![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময়টা যে আমার এলো মেলো কালো অন্ধকার রাতের মত যেন চারপাশ আঁধারে গিরে রেখেছে আমায়___
আমার যে নেই কোন ঠিকানা আমি যে এক শূন্য মানব___
বিকেল গুলো ছুঁয়ে দেখার আগেই টুপ করে সন্ধ্যা নামে____
আঁধারের সাথেই নেমে আসে নীরবতা____
গহীনে রাখা স্বপ্নগুলো অন্ধকারে অনবরত ছুটোছুটি করলেও সেগুলোকে ছুঁয়ে দেখার ইচ্ছে জাগেনা____
নিস্তব্ধ নীরব আঁধারে নিমগ্ন হয়ে হারিয়ে যেতে ইচ্ছে করে____
যেখানে হয়তো আমিই আমাকে খুঁজে পাবো না____
©somewhere in net ltd.