|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 নাহল তরকারি
নাহল তরকারি
	আমি ধার্মিক। আমি সব কিছু ধর্মগ্রন্থ অনুযায়ী বিচার বিশ্রেশণ করি। আমি সামাজিক রীতিনীতি, সমাজিক কু সংস্কার, আবেগ দিয়ে কোন কিছু বিচার করি না।

এই খানে কতই না ব্লগ পড়েছেন। আজ না হয় সিনেমার গল্প পড়ুন। গল্পে থাকছে নায়ক জসিম। ভিলেন নাসির।  
 
  
 
  
 
ছবি শুরু। 
একদেশে ছিলো এক নায়ক। তার নাম জসিম। সে মেধাবী এবং সৎ। তার চাকরি হচ্ছিলো না। কেউ তাবে পরামর্শ দেয় বিসিএস পরীক্ষা দেবার। সে বিসিএস ক্যাডার হয়ে উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা। তার ভাই, বাপ্পা রাজ। 
বাপ্পা রাজ বিয়ে করেন। কিন্তু সেই সংসার বেশীদিন টিবে নাই। কারন ভিলেন নাসির (ছবির একজন ভিলেন নাসির) তার বউকে নিয়ে পারিয়ে যায়। সেই দুঃখে বিদেশী বতলজাত শরবত খাচ্ছিলো। 
এই ২০০৭ সালে তত্বাবধায়ক এর আমলে জসিম মিথ্যা মায়লায় জেলে যায়। 
এসব দেখে টাইম ট্রাবল করে জসিমের ছেলে ২০ বছর আগে জসিমের বিসিএস এপ্লাই এর ২০ দিন আগে যাগে পৌছে। এবং তাকে একটি লটারি কিনে দেয়। তারপর জসিম লটারি জিতে এক কোটি টাকা পায়। 
   
 
সেই টাকা দিয়ে সাবানা একটি ফ্যাকটরি বানায়। কাপরের ফ্যাকটরি। সেখানে হাজার হজার গার্মেস কর্মী কাজ করতো। তারপর পরের মাসে সেই লাভের টাকা দিয়ে সেলাই মেশিনের ফ্যাক্টনি দেয়। 
তারপর জসিমের ছেলে তার চাচা বাপ্পা রাজ কে শাবনূরের সাথে বিয়ে দেয়। সেই বউ নেয় বাপ্পরাজ ছেকা থায় নি। 
তারপর সেই ছেলে নিজ টাইমে ফিরে আসে।
তারপর আবার সে অতীতে যায়। তারপর  সে দেখে নানার সাথে তার পিতার কথা হচ্ছে। ঠিক এরকম। “আমার মেয়েকে বিয়ে কারর জন্য কি আছে তুমার? আমরা গরিব হতে পারি। আমাদের প্রেম, খাটি প্রেম।” ইত্যাদি ইত্যাদি। 
তারপর কিছুদিন পরের তারিখে যায়। সে দেখে খল নায়ক নাসির তার পিতা মানে জসিম কে আটকে রাখছে। আর বলছে “দলিলে সই কর। আজ থেকে ২০ বছর আছে..” ইত্যাদি ইত্যাদি। মারামারি শেষে পুলিশ আসে। 
তারপর সেই ছেলে অতীত থেকে তার নিজ সময়ে আসে। 
সিনেমা শেষ।
 ৯ টি
    	৯ টি    	 +১/-০
    	+১/-০২|  ০৯ ই অক্টোবর, ২০২১  বিকাল ৪:২৩
০৯ ই অক্টোবর, ২০২১  বিকাল ৪:২৩
ইমরোজ৭৫ বলেছেন: বাংলা ফিল্মে সর্বপ্রথম টাইম ট্রাবল আপনার এখানে।
৩|  ০৯ ই অক্টোবর, ২০২১  বিকাল ৫:৩৭
০৯ ই অক্টোবর, ২০২১  বিকাল ৫:৩৭
ইসিয়াক বলেছেন: ইমরোজ  ভাইয়া,
মল্টিনিক ব্যপারটা এত তাড়াতাড়ি প্রয়োগ করলে চলবে কি করে? 
  ০৯ ই অক্টোবর, ২০২১  রাত ৯:৪৬
০৯ ই অক্টোবর, ২০২১  রাত ৯:৪৬
নাহল তরকারি বলেছেন: মাল্টিনিক কি?
৪|  ০৯ ই অক্টোবর, ২০২১  বিকাল ৫:৪১
০৯ ই অক্টোবর, ২০২১  বিকাল ৫:৪১
সাগর শরীফ বলেছেন: অ্যাহ্ !  
  ১১ ই অক্টোবর, ২০২১  রাত ৯:৫১
১১ ই অক্টোবর, ২০২১  রাত ৯:৫১
নাহল তরকারি বলেছেন: ধন্যবাদ।
৫|  ১০ ই অক্টোবর, ২০২১  সকাল ১১:১০
১০ ই অক্টোবর, ২০২১  সকাল ১১:১০
রানার ব্লগ বলেছেন: এক্সান রিপ্লের বাংলা ভার্শান !!!!
  ১১ ই অক্টোবর, ২০২১  রাত ৯:৫১
১১ ই অক্টোবর, ২০২১  রাত ৯:৫১
নাহল তরকারি বলেছেন: আমার সিনেমাতে জসিমের চাকরি, বাপ্পার ছ্যাকা, ভিলেন নাছিরের কর্মকান্ড আছে।
৬|  ১১ ই অক্টোবর, ২০২১  সকাল ১০:০১
১১ ই অক্টোবর, ২০২১  সকাল ১০:০১
বংগল কক বলেছেন: বাংলা ছিঃনেমা = নাহল আর্ট 
লেখক "নাহল তরকারি"
জটিল হইছে !!!!!!!
©somewhere in net ltd.
১| ০৯ ই অক্টোবর, ২০২১  বিকাল ৩:১৪
০৯ ই অক্টোবর, ২০২১  বিকাল ৩:১৪
আলমগীর সরকার লিটন বলেছেন: সত্যই ত একটা সিনেমা দেখলাম--------