![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হয়তো কখনো বুঝবেনা আমার কষ্ট নিদ্রাহীন এক একটি রাত কতটা দীর্ঘ________
পৃথিবী ঘুমায় শুধু জেগে থাকি আমি রাতের সাথে দীর্ঘ মিতালী শূন্যতার
হেঁটে চলা পায়ের শব্দে ক্লান্ত প্রহর সময়ের স্মৃতি জুড়ে ধুলোপড়া মুখ___
ক্ষণিকের অতিথি যখন হৃদয়ের স্পন্দন ফিরে যাওয়ার ক্ষণে গোধূলীর আবরণ____
তুমি যেন সন্ধ্যার ঝাপসা ছবি ছিঁড়ে গেলো বাঁধনের সবগুলো তার
দীর্ঘশ্বাসের ছটফট তুমিহীন বেঁচে থাকা______
ফিরে আসবে ভেবে বারবার ফিরে দেখা জানি হবে না কখনো তুমিময় কোনো ভোর____
হৃদয় চিৎকার করে বলে যায় তুমি স্বার্থপর___
©somewhere in net ltd.