নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ঘুরতে ভালোবাসি। আমি খুব নেট পাগল। আমি নবম শ্রেণী থেকে অনার্স পযর্ন্ত নানী বাড়িতে ছিলাম।

নাহল তরকারি

আমি ধার্মিক। আমি সব কিছু ধর্মগ্রন্থ অনুযায়ী বিচার বিশ্রেশণ করি। আমি সামাজিক রীতিনীতি, সমাজিক কু সংস্কার, আবেগ দিয়ে কোন কিছু বিচার করি না।

নাহল তরকারি › বিস্তারিত পোস্টঃ

ঔষুধ প্রতিনিধি

২৮ শে অক্টোবর, ২০২১ বিকাল ৩:১৯


ভূমিকাঃ আমি একদিন ঢাকা মেডিক্যাল গেছিলাম। ভাগ্য ভালো ৫০০ টাকা সমমূল্যের সরকারি ঔষুধ পেয়েছি। সব কিছু শেষ করে যখন বাহির হচ্ছিলাম তখন একজন প্রতিনিধি আমাকে থামিয়ে বলে “ভাই আপনার প্রেসকিপশন টা দেখি?” আমি তখন মজা করে বললাম “আমাকে কি ফ্রি ঔষুধ দিবেন?”


যা বলতে চাইঃ ছবিটা একটি সরকারি হাসপাতাল থেকে সংগ্রহীত।

আমি হলুদ বৃত্ত দিয়ে একটি স্থান চিহ্নিত করেছি। সেখানে স্যামসাং এর দামী মোবাইল আছে।

তারা ঔষুধ কম্পানির প্রতিনিধি। তাদের চার জনের হতে একই ডিজাইনের মোবাইলের প্যাকেট দেখছিলাম।

এখন তারা নিঃস্বার্থ ভাবে ডাক্তারদের মোবাইল উপহার দিতেই পারে। ডাক্তারগণ কত কষ্ট করে লেখা পড়া করে আজ এই পযর্ন্ত এসেছে। তারা একটি অনেক উপহার প্রাপ্য।

এই মোবাইলের বিনিময়ে যদি বলা হয় আমাদের ঔষুধ চালিয়ে দেন তাহলে খারাপ হবে। মানহীন ঔষুধ তখন বেশী দামে বিক্রি হবে।

তাই ডাক্তাদের নিঃস্বার্থ ভাবে ভালোবাসুন। কোন কিছুর বিনিময়ে না।

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে অক্টোবর, ২০২১ বিকাল ৩:২৯

বিটপি বলেছেন: আজকাল রোগিরা অনেক চালাক হয়ে গেছে। ডাক্তারের দেওয়া ওষুধ না কিনে অন্য কোম্পানির ওষুধ কেনে।

২৮ শে অক্টোবর, ২০২১ বিকাল ৩:৫২

নাহল তরকারি বলেছেন: জ্বি ভাই।

২| ২৮ শে অক্টোবর, ২০২১ বিকাল ৩:৩৫

রানার ব্লগ বলেছেন: আমাদের মতো সাধারন মানুষ এই সব মার্কেটিং স্ট্রাটিজিতে পরে ব্যাক্কল হতে হয় !!!!

২৮ শে অক্টোবর, ২০২১ বিকাল ৩:৫২

নাহল তরকারি বলেছেন: জ্বি, ভাই।

৩| ২৮ শে অক্টোবর, ২০২১ বিকাল ৪:৩৫

ইসলামিক_নলেজ বলেছেন: নোংরা মার্কেটিং স্ট্রাটিজি

২৮ শে অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৬:৩৩

নাহল তরকারি বলেছেন: জ্বি ভাই।

৪| ২৮ শে অক্টোবর, ২০২১ বিকাল ৫:১২

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: তাদের দেখে কষ্ট হয়। কারণ, গুটিকয়েক কোম্পানীর ওষুধ ছাড়া হায় হায় কোম্পানীর ওষুধ ভাল ডাক্তার রা লিখেন না।

২৮ শে অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৬:৩৩

নাহল তরকারি বলেছেন: জ্বি ভাই।

৫| ২৮ শে অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৬:৪১

জুল ভার্ন বলেছেন: এই অপকর্ম শুধু হাভাতে ডাক্তারগণই করেনা, বিখ্যাত ডাক্তারগণও হামেশা করে থাকে।

৬| ২৮ শে অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৭:৩৭

জাতিস্মরের জীবনপঞ্জী বলেছেন: গুটিকয়েক কোম্পানীর ওষুধ ছাড়া হায় হায় কোম্পানীর ওষুধ ভাল ডাক্তার রা লিখেন না- ভাল ওষুধ কোম্পানী ডাক্তারদের টাকা, মোবাইল বা আনুষাঙ্গিক জিনিসপত্র দেয় না। এরা শুধু প্যাড আর কলম দেয়। হায় হায় কোম্পানীগুলোই টাকা আর বড় বড় গিফট ডাক্তারদের হাতে দেয়। আমার পরিচিত একজন বিএসএমএমইউ এর ডাক্তার, সেখানে দেখেছি। পরিচিত সেইজন আফসোস করে যে স্কয়ার কেন বড় কোন গিফট দেয় না। আজে-বাজে বহু কোম্পানীকে তার সাথে ঘুরাঘুরি করতে দেখেছি

৭| ২৮ শে অক্টোবর, ২০২১ রাত ৮:৩২

ইমরোজ৭৫ বলেছেন: তারা আপনার প্রেসকিপশন নিয়ে ছবি তুলে।

৮| ২৮ শে অক্টোবর, ২০২১ রাত ৯:৪০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: প্রেস্ক্রিপ্সনে যাই লিখুক আমি টপ টেন কোম্পানির ওষুধ ছাড়া কিনিনা

৯| ২৮ শে অক্টোবর, ২০২১ রাত ১১:৫২

রাজীব নুর বলেছেন: ডাক্তাদের উচিত ভিজিট কম নেওয়া। তাঁরা কেন বুঝে না দেশটা দরিদ্র।

১০| ২৯ শে অক্টোবর, ২০২১ রাত ১:২৯

জি এইস মেহেদী বলেছেন: ডাক্তার রা সহানুভূতি আচরণ করে না৷,,, দালাল এর অত্যাচারে সাধারণ মানুষ সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে ভয় পায়,, তখন ক্লিনিক এ গিয়ে বেশি টাকায় চিকিৎসা করাতে বাধ্য হচ্ছে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.