নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ঘুরতে ভালোবাসি। আমি খুব নেট পাগল। আমি নবম শ্রেণী থেকে অনার্স পযর্ন্ত নানী বাড়িতে ছিলাম।

নাহল তরকারি

আমি ধার্মিক। আমি সব কিছু ধর্মগ্রন্থ অনুযায়ী বিচার বিশ্রেশণ করি। আমি সামাজিক রীতিনীতি, সমাজিক কু সংস্কার, আবেগ দিয়ে কোন কিছু বিচার করি না।

নাহল তরকারি › বিস্তারিত পোস্টঃ

একটি বাড়ি এবং শেষ ঠিকানা

২৭ শে অক্টোবর, ২০২১ দুপুর ১২:৩১



মানুষ সামাজি জীব। সমাজ ছাড়া মানুষ বাচতে পারে না। আগে মানুষ গুহার মধ্যে বসবাস করিতেন। গুহাতে যখন তাদের স্থান সংকোলন না হওয়তে তারা সমতলে এসে বাড়ি বানানো শিখলো।

কালের বিবর্তনে উচু উচু অট্টালিকা বানাতে লাগলো।



তবে আমার ব্যাক্তিগত ভাবে উচু উচু দালান ভালো লাগে না। আমার ভালো লাগে একটি নিরিবিলি পরিবেশ। গাছ গাছালি থাকবে। বাগান থাকবে। একটি একটি বাড়ি থাকভে। যেখানে আমরা শান্তি তে থাকবে।

ঢাকাতে যখন কোচিং করতাম তখন ঢাকাতে তেমন ভালো লাগতো না। বৃহস্পতিবার যখন বাড়িতে যেতাম তখন খুব ভালো লাগতো। তখন খুব মজা লাগতো। নিজের বাড়ি তো নিজের বাড়িই।

=> ২০২০ সালের শেষের দিকে আমার আব্বু চুয়াডাঙ্গা থেকে গাইবান্ধা বদলী হয়। চুয়াডাঙ্গা থেকে চলে আসার সময় সেই স্টাফ কোয়ার্টার
এর জন্য মনটা খারাপ লাগতে ছিলো। বিশেষ করে চলে আসার আগের দিন রাত্রে সেই সরকারি কোয়ার্টারের জন্য যেই মায়া লাগতেছিলো যা বলার বাহিরে।

যাই হউক। আপনাদেরও হয়তো বাড়ি সম্পর্কে নানা রকম ফ্যান্টাসি আছে। কল্পনা করুন সেগুলো।

মন্তব্য ৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৭ শে অক্টোবর, ২০২১ দুপুর ১২:৫৪

মহাজাগতিক চিন্তা বলেছেন: পিতার পরিবার যেমন নিজের পরিবার মনে হত, নিজের পরিবার তেমন নিজের পরিবার মনে হয় না। মাথার উপর সে পুরনো ছাতাটা এখন আর নেই, উল্টো নিজেই এখন অন্যের ছাতা হয়ে আছি। আমি সরে গেলেই ওদের কি হবে সেই ভাবনায় অস্থির থাকি। যেমন এককালে আমার মাতা-পিতা আমার ভাবনায় অস্থির থাকতেন। এখন তারা নেই, তাই তাদের ভাবনাও নেই। এখন আমি আছি সেজন্য ভাবনা এখন আমার নিত্য সাথী।

২৭ শে অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৬:২১

নাহল তরকারি বলেছেন: ঠিকই বলেছেন। পিতার দায়িত্ব পালন করা খুব কষ্টের। অনেক শখ, আনন্দ বির্সজন দিতে হয়।

২| ২৭ শে অক্টোবর, ২০২১ দুপুর ২:৫১

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভালো লাগলো পোস্ট

২৭ শে অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৬:২২

নাহল তরকারি বলেছেন: ধন্যবাদ।

৩| ২৭ শে অক্টোবর, ২০২১ বিকাল ৪:০৮

মরুভূমির জলদস্যু বলেছেন: আমার আদিতে যে বাড়ি ছিলো এখনো সেখানেই থাকি, তবে বাড়ির রূপ পালটিয়েছে। আগামীতে আরো পালটাবে।

২৭ শে অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৬:২২

নাহল তরকারি বলেছেন: ডিজাইন পাল্টায়।

৪| ২৭ শে অক্টোবর, ২০২১ রাত ১১:৩৭

রাজীব নুর বলেছেন: লোকে বলে, বলেরে ঘর বাড়ি ভালা না আমার
ভালো কইরা ঘর বানাইয়া কয়দিন থাকমু আর।

আসল বাড়ি হলো কবর।

৫| ২৮ শে অক্টোবর, ২০২১ দুপুর ১:১১

রানার ব্লগ বলেছেন: আমি আবার যেখানে রাইত সেই খানেই কাইত !!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.