নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সর্ম্পকে বিবরন দেওয়ার মত তেমন কিছু নেই।শুধু এটুকু বলতে পারি একজন ভাল মনের অধিকারী হিসেবে নিজেকে মনে করি এবং সেটা আজীবন থাকতে চাই>লেখালিখি কারো কাছে নেশা, আর কারো কাছে হয়তোবা পেশা।আর আমি লিখি নিতান্তই শখের বশে, শুধুমাত্র আমার জন্যে।কারণ,এই শব্দর

অশ্রু সিক্ত তোমার স্মৃতি

অশ্রু সিক্ত তোমার স্মৃতি › বিস্তারিত পোস্টঃ

নিঃশব্দ শব্দ

০২ রা নভেম্বর, ২০১৮ রাত ১০:০৪



একাকীত্ব রাতের বিষন্ন নির্জনতায় প্রতিটি নিঃশ্বাসে তোমার সম্মূখগামী__
পায়ের নিঃশব্দ শব্দ এখন জাগিয়ে রাখে আমায় অতন্দ্র প্রহরীর মত___
বুকের খাঁচাগুলো তোলপাড় হয়ে দুমরে পরে তোমার লাল চরণের প্রসস্থ পাতায়___
রক্তাভ নখরের পর্দায় ভেসে ওঠে আমার বিমুর্ত সময়ের নিরব কান্না ভেজা চোখ___
আবেগের স্রোতে বিরহি অনুভূতিগুলো আছরে মরে তোমার আঙিনার ধূলি ধবলে____
বিশ্বাসের সমুদ্র অতলে রক্ষিত প্রেমাণুতে দানাবাঁধা ভালবাসা গুলো বড় অসহায়___
উষ্ণ আলিঙ্গনে হৃৎপিণ্ডের গতিময় রক্তপ্রবাহের উল্লাসিত বুকের ওঠা নামা
কখনও অনুভব করেছ তুমি___
কষ্টের নোনা প্রবাহে চোখের নদী নাশারন্ধ্রের সমুদ্র প্রবাহ বাঁধ ভাঙ্গা স্রোত
একটি আত্মার খরস্রোত ঢেউয়ের ক্ষত গভীরতা অনুভব করতে পার তুমি___
স্রোতের ধাক্কায় পথ চলার আর্তি কখনও স্পর্শ করেনি তোমায়___
কি করে বুঝবে এসব অনর্থক কথার অন্তর পোড়া কালো ধোঁয়ার নিঃশব্দ শব্দ___
এভাবেই আলোর আড়ালে আলোর কান্না আঁধারে মিলায় অনন্ত স্বকীয়তায়____
.

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.