপ্ন লুট হয়ে যায়,আমার কন্ঠ বাজেয়াপ্ত করে নিয়ে যায় সে___
আজ বিষাদ ছুঁয়েছে বুক____
মন ভালো নেই কিছু ভালো নেই আমি আজ তাদের দলে যারা
সত্যি খুব অসহায়_____
তাদের ভালোলাগা মন্দলাগা ব্যথা বেদনা গুলো বলার মত কেউ থাকে না____
তাদের কিছু অবাক্ত কথা মনের গভীরেই রয়ে যায় আর কিছু কিছু স্মৃতি এক সময় পরিনত হয় দীর্ঘশ্বাসে আর এক কোটি বছর ধরে অশ্রুপাত
শুধু হাহাকার_____
শুধু শূন্যতা শূন্যতা তবু বেচে আছি বেচে থাকতে হয় পৃথিবীতে কিছু কিছু মানুষ সম্ভবত কষ্ট পাবার জন্যই জন্মায় টাকা পয়সার কষ্ট নয় - মানসিক কষ্ট__
©somewhere in net ltd.