নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ঘুরতে ভালোবাসি। আমি খুব নেট পাগল। আমি নবম শ্রেণী থেকে অনার্স পযর্ন্ত নানী বাড়িতে ছিলাম।

নাহল তরকারি

আমি ধার্মিক। আমি সব কিছু ধর্মগ্রন্থ অনুযায়ী বিচার বিশ্রেশণ করি। আমি সামাজিক রীতিনীতি, সমাজিক কু সংস্কার, আবেগ দিয়ে কোন কিছু বিচার করি না।

নাহল তরকারি › বিস্তারিত পোস্টঃ

The QR Code.

১০ ই অক্টোবর, ২০২১ দুপুর ১২:১৯


QR Code একটি অদ্ভুত জিনিস। আমি ইহার সাথে পরিচিত হয় ২০১৭ সালে। এই QR Code এর সাথে পরিচিত হবার পর থেকে আমার খালি QR Code স্ক্যান করতে মনে চাইতো।

QR Code ছিলো আমার অনার্স রেজিষ্ট্রেশন কার্ড এ, এবং প্রবেশপত্র তে।

ট্রেনের অনলাইন টিকেটেও কিন্তু QR Code আছে।

QR Code আমাদের জীবন পরোক্ষভাবে সহজ করে দিছে।

মন্তব্য ১৯ টি রেটিং +১/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ১০ ই অক্টোবর, ২০২১ দুপুর ১২:২৬

জুল ভার্ন বলেছেন: কিউ আর কোড নামে কি?

১০ ই অক্টোবর, ২০২১ দুপুর ২:৪০

নাহল তরকারি বলেছেন: এটা বার কোড এর বিকল্প।

২| ১০ ই অক্টোবর, ২০২১ দুপুর ১২:৪৯

যায়েদ আল হাসান বলেছেন: অল্প কথায় সুন্দর পোস্ট।

১০ ই অক্টোবর, ২০২১ দুপুর ২:৪০

নাহল তরকারি বলেছেন: ধন্যবাদ।

৩| ১০ ই অক্টোবর, ২০২১ দুপুর ১:০৬

যায়েদ আল হাসান বলেছেন: QR Code হচ্ছে দ্রুত প্রতিক্রিয়া / তথ্য প্রদানকারী কোড। জাপানের একটি অটোমোটভ কোম্পানি এটি উদ্ভাবন করে ১৯৯৪ সালে।

৪| ১০ ই অক্টোবর, ২০২১ দুপুর ১:০৭

যায়েদ আল হাসান বলেছেন: QR Code : Quick Respnonsive Code

৫| ১০ ই অক্টোবর, ২০২১ দুপুর ১:৫৫

মরুভূমির জলদস্যু বলেছেন: এইগুলিকে ব্লগ বলে?

১০ ই অক্টোবর, ২০২১ দুপুর ২:৪২

নাহল তরকারি বলেছেন: ব্লগ তো ব্লগ ই।

৬| ১০ ই অক্টোবর, ২০২১ দুপুর ২:১৭

ইসিয়াক বলেছেন: যে কোন বিষয়ে একটু বিস্তারিত লিখবেন। প্রেজেন্টেশন যেন সুন্দর খেয়াল রাখবেন।অন্য ব্লগাররা কিভাবে আর্টিকেল বা ব্লগ লেখে একটু খেয়াল করুন। আশা করি তাহলে বুঝতে পারবেন।
হ্যপি ব্লগিং

১০ ই অক্টোবর, ২০২১ দুপুর ২:৪৪

নাহল তরকারি বলেছেন: আচ্ছা ভাই। সমস্যা নাই। আমি আরো বিস্তারিত ভাবে লেখার চেষ্টা করিব। লেখা বেশী বড় করি না। কারন বড় লেখে পড়তে অনেকে ধৈয্য নিয়ে পড়তে পারেন না।

৭| ১০ ই অক্টোবর, ২০২১ দুপুর ২:৩২

ইসিয়াক বলেছেন: প্রিয় ইমরোজ ভাই,
নাহল তরকারি , এই 'নাহল' মানে কি? তবে যাই বলেন আপনার নিকটা বেশ আনকমন। আমার কাছে আপনার নিকটা বেশ মজার মনে হয়।এমন করে লিখছি বলে আবার রাগ করবেন না যেন। আপনি নিজেও নিশ্চয় খুব মজার মানুষ। আর হ্যাঁ সবার কমেন্টের উত্তর দিবেন।এতে আপনার ব্লগিং এর সৌন্দর্য আরও বৃদ্ধি পাবে।

শুভকামনা রইল।

১০ ই অক্টোবর, ২০২১ দুপুর ২:৪৫

নাহল তরকারি বলেছেন: ধন্যবাদ ভাই সাহেব।

৮| ১০ ই অক্টোবর, ২০২১ বিকাল ৪:০৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: নাহল তরকারি নামের পিছনে যৌক্তিক কারণ কী?

১০ ই অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৭:৪৫

নাহল তরকারি বলেছেন: কোন যুক্তি নাই।

৯| ১০ ই অক্টোবর, ২০২১ রাত ১১:১৯

ঋণাত্মক শূণ্য বলেছেন: ফেসবুকের আগামাথাহীন কুট্টি এক-একটা পোষ্ট থেকে বাঁচতে ব্লগে আসি....... সেখানেও ফেসবুকের মত অবস্থা!

১১ ই অক্টোবর, ২০২১ সকাল ৭:০৩

নাহল তরকারি বলেছেন: আমার লেখাতে কি কোন তথ্য Missing আছে?

১০| ১১ ই অক্টোবর, ২০২১ সকাল ৯:৫১

বংগল কক বলেছেন: "নাহল তরকারি" মানে হল উনি তরকারি না হইলেও মাইন্ড করেন না, তরকারি ছাড়া শুধু ভাত খাইতে পারেন। অত্যন্ত বিনয় এবং ধৈর্য..........

১১| ১১ ই অক্টোবর, ২০২১ সকাল ৯:৫৪

বংগল কক বলেছেন: "আমি ইহার সাথে পরিচিত হয়" - ব্লগে এই ধরণের বাক্য লেখার নেতৃত্ব দেন গাজি সাহেব। এই ধরণের ভূল এবং কিছুটা আজগুবি বাক্য বাংলা ব্লগে নতুন মাত্রা যোগ করছে।

১২| ১১ ই অক্টোবর, ২০২১ সকাল ১০:৩৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আরও বিস্তারিত ও তথ্যবহুল হওয়া প্রয়োজন ছিল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.